আপনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, অথচ চট্টগ্রামের সেরা কলেজ সম্পর্কে জানবেন না, তা কি হয়! শিক্ষার্থী কিংবা শিক্ষানুরাগী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক হিসেবে সবারই সেরা কিছু শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জেনে রাখা ভালো। বিশেষত, যারা চট্টগ্রামে থাকেন, তাদের তো অবশ্যই এই বিভাগের বিশেষ কিছু কলেজের নাম জানা চাই।
চট্টগ্রাম শুধু মাত্র বাংলাদেশের পোর্ট সিটিই নয়, এটি শিক্ষার দিক থেকেও এগিয়ে আছে অন্যান্য অনেক সিটি থেকে। গুণগত শিক্ষার দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতার কারণে এই বিভাগের শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে ভাল অবস্থানে রয়েছে।
সুতরাং, আসুন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী সেরা ১০টি কলেজ সম্পর্কে বিস্তারিত জানা যাক।
চট্টগ্রামের সেরা কলেজ
সুনাম ও সাফল্যের দিক থেকে ঢাকার সেরা ১০ কলেজ নিয়ে একটি পোস্ট প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের অনেক পাঠকই আমাদেরকে মেইল করে তাদের বিভাগের কলেজগুলো নিয়ে আরেকটি পোস্ট দিতে অনুরোধ করেছেন। যার ফলশ্রুতি আমাদের এই লেখা।
উইপিডিয়ার তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামে ৮৭টি কলেজ রয়েছে। আর আমরা সেখান থেকে বাছাই করে ১০টি কলেজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। বাছাইয়ের দিক থেকে আমরা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি, সেগুলো হলো-
- রেজিস্টার্ড শিক্ষার্থীদের সংখ্যা
- নিয়মিত পরীক্ষা
- পরীক্ষায় অংশগ্রহণের হার
- পরীক্ষায় পাসের হার
- নরমাল এ প্লাস প্রাপ্তি
- ও গোল্ডেন এ প্লাস প্রাপ্তি
Faujdarhat Cadet College
অনেকেই এটিকে চট্টগ্রামের সেরা কলেজ হিসেবে বিবেচনা করে থাকেন। করবেই না বা কেন, এই কলেজটির চট্টগ্রাম বিভাগীয় স্কোর হচ্ছে ১০০ এর মধ্যে ৮৮.৬০, যে স্কোর ঢাকার অনেক কলেজেরও নেই।
১৯৫৮ সালের ২৮ শে এফ্রিল আইয়ুব খান যুক্তরাজ্যের (United States of America) পাবলিক স্কুলের আদলে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। তখনকার প্রথম প্রিন্সিপাল ছিলেন নিউজিল্যান্ড আর্মির লেফটেন্যান্ট কর্ণেল William Maurice Brown।
হিস্টোরিক পাবলিক মিলিটারি হাইস্কুলের অধীন এই কলেজটি বাংলাদেশ সরকারের ইংলিশ ভার্সণ কারিকুলাম অনুযায়ী চলে, যার আংশিক অর্থায়নকারী হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এক নজরে Faujdarhat Cadet College
- অবস্থান: ফৌজদারহাট, সীতাকুন্ড, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: মোহাম্মদ আলিমুজ্জামান (Acting)
- ফোন নাম্বার: +8801769011224
- ইমেইল: ofadhk@gmail.com, fcc_faujdarhat@yahoo.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://fcc.army.mil.bd/
Chittagong College
চট্টগ্রামের সেরা পাবলিক কলেজ Chittagong College, যার শুরুটা হয় চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে। ১৮৩৬ সালে এটি প্রথমে স্কুল হিসেবে যাত্রা শুরু করে, এরপর ১৮৬৯ সালে এটাকে কলেজে রূপান্তর করা হয়। আর পরবর্তীতে এটি চট্টগ্রামের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করে।
