দেশের অন্যতম সেরা টেলিকমিউনিকেশন কোম্পানী গ্রামীণফোন, যেখানে চাকরি করা যারপরনাই সমাজের চোখে একটা সন্মানের বিষয়। কারণ, আমরা সকলেই জানি টেলিকমিউনিকেশন সেক্টরের চাকরি ট্রেডিশনাল চাকরি থেকে ভিন্ন। এখানকার ক্যারিয়ার স্বপ্ন পূরণের সাম্পান।
কারণ, কর্পোরেট কোম্পানীগুলো অন্য সাধারণ কোম্পানী থেকে ভিন্ন। তাই, এখানে যারা চাকরি করেন, তারাও ভিন্ন রকমের বাড়তি সুবিধা পেয়ে থাকেন। আর গ্রামীণফোনে চাকরির সুবিধা তো কাউকে বলে বোঝানোর প্রয়োজন নেই। কারণ, চাকরিপ্রার্থীদের প্রায় সকলেই এটা জানেন।
এক সময় সরকারি চাকরিকে সবাই খুব গুরুত্ব দিতো এবং মনে করতো সরকারি চাকরি ছাড়া সমাজে কোনও দাম নাই। কিন্তু, বর্তমানে সরকারি চাকরির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে প্রাইভেট চাকরি, বিশেষ করে কর্পোরেট সেক্টরের চাকরিগুলো।
আর, আমরা সবাই জানি, কর্পোরেট চাকরির মধ্যে টেলিকমিউনিকেশনের চাকরিই সবচেয়ে বেশি আকর্ষণীয়। আর, টেলিকমিউনিকেশন বা মোবাইল অপারেটর কোম্পানীর মধ্যে গ্রামীণফোনেই সেরা। সুতরাং, আসুন জেনে নেয়া যাক গ্রামীণফোন বা জিপিতে জব পাবেন কিভাবে।
গ্রামীণফোনে চাকরি পাওয়ার উপায়
এটা হয়তো সত্যি যে জিপিতে জব পাওয়ার বেসিক উপায়গুলো হয়তো আপনার জানা আছে। তবু, আপনাকে ব্রেন স্টোর্মিং করার সুযোগ তৈরি করে দেয়ার জন্যেই আমাদের এই প্রচেষ্টা। এখানে আমরা বেশ কিছু বেসিক উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার সত্যিই কাজে লাগবে।
পোস্ট-পজিশন সম্পর্কে জানুন
গ্রামীণফোনে চাকরি করবেন, কিন্তু জানেন না সেখানে কী কী পোস্ট বা পজিশন রয়েছে; তাহলে বিষয়টা কেমন! সুতরাং, প্রথমেই জেনে রাখা প্রয়োজন দেশের এই শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানীতে কী কী পজিশন রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি পোস্ট-পজিশন নিম্নে দেয়া হলো-
ডিজিটাল মার্কেটিং সেকশন
- Digital Transformation Specialist
- Digital Chief & Strategy Officer
- Division Product Manager, Gp Connect Internet & Broadband (VPN Solutions)
- Skitto Digital Marketing Specialist
- Head of Digital, Distribution Systems
- Head of Digital, Financial Service, Channel & Business, Distribution
- Next Digital Operator
- Head of Digital, Partnership Development
টেকনোলোজি সেকশন
- Chief Technology Officer
- System Engineer
- IT Specialist
- Senior System Engineer
- Lead Technology Engineer
- Radio Planning & Optimization Principal Engineer
- Radio Frequency Engineer
- Solution Architect
- Database Engineer
- Senior Quality Assurance Analyst
- Lead, Voice & Data Service Operation, Core System Platform Engineer (Csp)
- Service Operation Centre System Engineer
- Advanced Analytics Senior Executive
ফিন্যান্স এন্ডঅ্যান্ড অ্যাকাউন্টস্ সেকশন
- Chief Financial Officer
- Strategic Account Manager
- Business Performance Management, Finance Specialist
- Revenue Accounting, Finance Head
- Key Account Manager
- Key Account Manager (Emerging Business)
- Finance Senior Executive
- Account Manager, Direct Sales, Commercial
এইচআর সেকশন
- Head of HR, Strategy & Talent Management
- Head of Communications
- Human Resources Intern
- Distribution Specialist
- Intern . HR Department
- HR Executive
- Senior HR Executive
