আপনি গ্রামীণফোন ব্যবহার করেন, কিন্তু গ্রামীণফোনের সকল কোড আপনার হয়তো জানা নেই। তাই, মাঝে মধ্যে কোড বা সার্ভিস সংক্রান্তু ভোগান্তিতে পড়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়।
আসলে, যখন কোনও সার্ভিস কোডের প্রয়োজন হয়, তখন হয়তো এদিক-ওদিক খোঁজাখুজি করে নিয়ে থাকেন সবাই। কখনো হয়তো কেউ সব ধরণের সার্ভিসের জন্যে কার্যকরী কোডগুলো জেনে রাখার প্রয়োজনীয়তা বোধ করেন না।
কিন্তু, ভেবে দেখুন যদি আপনার কাছে একসাথে গ্রামীণের সকল কোড জমা করা থাকে, কিংবা কোথাও একত্রিত করা থাকে, তবে আপনাকে প্রয়োজনের মূহুর্তে কাউকে জিজ্ঞাশা করা কিংবা নেটে সার্চ দেয়ার প্রয়োজন হয় না।
তাই, গ্রামীণফোন ইউজারদের জন্যে দরকারি সকল ইউএসএসডি কোড একসাথে করে দিলাম আজকের লেখায়।
গ্রামীণফোনের সকল কোড
গ্রামীণফোনকে আমরা সংক্ষেপে জিপি নামেই চিনি। আর আমরা সকলেই জানি, এটিই বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত মোবাইল ফোন কোম্পানী, যেখানে চাকরি করার ২৪ লাভ রয়েছে। জেনে অবাক হবেন যে, প্রায় ৭ কোটি ব্যবহারকারী রয়েছে এই লিডিং মোবাইল অপারেটর কোম্পানীর। সুতরাং, আপনিও যে এই অপারেটরের ব্যবহারকারী, তা ধরে নেয়া যেতেই পারে। কাজেই, আপনার জন্যেই আমাদের আজকের আয়োজন।
টোটাল সার্ভিস
গ্রামীণফোনের প্রায় সকল সার্ভিস এক জায়গায় পেতে ডায়াল করুন – *121#
নোট: এই এইএসডি কোডটি ডায়াল করে একটি পপআপ ওপেন হবে যেখানে ০ থেকে ৬ পর্যন্ত ৭টি মেন্যু থাকবে। তার মাঝে দেখে নিন কোনটাতে কি আছে-
- ০ = মাই জিপি অ্যাপ ডাউনলোড
- ১ = ব্যালেন্স, কল রেট ও এফএনএফ
- ২ = জিপি স্টার
- ৩ = ইন্টারনেট প্যাক
- ৪ = মিনিট প্যাক কিংবা টক টাইম
- ৫ = মাই অফার
- ৬ = ভ্যাস এন্ড রোমিং ও ওয়েলকাম টিউন
মেইন ব্যালেন্স চেক
গ্রামীণ সিমের মেইন ব্যালেন্স (কত টাকা আছে) চেক করতে ডায়াল করুন – *566#
নোট: এই ইউএসডি কোডটি রান করলে পপ-আপে লেখা ভেসে উঠবে যেখানে দেখতে পাবেন আপনার কত ব্যালেন্স রয়েছে। ব্যালেন্সের সাথে বেশিরভাগ সময়ই গ্রামীণফোন বিভিন্ন প্রমোশন করে থাকে। যেমন, ১ জিবি ইন্টারনেট নিতে ডায়াল করুন —-।
ইমার্জেন্সি ব্যালেন্স
যে কোনও সময় জিপি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চাইলে ডায়াল করুন – *121*1*3#
নোট: এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার মেইন অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা হয়ে যাবে এবং সেটার পরিমাণ আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সাধারণত, একজন ইউজারের গড় খরচের উপর ক্যালকুলেশন করে এই অ্যামাউন্ট নির্ধারণ করা হয়।
ইমার্জেন্সি ব্যালেন্স চেক
ইর্মাজেন্সি ব্যালেন্স চেক করতে চাইলে ডায়াল করুন – *121*1*2#
নোট: ফিরতি এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে কত ব্যালেন্স আছে।
ইন্টারনেট অফার জানতে