চট্টগ্রাম কলেজ একটি সরকারি কলেজ। তবে, মানুষ এটিকে ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকেন। যেমন, নাম চট্টগ্রাম কলেজ হলেও কেউ কেউ বলেন, চট্টগ্রাম সরকারি কলেজ, কেউ বলেন চট্টগ্রাম সিটি কলেজ, কেউ বলেন সিটিজি কলেজ। যে নামেই বলা হোক না কেন, তাতেই মানুষ এটিকে সহজেই চিনে ফেলে। কারণ, বাংলাদেশের বিখ্যাত যেসব পাবলিক কলেজ তৈরি করা হয়েছে তার মাঝে ঢাকা কলেজের পরই রাষ্ট্রীয়ভাবে চট্টগ্রাম কলেজ প্রতিষ্ঠা করা হয় যা চট্টগ্রামের চক বাজারের কলেজ রোডে অবস্থিত।
যেহেতু, Faujdarhat Cadet College সবার জন্যে উন্মুক্ত নয়, সেহেতু স্কুল শেষ করে ভর্তির জন্যে ছাত্র-ছাত্রীদের ভরসাই হল চট্টগ্রাম কলেজ। এই কলেজে প্রায় ১৭ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। এটি একটি বাংলা ভার্সণ কলেজ। এখানকার পড়াশুনার খরচও খুব একটা বেশি নয়। আর বড় ও উন্নত মানের একাডেমিক ক্যাম্পাস, আধুনিক সুযোগ-সুবিধা, বিশাল লাইব্রেরী এবং শিক্ষকদের আন্তরিক পাঠদান এই কলেজকে দিয়েছে আলাদা মাত্রা, ব্যতিক্রম সুনাম।
এক নজরে Chittagong College-
- অবস্থান: কলেজ রোড, চক বাজার, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী
- ফোন নাম্বার: +880 31-616045
- ইমেইল: ctgcollege@yahoo.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://ctgcollege.gov.bd/
Government Commerce College
মূল নাম Government College of Commerce হলেও এটি Government Commerce College নামেই সর্বাধিক পরিচিত। বাংলায় এটিকে আবার সকলেই সরকারি কমার্স কলেজ বলে থাকেন। চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এই কলেজটি কমার্স বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্যে সেরা কলেজ।
কমার্স বা ব্যবসা শিক্ষা নিয়ে কলেজের পাঠ চুকিয়ে যারা বিবিএ পড়ার জন্যে দেশের সেরা ১০টি প্রাইভেট ইউনিভার্সিটি এর যে কোনটিতে ভর্তি হতে চান, তাদের অবশ্যই এসএসসির পর Government Commerce College-এ ভর্তি হওয়া উচিৎ। নাম থেকেই বুঝতে পারছেন এখানে বিজ্ঞান বিভাগ কিংবা কলা বিভাগ নেই। কেবল মাত্র ব্যবসা শিক্ষা বিভাগে পড়তে চান, এমন ছাত্র-ছাত্রীর জন্যেই এই কলেজ।
১৯৪৭ সালে প্রফেসর আবদুস সামাদ চট্টগ্রাম কলেজ অব কমার্স নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি সরকারি স্বীকৃতি পাওয়ায় সরকারি কমার্স কলেজ নামে পরিচিত হয়ে উঠে। ৫.১৬ একর জমির উপর অবস্থিত এই কলেজটিতে বর্তমানে ৭ হাজার ৫শ ছাত্র-ছাত্রী রয়েছে।
এক নজরে Government Commerce College-
- অবস্থান: কমার্স কলেজ রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: প্রফেসর সুসেন কুমার বড়ুয়া
- ফোন নাম্বার: 031-721900 (Ex-101,110)
- ইমেইল: gov.commercecollegectg@gmail.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://gcom.edu.bd/
Government Hazi Mohammad Mohsin College
শুধু চট্টগ্রামেই নয়, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ সারা দেশেই বিখ্যাত ও ব্যাপক পরিচিত। কারণ, এই কলেজটি উপমহাদেশের খ্যাতিমান দানশীল ব্যক্তি হাজী মুহাম্মদ মহসিন এর নামে নামকরণ করা হয়েছে। এটি চট্টগ্রামের অনেক পরনো একটি কলেজ যা বৃটিশ শাসণ আমলে, ১৮৭৪ সালে প্রতিষ্ঠা করা হয়। কলেজটি প্রতিষ্ঠাতা মীর আব্দুর রশিদ।
এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স করার সুযোগ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা এই কলেজে। ফ্যাকাল্টি অব আর্টস্ এন্ড সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অব সায়েন্স এবং ফ্যাকাল্টি অব কমার্স মিলিয়ে এই কলেজের বর্তমান শিক্ষার্থী প্রায় ২০ হাজার।
এক নজরে Government Hazi Mohammad Mohsin College-
- অবস্থান: কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: প্রফেসর সুসেন কুমার বড়ুয়া
- ফোন নাম্বার: 02-333364690
- ইমেইল: mohsincollege_ctg@yahoo.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://mohsincollege.edu.bd/
Govt. City College
Govt. City College বা সরকারি সিটি কলেজ চট্টগ্রামের আরো একটি বিখ্যাত কলেজ। ১৯৫৪ সালে আসহাব উদ্দিন আহমেদ ও জনাব আলী উকিলের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই কলেজে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছেন।
এইচএসসি, বিবিএ ও বিএসসিসহ আরো কিছু ডিপার্টমেন্ট রয়েছে এই কলেজে। বিবিএ-তে রয়েছে ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট পড়ার সুযোগ। বিএসসি অনার্স ও ডিগ্রি পাস কোর্সে রয়েছে ডিপার্টমেন্ট অব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিকস্, বোটানি ও জুলোজি। আর বিএসসি প্রোগ্রামে রয়েছে ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, ক্যামেস্ট্রি, সাইকোলোজি, বোটানি ও জুলোজি ডিপার্টমেন্ট।
এক নজরে Govt. City College-
- অবস্থান: আইস ফ্যাক্টরী রোড, নিউ মার্কেট, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: প্রফেসর ড. সূদীপা দত্ত
- ফোন নাম্বার: 031-636051
- ইমেইল: info@gccc.edu.bd
- অফিসিয়াল ওয়েবসাইট: https://gccc.edu.bd/
Chittagong Cantonment Public College
চট্টগ্রামের আরো একটি গুরুত্বপূর্ণ হাইয়ার সেকেন্ডারি কলেজ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ১৯৬১ সালে আইয়ুব খানের আমলে সরকারীভাবে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আর্মির তত্বাবধানে কলেজটি পরিচালিত হচ্ছে। যারফলে, পড়াশুনার মান, শৃঙ্খলা ও আধুনিকতার দারুণ ছোঁয়া রয়েছে এই কলেজের প্রতিটি পরতে।
Chittagong Cantonment Public College সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই কলেজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। গোলাগুলি আর বোমার আঘাতে এই কলেজের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়ে, ধ্বংশ হয়ে যায় এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ পরবর্তী সময়ে, ১৯৭২ সালে এটিকে আবার পূন:নির্মাণ করা হয়।
এক নজরে Chittagong Cantonment Public College-
- অবস্থান: বায়েজিদ বোস্তামী রোড, চট্টগ্রাম ক্যান্টমেন্ট, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: প্রফেসর ড. সূদীপা দত্ত
- ফোন নাম্বার: ০২-৩৩৯২৪৩১৭০
- ইমেইল: ccpc1961@yahoo.com
- অফিসিয়াল ওয়েবসাইট: http://ccpc.edu.bd/
Ispahini Public School and College
দেশকে শিক্ষিত জাতি এবং আলোকিত নাগরিক উপহার দেয়ার প্রত্যয় নিয়ে ১৯৭৯ সালে চট্টগ্রামের খুলশিতে প্রতিষ্ঠিত হয় ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ। মির্জা আহমেদ ইস্পাহানীর প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে স্কুল ছিল, পরবর্তীতে এটিকে কলেজ পর্যন্ত উন্নীত করা হয়।
