কাল রাতে নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল বেতিসের মুখোমুখী হয়েছিল বার্সেলোনা। সেল্টার ভিগোর মাঠে তাদের মুখোমুখী হয়েছিলে রিয়াল মাদ্রিদ।
হেরেছে বার্সা- জয় পেয়েছে মাদ্রিদ
বার্সেলোনা
ম্যাচটা হচ্ছিল নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে। ইনজুরি থেকে ফিরে প্রথম একাদশ থেকেই খেলছিলেন বার্সা অধিনায়ক।
প্রতিপক্ষ গত দশ বছর ধরে ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে নিয়মিত উড়ে যাওয়া রিয়াল বেতিস।
বড় জয়ের আশা করেছিলেন বার্সা সমর্থকরা। চেয়েছিলেন লিওনেল মেসি গোল পাক। হয়েছে প্রায় সবই।
বার্সেলোনা দিয়েছে ৩ গোল। লিওনেল মেসি পেয়েছেন জোড়া গোল। কিন্তু তারপরও লিওনেল মেসির ফেরাটা স্মরণীয় হয়নি।
কারণ বার্সেলোনা যে হজম করেছে ৪ গোল! হ্যা, ভুল শোনেন নি। বার্সেলোনা গতকাল হজম করেছে ৪ গোল।
আগের ম্যাচ গুলোতে যেখানে বার্সেলোনার রক্ষণে সামান্য চিড় ধরাতে পারেনি রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানোর মত জায়ান্টরা, সেখানে কাল রাতে পুঁচকে রিয়াল বেতিস কিনা বার্সেলোনার রক্ষণের কংকাল বের করে ফেলেছিল প্রায়।
বেতিস প্রথমার্ধে যে সুযোগ পেয়েছে তা ঠিকভাবে কাজে লাগাতে পারলে বার্সেলোনার হারের ব্যবধানটা আরও লজ্জাজনক হত।
ম্যাচের প্রথমার্ধে পাওয়া সুযোগ গুলোর মধ্যে ২০ মিনিট আর ৩৪ মিনিটের দুইটি সুযোগ কাজে লাগাতে পেরেছিল বেতিস। ফিরপো আর জোয়াকিনের গোলে প্রথমার্ধে ২-০ তে এগিয়ে যায় রিয়াল বেতিস।
৬৮ মিনিটে পেনাল্টি থেকে মেসি গোল করেন কিন্তু এর দুই মিনিট পরেই হাস্যকরভাবে গোল হজম করে বার্সা।
৭৯ মিনিটে আর্তুরো ভিদালের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বার্সেলোনা।
কিন্তু এর দুই মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইভান রাকিতিচ।
রাকিতিচের লাল কার্ড দেখার দুই মিনিট পরেই সার্জিও ক্যানালেস ৪-২ ব্যবধান করেন।
ম্যাচের শেষ দিকে মেসি আরেকটি গোল করে ব্যবধান কমান। ৪-৩ ব্যবধানে হারে বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদ
কাল রাতে সেল্টা ভিগোর মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে ৪-২ ব্যবধানে হারিয়েছে মাদ্রিদিস্তারা।
ম্যাচের ২৩ মিনিটেই বেনজামার নৈপুন্যে এগিয়ে যাওয়া রিয়াল ৫৬ মিনিটে আরও এগিয়ে যায় আত্মঘাতী গোলে।
৬১ মিনিটে ম্যালো গোল করে ব্যবধান কমালেও ৮৩ মিনিটে স্পট-কিক থেকে ব্যবধান আবার বাড়ান রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
ম্যাচের অতিরিক্ত সময়ে হয় আরও দুই গোল।
৯১ মিনিটে রিয়ালের পক্ষে গোল করেন দানি সেবালোস আর ৯৪ মিনিটে সেল্টার পক্ষে গোল শোধ করেন মেন্দেজ।
৪-২ গোলের এই জয়ে সোলারির অধীনে টানা চার ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ।
হারলেও বার্সেলোনা যথারীতি লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে, রিয়াল আছে ৬ষ্ঠ স্থানে।
Leave a Reply