ইন্টারনেট জগতের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসাবে গুগল সর্বাধিক পরিচিত। আর গুগলের ফাইল স্টোরেজ এবং সিঙ্ক্রোনাইজেশন সুবিধা হলো গুগল ড্রাইভ। ২৪ শে এপ্রিল ২০১২ সালে গুগল তাদের ইউজারদের জন্যে বিনামূল্যে এটি চালু করে। গুগল ড্রাইভ ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় সকল ডিজিটাল ফাইল আজীবনের জন্যে সংরক্ষণ করে রাখতে পারেন।
গুগল ড্রাইভ ব্যবহারকারীদের তাদের সার্ভারে ফাইলগুলো সংরক্ষণ করতে, ডিভাইসের ফাইলগুলোকে সিঙ্ক্রোনাইজ করতে এবং প্রয়োজনে ফাইলগুলোকে শেয়ার করতে দেয়। এটি এমন একটি ক্লাউড স্টোরেজ সেবা যার মাধ্যমে সমস্ত নতুন ব্যবহারকারীরা স্থায়ীভাবে ১৫ গিগাবাইট লাভ করে। জেনে নিন কিভাবে আপনি গুগল ড্রাইভের ব্যবহার করবেন এবং দরকারি ফাইল সংরক্ষণ করবেন।
এই স্টোরেজ আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। যেমন আপনি যদি চান তাহলে আপনার প্রয়োজনীয় কোন ফাইল আপলোড করে রাখতে পারবেন এই স্টোরেজে। এর ফলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে জাস্ট আপনার ড্রাইভ অ্যাকাউন্টে লগইন করেই আপনি সেই আপলোডকৃত প্রয়োজনীয় ফাইলটি পেয়ে যাবেন।
শুধু তাই নয় আপনি যদি চান যে আপনার আপলোডকৃত ফাইলটি আপনি অন্য কারো সাথে শেয়ার করবেন, তাও সহজেই পারবেন গুগল ড্রাইভের মাধ্যমে। মার্চ ২০১৭ সালের হিসাবে Google ড্রাইভের 800 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে এবং ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এটির এক মিলিয়নেরও বেশি সাংগঠনিক অর্থ প্রদান ব্যবহারকারী রয়েছে। মে ২০১৭ সালের হিসাবে পরিষেবাতে সংরক্ষিত রয়েছে দুই ট্রিলিয়ানেরও বেশি ফাইল।
গুগল ড্রাইভের সুবিধা
- আপনার ফাইলগুলোকে আপনি আজীবনের জন্যে নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারবেন।
- পৃথিবীর যে কোনও জায়গা থেকে ফাইলগুলো অ্যাক্সেস করা।
- নাম এবং কন্টেন্ট দ্বারা যে কোনো ফাইল সার্চ করে খুঁজে বের করা।
- অন্যদের সাথে সহজেই ফাইল এবং ফোল্ডার শেয়ার করা।
- দ্রুত আপনার কন্টেন্টগুলো দেখা।
- সাম্প্রতিক ফাইলগুলোতে দ্রুত অ্যাক্সেস সুবিধা।
- ফাইলের বিবরণ এবং কার্যকলাপ দেখা।
- এছাড়াও অফলাইনে ফাইলগুলো দেখার সুবিধা।
- গুগল ফটো থেকে ছবি এবং ভিডিওতে অ্যাক্সেসের সুবিধা পাবেন এই গুগল ড্রাইভ ব্যবহারের মাধ্যমে।
গুগল ৩০ শে সেপ্টেম্বর ২০১৩ সালে “শিক্ষার জন্য গুগল ড্রাইভ” ঘোষণা করে। যার ফলে এটি সম্পূর্ণ এনক্রিপশন ছাড়াও 5TB পর্যন্ত স্বতন্ত্র ফাইলগুলোর জন্য সীমাহীন স্টোরেজ এবং সমর্থন সুবিধা পাওয়া যাবে।
Google ড্রাইভ আপনার সমস্ত ফাইলগুলোর জন্য একটি নিরাপদ স্থান এবং তাদেরকে যে কোন স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারের নাগালের মধ্যে রাখে। ড্রাইভে বিভিন্ন ফাইল- আপনার ভিডিও, ফটো এবং ডকুমেন্টগুলো নিরাপদে ব্যাকআপ করা হয়, যাতে আপনি তাদের না হারান। এছাড়াও কারো সাথে শেয়ার করার সুবিধাও প্রদান করে এই গুগল ড্রাইভ।
Leave a Reply