গ্রাফিক্স কার্ড হল একটি গেমিং পিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম ও মান সম্পর্কে আমার অনেকের ধারণা কম। আমরা অনেকেই জানি না আমাদের কোন বাজেটে কোন গ্রাফিক্স কার্ডটি সবচেয়ে ভাল হবে। তাই, সবারই গ্রাফিক্স কার্ড বায়িং গাইড সম্পর্কে কম বেশি ধারণা থাকা উচিৎ।
বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রাফিক্স কার্ড কিনতে যেয়ে অনেক কনফিউজড হয়ে যায়। কোনটা ছেড়ে কোনটা কিনব, কোন গ্রাফিক্স কার্ডটি সবথেকে ভাল হবে, এই বাজেটে কোন গ্রাফিক্স কার্ডটি কিনব? এই নিয়ে ভাবতে ভাবতেই দিন চলে যাই। শেষে দোকানদার যে গ্রাফিক্স কার্ডটিকে ভাল বলে, সেটিই আমরা কিনি। তাই, কেউ যেন গ্রাফিক্স কার্ড নিয়ে কনফিউশনে না থাকেন সেই জন্য আমাদের আজকের এই গ্রাফিক্স কার্ড বায়িং গাইড।
আমাদের অনেকেরই জানা আছে গ্রাফিক্স কার্ড কি আর কিভাবে কাজ করে। যা আমাদের অনেকেরই জানা নেই তা হচ্ছে কি ধরনের গ্রাফিক্স কার্ড ভাল হবে, কোনটি কিনবো। তাই, আজকের এই আয়োজন গ্রাফিক্স কার্ড বায়িং গাইডে আমরা বাংলাদেশের দামের সাপেক্ষে বাজেট রেঞ্জকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করবো।
ক্যাটাগরিগুলোতে আমরা নির্দিষ্ট রেঞ্জের দামের মধ্যে সবথেকে কম দামের এবং বেস্ট গ্রাফিক্স কার্ডটি সাজেস্ট করবো। একই গ্রাফিক্স কার্ডের অনেক কোম্পানি আছে। তার মধ্যে থেকে সবথেকে কম দামে কোন কোম্পানি আমাদের বেস্ট গ্রাফিক্স কার্ড অফার করছে সেটি দেখবো।
এখানে দামগুলো বর্তমান বাংলাদেশের মার্কেট অনুযায়ী দেওয়া হয়েছে। আপনি যদি এই আর্টিকেলটি পাবলিশ হওয়ার অনেক দিন পরে দেখেন, তাহলে দাম সামান্য কম বেশি হতে পারে। আর আপনি যদি ল্যাপটপ বা ডেক্সটপ কেনা নিয়ে দ্বিধায় থাকেন তাহলে, ল্যাপটপ নাকি ডেক্সটপ আর্টকেলটি দেখতে পারেন।
গ্রাফিক্স কার্ডের দাম কত, কোনটি কিনবেন?
