পৃথিবীর প্রতিটি দেশেই ইউনিভার্সিটি র্যাংকিং রয়েছে যা ওই দেশের সরকার কিংবা প্রাইভেট সেক্টর থেকে বিশেষ কিছু মূল্যায়ণের ভিত্তিতে নির্ধারিত হয়। কিন্তু গ্লোবাল র্যাংকিং এর ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্যালকুলেশন রয়েছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়ম-কানুনের ভিত্তিতে নির্ধারণ করা হয়।
আসুন, সেই নিয়ম-কানুনগুলো জানা যাক-
- গ্লোবাল রিসার্চ রেপুটিশন – ১২.৫%
- রিজিওনাল রিসার্চ রেপুটিশন – ১২.৫%
- পাঠ্য বই – ২.৫%
- নিজস্ব পাবলিকেশন – ১০%
- মোস্ট সাইটেড নাম্বার অব পাবলিকেশন – ১২.৫%
- মোস্ট সাইটেড টোটাল পাবলিকেশন – ১০%
- নর্মালাইজড্ সাইটেশন ইম্প্যাক্ট – ১০%
- টোটাল সাইটেশন ইম্প্যাক্ট – ৭.৫%
- কনফারেন্স – ২.৫%
Leave a Reply