কাস্টোমার সার্ভিস সেকশন
- Customer Service Executive
- Senior CS Executive
- Customer Manager
- Customer Service Manager
- Customer Care Executive
- Deputy Head of Customer Service, Director, Customer Experience & Service
সেলস্ এন্ড মার্কেটিং সেকশন
- Sales Executive
- Senior Sales Executive
- Business Development Executive
- Chief Marketing Officer
- Corporate Sales Strategic Account Manager
- eCommerce & Payments Head of Business Development & Partnerships
- Market Communications, Business Circle, Khulna Head
- Marketing Analytics, Brand & Digital Marketing Specialist
- Specialist, Consumer Postpaid
ম্যানেজিং সেকশন
- Area Manager
- Territory Manager
- Channel Manager
- Senior Territory Manager
- Business Development Manager
- Area Manager (Digital Financial Service)
- Portfolio Manager, Product
- General Manager
- Head General Manager, Demand Management & Service Design
- Project Manager, Information Technology
- Service Account Manager
- General Manager, Deployment & Projects, Technology
- Deputy General Manager, Core Aggregation Planning, Transmission Planning
- Regional Manager, Retail Channel & Trade Marketing
এছাড়াও গ্রামীণফোনের হেড অফিস ও রিজিওনাল অফিসগুলোতে আরো অনেক সেকশন রয়েছে। আর, প্রতিটি সেকশনে আরো অনেক পোস্ট-পজিশন রয়েছে।
জিপি’র জব সার্কুলারে নজর রাখুন
গ্রামীণফোনে কোনও পোস্ট বা পজিশন খালি হলেই তারা বিজ্ঞাপন দিয়ে সবাইকে জানিয়ে দেয়। অর্থাৎ, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। অনেক সময় কাজের চাপ বেড়ে গেলেও চাপ কমাতে নতুন ডিপার্টমেন্ট খোলা হয়। কিংবা, পুরনো ডির্পার্টমেন্টে নতুন পোস্ট তৈরি হয়। সেক্ষেত্রেও, এসব বড় বড় কোম্পানীগুলোতে চাকরির সুযোগ বেড়ে যায়।
যাইহোক, চাকরিপ্রারর্থী হিসেবে আপনার কাজ হচ্ছে খোঁজ-খবর রাখা। অর্থাৎ, গ্রামীণফোনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর প্রতি নজর রাখা।
এই নজর আপনি কিভাবে রাখবেন?
প্রথমত গ্রামীণফোণের অফিসিয়াল ওয়েবসাইট এর পেজটি মাঝে মধ্যেই ভিজিট করতে পারেন। কেননা, নতুন পদ সৃষ্টি বা খালি হলেই তারা তাদের ওয়েবসাইটে আপডেট প্রকাশ করে। কাজেই, আপনি যদি এই পেজটি মাঝে মাঝেই ভিজিট করেন, তবে অবশ্যই সেটা আপনার নজরে থাকবে।
নিজেদের ওয়েবসাইটে চাকরির অফার প্রকাশ করার পাশাপাশি গ্রামীণফোনসহ বাংলাদেশের সেরা কিছু জব সার্চিং ওয়েবসাইট এর মাধ্যমেও মাঝে মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করে থাকে। আর, দেশের দৈনিক পত্রিকাগুলোর প্রতি যদি রাখেন, তবে অবশ্যই নতুন জব অফার পাবেন।
সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন
ভাবছেন, চাকরির ক্ষেত্রে আবার সোশ্যাল মিডিয়ার কী প্রয়োজন! হুম, অনেক প্রয়োজন। কেননা, আজকালকার অনেক কিছুই হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে। ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রপেশনাল জীবনের সবকিছুর সঙ্গেই সোশ্যাল মিডিয়া ওতপ্রোতভাবে জড়িত।
আপনি অবাক হতেও পারেন এটা দেখে যে, ফেসবুক ব্যবহার করে চাকরি পাওয়ার উপায় আছে এবং সেটা বেশ ইফেক্টিভ। বিশ্বাস না হলে নিজেই লেখাটি পড়ে বিস্তারিত জেনে নিন। আজকাল প্রতিটি কোম্পানীরই ফেসবুক, টুইটার এবং লিংডইনসহ আরো অনেক সোশ্যাল বিজনেস পেজ রয়েছে। সুতরাং, সেগুলোর দিকেও আপনাকে নজর দিতে হবে।