আপনার জন্যে জিপির ইন্টারনেট অফার জানতে বা প্যাক কিনতে ডায়াল করুন – *121*3#
নোট: এই কোডটি ডায়াল করলে ৯টি সাব কোড অপশন ভেসে উঠবে যেগুলো ব্যবহার করে আপনি আপনার পছন্দের ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। এই মূহুর্তে যে অফারগুলো রয়েছে সেগুলো নিম্নরূপ-
- ১ = হ্যান্ডসেট সেটিংস্
- ২ = ১ জিবি ইন্টারনেট
- ৩ = ২.৫ জিবি ইন্টারনেট
- ৪ = ৫ জিবি ৭ দিনের প্যাকেজ
- ৫ = ৫ জিবি ৩০ দিনের প্যাকেজ
- ৬ = ৫০ জিবি ৩০ দিনের প্যাকেজ
- ৭ = অন্যান্য প্যাকেজ
- ৮ = ইন্টারনেট বন্ধ বা রিনিউ অপশন
- ০ = ব্যাক করার অপশন
ইন্টারনেট ব্যালেন্স
গ্রামীণফোনের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্যে ডায়াল করুন- *121*1*4#
নোট: আপনি যে কোনও ইন্টারনেট প্যাকেজই ইউজ করুন না কেন, এই ইউএসডি কোডটি রান করলে একটি এসএমএসের মাধ্যমে আপনাকে বর্তমান ব্যালেন্স জানিয়ে দেয়া হবে।
বোনাস ইন্টারনেট ব্যালেন্স
আপনার প্রাপ্ত বোনাস ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন – *566*13#
নোট: বিভিন্ন উপলক্ষে গ্রামীণফোন প্রায়ই ইন্টারনেট বোনাস দিয়ে থাকে। বিশেষ করে, নতুন সিম কিনলে বোনাস থাকবেই। যাইহোক, প্রাপ্ত বোনাসের কতটুকু রয়েছে তা জানার জন্যে উপরোক্ত কোডটি প্রেস করলে ফিরতি এসএমএসে সেটা জেনে যাবেন।
মিনিট চেক
যদি আপনার জিপি নাম্বারে মিনিট ব্যালেন্স চেক করতে চান, তবে ডায়াল করুন – *566*20#
নোট: অনেকেই মিনিট প্যাক কিনে থাকেন। সেক্ষেত্রে, ব্যবহারের পর আর কত মিনিট রয়েছে সেটা জানতে উপরোক্ত কোড রান করলে পপ-আপ উইন্ডোতে সেটা ভেসে উঠবে।
নাম্বার চেক
গ্রামীণ সিমের সিম নাম্বার বা ফোন নাম্বার (MSISDN) চেক করতে চাইলে ডায়াল করুন- *2#
নোট: এটা সবার ক্ষেত্রে প্রয়োজন না’ও হতে পারে। কারণ, বেশিরভাগ মানুষই তার নিজের নাম্বার মুখস্থ জানেন। কিন্তু, যারা জানেন না, তারা কি করবেন? জাস্ট *2# ডায়াল করবেন, আপনার নাম্বারটি স্ক্রিনে ভেসে উঠবে।
এসএমএস ও এমএমএস চেক
আপনার জিপি ফোনের এমএমএস বা এসএমএস চেক করতে ডায়াল করুন – *121*1*2#
নোট: ফ্রি এসএমএস পেয়েছেন বা কিনেছেন? তবে, উপরের কোডটি ডায়াল করে জেনে নিন কয়টি এসএমএস বাকী আছে। কোডটি ডায়াল করলে স্ক্রিনে সেটা দেখতে পাবেন।
প্যাকেজ চেক ও পরিবর্তণ
আপনার সিমটি কোন প্যাকেজে আছে তা জানতে এবং প্যাকেজ পরিবর্তণ করতে ডায়াল করুন – *121*1*6#
নোট: উপরোক্ত ইউএসএসডি কোডটি রান করলে যে পপ-উইন্ডো ওপেন হবে, তাতে ৫টি সাব মেন্যু থাকবে যেগুলো ডায়াল করে বর্তমান প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন এবং চাইলে সেটি পরিবর্তণ করে অন্য প্যাকেজে যেতে পারবেন। অপশনগুলো হলো-
- ১ = বন্ধু প্যাকেজ
- ২ = নিশ্চিন্ত প্যাকেজ
- ৩ = ডিজুস প্যাকেজ
- ৪ = মাই প্যাকেজ (বর্তমান) এবং কল রেট
- ০ = ব্যাক করার অপশন
জিপি অফার
আপনার জন্যে এই মূহুর্তে জিপির পক্ষ থেকে কি কি অফার রয়েছে তা জানতে ডায়াল করুন – *444#