বাজেট রেঞ্জ: ১ থেকে ৫ হাজার টাকা
এই রেঞ্জ কোন গ্রাফিক্স কার্ড সাজেস্ট করবো না। কারণ, এই বাজেটের গ্রাফিক্স কার্ডগুলো খুবই নিম্নমানের হয়। যারা ইন্টেলের ৫ম বা তার বেশি জেনারেশনের প্রসেসর ব্যবহার করছেন বা রাইজেনের G সিরিজের প্রসেসর ব্যবহার করছেন, তাদের প্রসেসরে ইনবিল্ড গ্রাফিক্স কার্ড অনেক বেশি পাওয়ারফুল। তাই, এই বাজেটে কোন গ্রাফিক্স কার্ড না কেনার পরামর্শ থাকবে।
বাজেট রেঞ্জ: ৫ থেকে ১০ হাজার টাকা
1. Colorful GT 1030:
- ভিডিও মেমোরি: 2GB GDDR5
- বেজ ক্লক: 1227MHz
- বুস্ট ক্লক: 1468MHz
- মেমোরি ক্লক: 6Gbps
- দাম: 6,000 – 6,500 BDT
2. XFX Radeon RX 560:
- ভিডিও মেমোরি: 4GB GDDR5
- বেজ ক্লক: 1295MHz
- মেমোরি ক্লক: 6000MHz
- দাম: 9,500 – 10,000 BDT
আপনি যদি ছোটখাটো কোন কাজ যেমন, ফটোশপ, ভিডিও এডিটিং, হাই গ্রাফিক্সের মুভি দেখতে চান, তাহলে এই গ্রাফিক্স কার্ড আপনার জন্য। এছাড়া আপনি পুরানো সকল গেম এবং নতুন কম গ্রাফিক্সের গেম লো-ফ্রেম-পার-সেকেন্ডে খেলতে পারবেন।
বাজেট রেঞ্জ: ১০ থেকে ১৫ হাজার টাকা
1. Gigabyte Radeon RX 570 8GB:
- ভিডিও মেমোরি: 8GB GDDR5
- বেজ ক্লক: 1268 MHz
- মেমোরি ক্লক: 7000MHz
- দাম: 13,500 – 14,000 BDT
2. Colorful GeForce GTX 1650:
- ভিডিও মেমোরি: 4GB GDDR5
- বেজ ক্লক: 1485MHz
- মেমোরি ক্লক: 8000 MHz
- দাম: 13,500 – 14,000 BDT
এই রেঞ্জে আমার পার্সোনাল পছন্দ হল Radeon RX 570 8GB। তবে, নতুন গ্রাফিক্স কার্ড হিসেবে GeForce GTX 1650 এর থেকে কোন অংশেই কম নয়। বেঞ্জমার্ক দেখলে দেখা যাবে আসলে এরা কেমন পারফমেন্স করে। RX 570 বেঞ্জমার্কের দিক থেকে অনেক এগিয়ে। তাই, আমার সাজেশন হল আপনি যদি এক্সট্রিম লেভেলের গেমার হন আর FPS এর কোন কম্প্রোমাইজ না করতে চান, তাহলে RX 570 নিন। এক্ষেত্রে গ্রাফিক্স কার্ডের দাম নিয়ে বেশি ভাবা যাবে না অর্থাৎ, উপরোক্ত বাজেটটা রাখতে হবে। আর, আপনি সকল গেম মিডিয়াম ও হাই সেটিংসে এই দুটি গ্রাফিক্স কার্ডে আরামছে খেলতে পারবেন।
বাজেট রেঞ্জ: ১৫ থেকে ২০ হাজার টাকা
1. Gigabyte Radeon RX 580:
- ভিডিও মেমোরি: 8GB GDDR5
- বেজ ক্লক: 1355MHz
- মেমোরি ক্লক: 8000MHz
- দাম: 15,500 – 16,000 BDT
2. ZOTAC GAMING GeForce GTX 1660:
- ভিডিও মেমোরি: 6GB GDDR5
- বেজ ক্লক: 1785MHz
- মেমোরি ক্লক: 8Gbps
- দাম: 19,500 – 20,000 BDT
আপনার বাজেট ১৬,০০০ টাকার মধ্যে হলে RX 580 আপনার পছন্দের লিস্টের প্রথমে রাখা উচিৎ। আর যদি আরও ৪ হাজার মতো বাজেট বাড়াতে পারেন, তাহলে চোখ বুজে GTX 1660 নিয়ে নিন। ২০,০০০ হাজার টাকা বাজেটে GTX 1660 থেকে ভালো কোন গ্রাফিক্স কার্ড বর্তমান বাজারে নেই।
বাজেট রেঞ্জ: ২০ থেকে ২৫ হাজার টাকা
1. Sapphire Pulse Radeon RX 590:
- ভিডিও মেমোরি: 8GB GDDR5
- বেজ ক্লক: 1545MHz