প্রয়োজনীয় উচ্চতর ডিগ্রি অর্জণ করুন
গ্রামীণফোনে চাকরি পাওয়ার উপায় হিসেবে প্রথমেই আপনার প্রয়োজন হবে উচ্চতর ডিগ্রি। সাধারণ গ্র্যাজুয়েশন থেকে শুরু করে হাইয়ার ডিগ্রি পর্যন্ত সার্টিফিকেটের প্রয়োজন হবে। চাকরি করে ধনী হওয়ার জন্যে ৫টি উচ্চতর ডিগ্রি এর মধ্যে যদিও টেলিকমিউনিকেশন অন্যতম, তবু আপনি অন্যান্য আরো অনেক ডিগ্রিই অর্জণ করতে পারেন।
যেমন, আপনি যদি অ্যাকাউন্টস্ সেকশনে জব করতে চান, তবে আপনার অবশ্যই Bachelor’s or master’s degree in tax, accounting, or finance থাকতে হবে। কিংবা, থাকতে হবে Association of Chartered Certified Accountants (ACCA) অথবা Chartered Institute of Management Accountants (CIMA)।
একইভাবে, আপনি যদি আইটি সেকশনে জব করার ইচ্ছে লালন করেন, তবে আপনার হয় টেলিকম টেকনোলোজিতে Bachelor কিংবা মাস্টার ডিগ্রি থাকতে হবে। অথবা, ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
যদি জব চান জিপির মার্কেটিং সেক্টরে, তবে সেক্ষেত্রেও আপনার মার্কেটিং এর উপর ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি থাকা চাই। এমনকি, বিশেষ কিছু ক্ষেত্রে আরো উচ্চতর ডিগ্রির প্রয়োজন হতে পারে।
মোট কথা, জিপির মতো যে কোনও টেলিকমিউনিকেশন কোম্পানীতে চাকরি করতে হলে আপনার উচ্চতর একাডেমিক ডিগ্রি লাগবে। সুতরাং, এখনই প্রস্তুতি নিন, যে সেক্টরে জব করতে চান, সে সেক্টরের উচ্চতর ডিগ্রি অর্জণ করুন।
ইন্টারভিউ’র প্রস্তুতি নিন
শুধু গ্রামীণফোনেরর ক্ষেত্রেই নয়, যে কোনও কর্পোরেট কোম্পানীতেই ইন্টারভিউ দেয়ার জন্যে আপনাকে যথেষ্ট্য পরিমাণ প্রস্তুতি রাখতে হবে। জেনে নিন জব ইন্টারভিউ’র যাবতীয় প্রস্তুতি সম্পর্কে, অর্থাৎ কী কী প্রস্তুতি নেবেন-
- গ্রামীণফোন সম্পর্কে ভাল করে জেনে নিন। ওদের ওয়েবসাইট ভিজিট করে প্রত্যেকটা ক্যাটেগরিতে যান। সেখানকার প্রতিটি বিষয় পড়ে দেখুন। গুগল সার্চ করে গ্রামীণফোনের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠার সময়, মালিকানা, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনে রাখুন।
- গুগল সার্চ করে দেখে নিন এ ধরণের কোম্পানীতে কী ধরণের প্রশ্ন করা হয়। গুগলে আপনি এমন অনেক ওয়েবসাইট পাবেন যেগুলোতে সম্ভাব্য প্রশ্ন ও উত্তর দেয়া রয়েছে। প্রশ্নগুলোর ধরণ জেনে রাখুন। এ ধরণের প্রশ্নে কী ধরণের উত্তর দিতে হয়, সেটাও পড়ে নিন।
- গ্রামীণফোনে আপনার কোনও বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন থাকলে তাদের সাথে কথা বলুন। তাদের সুপারিশের আশা করবেন না। বরং, তাদেরকে জিজ্ঞাশা করুন, তাদের ইন্টারভিউ’র ক্ষেত্রে কী কী প্রশ্ন করা হয়েছিল। জানার চেষ্টা করুন, এখন কী ধরণের প্রশ্ন করা হয়।
- ইন্টারভিউতে যাওয়ার জন্যে ভাল মানের এক সেট জামা-কাপড় বানিয়ে রাখুন। এক্ষেত্রে, শার্ট, প্যান্ট, কোট, টাই হলে ভাল হয়। সুন্দর থেকে একজোড়া শ্যু কিনে রাখুন।
- প্রয়োজনীয় কাগজ-পত্র রেডি করে রাখুন। জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট (যদি থাকে), কমিশনার সার্টিফিকেট, কাভার লেটারসহ বায়োডাটা, প্রয়োজনীয় ছবি, ইত্যাদি।
Hello, জেসিকা আপু! আমার আপনার সাথে একটা বিষয়ে জরুরী কথা বলা দরকার। আশা করি, আপনি যোগাযোগ করবেন। mail me at kobitastory@gmail.com
ধন্যবাদ, কবিতা। তোমার জরুরী বিষয়টা ইচ্ছে করলে এখানেই বলতে পারো। অথবা, admin@hoicoibangla.com – এ জানাতে পারো। ইংশাল্লাহ্, আমি রেসপন্স করবো।
গ্রামীণফোন হোক আর যেখানেই হোক, ডাইভিং চাকরি করতে চাই – ০১৭৩৮৪৩১৬০৮