নোট: এই কোডটি ডায়াল করার পর পপ-আপ উইন্ডোতে আপনার অফার ভেসে উঠবে। যদি কোনও অফার না থাকে, তবে লেখা থাকবে, দু:খিত, এই মুহূর্তে আপনার জন্যে কোনও অফার নেই।
কল ডাইভার্ট
আপনার কলটি অন্য কোনও নাম্বারে ডাইভার্ট করতে ডায়াল করুন – *21*number#
কল ডাইভার্ট বন্ধ করতে চাইলে ডায়াল করুন – *21#
নোট: আপনি যদি কল ডাইভার্ট কি সেটা না জানেন, তবে নীল লেখাটাতে ক্লিক করে জেনে নিন। উপরের কোডটি ডায়াল করলে আপনার কল অটোমেটিক নির্ধারিত নাম্বারে ডাইভার্ট হয়ে যাবে।
জিপি’র বিভিন্ন কল রেট অফার
প্রতি সেকেন্ডে মাত্র ১ পয়সা কল রেট অফারগুলো নিম্নরূপ-
- ২১ টাকা রিচার্জে ২ দিন।
- ২৯ টাকা রিচার্জে ৩ দিন।
- ৩৯ টাকা রিচার্জে ৫ দিন।
- ৪৯ টাকা রিচার্জে ৭ দিন।
- ৭৯ টাকা রিচার্জে ১০ দিন।
- ১০৯ টাকা রিচার্জে ৩০ দিন।
- ২০৯ টাকা রিচার্জে ৬০ দিন।
নোট: অফার ভ্যালিডিটিজানতে *121*1*2# ডায়াল করুন আর অফারটি বন্ধ করতে চাইলে *121*1003*1# ডায়াল করুন।
গ্রামীণফোনের বিভিন্ন মিনিট রেট অফার
মিনিট রেট বলতে নির্দিষ্ট মিনিট কিনতে নির্দিষ্ট পরিমাণ টাকা। দেখে নিন কত টাকায় কত মিনিট কিনতে পারবেন, সেটা নিম্নরূপ-
- ১৪ টাকায় ২৩ মিনিট, মেয়াদ ১৬ ঘন্টা।
- ২৪ টাকায় ৪০ মিনিট, মেয়াদ ২৪ ঘন্টা।
- ৪৪ টাকায় ৭০ মিনিট, মেয়াদ ৪ দিন।
- ৫৯ টাকায় ১০০ মিনিট, মেয়াদ ৭ দিন।
- ৭৮ টাকায় ১২৫ মিনিট, মেয়াদ ৭ দিন।
- ৭৮ টাকায় ১২৫ মিনিট, মেয়াদ ৭ দিন।
- ৯৯ টাকায় ১৬০ মিনিট, মেয়াদ ৭ দিন।
- ১১৭ টাকায় ২০০ মিনিট, মেয়াদ ৭ দিন।
- ১৯৯ টাকায় ৩৩০ মিনিট, মেয়াদ ৩০ দিন।
- ২২৩ টাকায় ৪০০ মিনিট, মেয়াদ ১৫ দিন।
- ২৮৮ টাকায় ৫০০ মিনিট, মেয়াদ ৩০ দিন।
জিপি’র এসএমএস অফার
বিভিন্ন অকেশনে শুভেচ্ছা জানানো কিংবা কোনও প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশনের জন্যে জিপি থেকে অল্প টাকার প্যাকেজে এসএমএস কিনতে পারেন নিম্নোক্ত রেটে-
- ৫ টাকায় ১ দিনের জন্যে ৫০০ এসএমএস।
- ৫ টাকায় ২ দিনের জন্যে ২০০ এসএমএস।
- ৭ টাকায় ২ দিনের জন্যে ৫০ এসএমএস।
- ১ টাকায় ১ দিনের জন্যে ২৫ এসএমএস।
আপনি যদি গ্রামীণফোনের একজন গ্রাহক হয়ে থাকেন, তবে আপনাকে অবশ্যই উপরের দরকারি কোডগুলো সংগ্রহে রাখা উচিৎ। গ্রামীণফোনের সকল কোড সকলেরই দরকার। তাই, লেখাটি যদি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখেন, কিংবা ব্রাউজারে বুকমার্ক করে রাখেন, তবে প্রয়োজনের মুহূর্তে এটিকে অনায়াসেই খুঁজে পাবেন এবং অন্যরা এর থেকে উপকার পাবে।
কল ডাইভাট বন্ধ করলে চিহ্ন যাচ্ছে না কেন?
সেক্ষেত্রে ডাইভার্ট কি বন্ধ হয়েছে?
আমিও গ্রামীণফোন ব্যবহার করি, আর আমারও এ ধরণের কোড প্রায়ই দরকার হয়। কিন্তু এক জায়গায় কোডগুলো একসঙ্গে পাওয়া যায় না। আজ হৈচৈ বাংলায় পেলাম, কাজে দেবে।
ধন্যবাদ, ভাই। এক জায়গায় একত্র করে দিয়ে আমি এই লেখাটি লিখেছি তাদের জন্যে যারা কোড খুঁজতে গিয়ে প্রায়ই পেরেশানিতে পড়েন।