- মেমোরি ক্লক: 8000MHz
- দাম: 22,000 – 22,500 BDT
বাজেট রেঞ্জ: ২৫ থেকে ৩০ হাজার টাকা
1. ZOTAC GAMING GeForce GTX 1660 Ti:
- ভিডিও মেমোরি: 6GB GDDR6
- বেজ ক্লক: 1770MHz
- মেমোরি ক্লক: 12 Gbps
- দাম: 26,000 – 26,500 BDT
বাজেট রেঞ্জ: ৩০ থেকে ৪০ হাজার টাকা
1. Zotac Gaming GeForce RTX 2060:
- ভিডিও মেমোরি: 6GB GDDR6
- বেজ ক্লক: 1680MHz MHz
- মেমোরি ক্লক: 14Gbps
- দাম: 33,000 BDT
2. Sapphire Radeon RX 5700:
- ভিডিও মেমোরি: 8GB GDDR6
- বেজ ক্লক: 1725MHz
- মেমোরি ক্লক: 16Gbps
- দাম: 34,500 BDT
এই রেঞ্জে কোন কিছু না ভেবে Radeon RX 5700 নিয়ে নিন। কারণ, এই দামে এটিই সেরা গ্রাফিক্স কার্ড। আর যদি আপনি AMD পছন্দ না করেন, তাহলে GeForce RTX 2060 নিতে পারেন। তবে এই গ্রাফিক্স কার্ডের দাম যাই হোক, পারফমেন্স কিছুটা কম্প্রোমাইজ করতে হবে।
বাজেট রেঞ্জ: ৪০ থেকে ৭০ হাজার টাকা
1. Zotac Gaming GeForce RTX 2060 Super AMP Extreme 8GB:
- ভিডিও মেমোরি: 8GB GDDR6
- বেজ ক্লক: 1710MHz
- মেমোরি ক্লক: 14Gbps
- দাম: 46,000 BDT
2. Zotac Gaming GeForce RTX 2070:
- ভিডিও মেমোরি: 8GB GDDR6
- বেজ ক্লক: 1800MHz
- মেমোরি ক্লক: 14Gbps
- দাম: 53,000 BDT
3. Colorful GeForce RTX 2080:
- ভিডিও মেমোরি: 8GB GDDR6
- বেজ ক্লক: 1710MHz
- মেমোরি ক্লক: 14Gbps
- দাম: 65,000 BDT
বাজেট রেঞ্জ: ৭০ হাজার টাকার বেশি
1. Gigabyte AORUS GeForce RTX 2080 Ti:
- ভিডিও মেমোরি: 11GB GDDR6
- বেজ ক্লক: 1665MHz
- মেমোরি ক্লক: 14140 MHz
- দাম: 110,000 BDT
আপনার বাজেট ৭০ হাজারের বেশি হলে ১ লাখের উপরে যেতেও সমস্যা হবে না আশা করি। কারণ যার বাজেট ৮০ হাজার টাকা সে আর ২০ বা ৩০ হাজার টাকা বেশি খরচ করতে দ্বিধা করবে না। তাই, এই বাজেটে বেস্ট চয়েজ হল GeForce RTX 2080 Ti। এটি বর্তমান বাংলাদেশের বাজারের সবচেয়ে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড। তাই, পারফমেন্স কেমন হবে সেটা নিয়ে কারোর কোন সংশয় থাকার কথা না।
এখন এক নজরে বায়িং গাইডটির কুইক রিভিউ দেখে নিন:
- সবচেয়ে ভাল সস্তা জিপিইউ: GeForce GT 1030
- সবচেয়ে ভাল মিডরেঞ্জ জিপিইউ: Radeon RX 570
- 1080p জিপিইউ: GeForce GTX 1660
- 1440p জিপিইউ: Radeon RX 5700
- 4K/60Hz জিপিইউ: GeForce RTX 2080
- 4K/144Hz জিপিইউ: GeForce RTX 2080 Ti
সবশেষে বলা যায়, গ্রাফিক্স কার্ডের দাম যেমন দেখতে হবে, তেমনি মান নিয়ে ভাবতে হবে। আপনার বাজেট কত সেটি আগে ফিক্সড করুন। তাহলে, আপনি সহজেই বুঝতে পারবেন আপনি কোন গ্রাফিক্স কার্ডটি কিনতে পারবেন বা কিনতে চান। আশা করি, আমাদের আজকের গ্রাফিক্স কার্ড বায়িং গাইড আপনাদের অনেক হেল্প করেছে। এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে নিয়মিত আমাদের হৈচৈ বাংলার সাথেই থাকুন।
Leave a Reply