বর্তমানে Ispahini Public School and College-এ প্রাইমারী থেকে কলেজ পর্যন্ত পড়ানো হয়। নিজস্ব ৫ তলা বিল্ডিং ও ইন্টেরিয়র ইনফ্রাসট্রাকচার, ২০ হাজার বইয়ের এক বিশাল লাইব্রেরী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্যে আলাদা কমোন রুম এবং উন্নত ও আধুনিক সায়েন্স ল্যাব ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজকে দিয়েছে আলাদা বৈচিত্র্য।
এক নজরে Ispahini Public School and College-
- অবস্থান: জাকির হোসাইন রোড, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: Mohammad Moinul Islam Chowdhury
- ফোন নাম্বার: 031-616323
- ইমেইল: ipsccml@gmail.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://www.ipscctg.edu.bd/
Chittagong Government Women’s College
রেস্ট্রিকটেড ফ্যামিলির মেয়েদের পড়াশুনাকে উৎসাহিত করা ও সমাজে শিক্ষিত নারী সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ১৯৫৭ সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম সরকারি উইমেন’স্ কলেজ। তবে, এর পেছনে তৎকালীণ অনেক শিক্ষানুরাগী ব্যক্তির বিশেষ অবদান রয়েছে।
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা চট্টগ্রাম সরকারি উইমেন’স্ কলেজটিতে ডিগ্রি পাস কোর্স, অনার্স এবং মাস্টার্স পর্যন্ত মেয়েদের পড়াশুনার ব্যবস্থা রয়েছে। প্রায় ২০ একর উপর প্রতিষ্ঠিত এই কলেজটি এখন চট্টগ্রামের মেয়েদের জন্যে একমাত্র নির্ভরযোগ্য কলেজ।
এক নজরে Ispahini Public School and College-
- অবস্থান: নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: আবুল হাসান
- ফোন নাম্বার: 02-334453815
- ইমেইল: cgwc_edu@yahoo.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://www.cgwc.edu.bd/
BAF Shaheen College Chittagong
- কলেজের ধরণ: পাবলিক
- প্রতিষ্ঠাতা: বাংলাদেশ এয়ারফোর্স
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৮
- অবস্থান: পতেঙ্গা, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: গ্রুপ ক্যাপ্টেন আতাহারুল কবির
- ইমেইল: bafsc@gmail.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://bafsc.edu.bd/
Cantonment English School and College
- কলেজের ধরণ: পাবলিক
- প্রতিষ্ঠাতা: বাংলাদেশ আর্মি
- প্রতিষ্ঠাকাল: ১৯98
- অবস্থান: বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম।
- বর্তমান প্রিন্সিপাল: ল্যাপটেনেন্ট কর্নেল কে এম হাসানুল হক
- ফোন: 01769242437
- ইমেইল: cescctg05@gmail.com
- অফিসিয়াল ওয়েবসাইট: https://cesc.edu.bd/
শেষ কথা
আশা করি, এই লেখাটা থেকে চট্টগ্রামের সেরা কলেজ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এই কলেজগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রতিটি কলেজের সঙ্গে দেয়া ওয়েবসাইট ভিজিট করুন। আর দ্রুত যোগাযোগ করতে কলেজের নাম্বারে কল করতে পারেন। এর বাইরে যদি কলেজগুলো সম্পর্কে আরো কিছু জানার থাকে, কিংবা উপরোক্ত কলেজগুলো সম্পর্কে কোনও লেখা সম্পর্কে আপনার মতামত দিতে চান, তবে নিচের কমেন্ট বক্সে সেটা লিখে ফেলুন।
Leave a Reply