মোবাইল, কম্পিউটারসহ যে কোন ডিভাইস ইউজারদের কাছেই ইমোজি বর্তমান সময়ের একটা অতি পরিচিত নাম আর গুগল ইমোজি ব্লব ইমোজির নতুন সংস্করণ। এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কিছু হাসি, কান্না, রাগ, দুষ্টামি সহ আরও অনেক রকমের কিছু অদ্ভুত সাইন।
এ সাইনগুলো দিয়ে আমরা আমাদের মনের নানা রকম ভাব প্রকাশ করে থাকি। ফেসবুক, হোয়াটস্অ্যাপসহ সব ধরণের সোশাল সাইটগুলোতে কথোপকোথনের সময় ইমোজির দরকার হয়। আর যে-সব ইমোজি আমরা সচরাচর ব্যবহার করছি সেগুলো প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, নতুন ইমোজি এসে পুরনো ইমোজির জায়গা দখল করে নিচ্ছে।
স্বাভাবিকভাবেই মানুষ নতুনের প্রতি একটু বেশি টান অনুভব করে থাকে, তাই মানুষের ঝোঁক পুরাতন ব্লব ইমোজি থেকে সরে এসে নতুন গুগোল ইমোজির দিকে ধাবিত হচ্ছে।
আরো পড়ুন:
- মোবাইলের ফন্ট পরিবর্তণ করবেন যেভাবে
- অ্যান্ড্রয়েড ফোনের জন্যে সেরা ১০টি ফ্রি অ্যাকশন গেম
- এক ডজন পপুলার ফেসবুক গেম
- মোবাইল ও কম্পিউটারের জন্য ১০টি ফ্রি ব্যাকআপ সার্ভিস অ্যাপ
- ছোটদের জন্য সেরা ১০টি মোবাইল গেম
- এক ক্লিকেই খুলুন আপনার কম্পিউটারের ফাইল ও ফোল্ডার
ইমোজি কি
ইমোজি আমাদের অতি পরিচিত এবং বর্তমান জীবনের একটা অপরিহার্য অংশ হলেও আমরা কিন্তু ইমোজি কে সংজ্ঞায়িত করতে একটু বেহাল অবস্থায় পড়ে যাই।
অর্থাৎ গুগোল ইমোজি হোক কিংবা ব্লব ইমোজি , আমরা ইমোজি কে শুধুই ইমোজি হিসেবেই চিনি এবং ফেসবুক,ম্যাসেঞ্জার, ভাইবার, হোটাসআপ, ইমো সহ আরও সকল সোস্যাল সাইট এ খুব সহজেই ব্যবহার করে ফেলি। কিন্তু এই ইমোজি আসলে কি?
সেটা হয়তো জানার কখনো প্রয়োজনই মনে হয়নি। ইমোজি ব্যবহারে অতি সহজ হলেও এটাকে সংজ্ঞায়িত করা অতটা সহজ না। ইমোজির সংজ্ঞায় আমরা বলতে পারি, আমাদের মনের ভাব প্রকাশের জন্য অতি সহজ ও লিমিটেড অনলাইন ভিত্তিক যে সকল সাইন ব্যাবহার করে থাকি সেটাই ইমোজি। এখানে লিমিটেড বলার কারণ হচ্ছে, আমাদের মনের ভাল অগনিত রকমের হতে পারে, কিন্তু ইমোজি সাইন লিমিটেড। লিমিটেড কথা হয়তো শুধু ফরমাললি ব্যবহার করা যায়, কারণ যত ইমোজি সাইন আছে এত মনের ভাবও মনে হয় আমাদের হয় না, তবে যে কোন সময় মনের এমন ভাব হতেই পারে যেটার জন্য নেই কোন ইমোজি সাইন। তবে যে পরিমান ইমোজি সাইন আছে তা সাধারণ মানুষদের জন্য যথেষ্ট।
ইমোজি সাইন ও দিন দিন পরিবর্তিত হয়ে উন্নতির দিকে যাচ্ছে, সামনে হয়তো আরও এগিয়ে যাবে, তখন হয়তো মানুষদের মনের ভাবের সংখা ও বেড়ে যাবে। আর অনলাইন ভিত্তিক বলার কারণ, ইমোজি সাইন অনলাইনে ব্যাবহার করা হয়ে থাকে। অফলাইনে তথা বাস্তব জীবনেও এখন একটু আধটু ইমোজি সাইন এর ব্যাবহার দেখা যায়। কোন খুশির সংবাদ কিংবা দু:খের সংবাদ অথবা ক্ষমা চাওয়ার জন্য কাগজে ইমোজি সাইন এর ব্যবহার কিছুটা লক্ষনীয়। তবুও এটা অনলাইন ভিত্তিক সাইন। কারণ, অফলাইনে ইমোজি সাইন খুব রেয়ার এবং অল্প সংখক। হতেও পারে কোন এক সময় অনলাইন অফলাইনে সমান তালে ইমোজি এর সাইন শোভা পাবে। তবে এটা একটু কঠিন বটে।
ইদানিং মানুষ অনলাইন এর দিকেই বেশি ঝুকছে। অনলাইনে মানুষের বেশি ঝোক হওয়ার জন্য হয়তো ইমোজি ছোট খাটো খেলনার চেয়েও বেশি পছন্দনীয় হয়ে গেছে। ভবিষৎ এ হয়তো এটার জনপ্রিয়তা বারবে বৈকি কমবে না।
ইমোজির বিবর্তন
ইমোজি মুলত কিছু সাইন এর নাম। ইমোজির আইডিয়া আসে প্রথম মানুষের হাসি কান্না সহ কয়েকটা মনের ভাব প্রকাশ করার জন্য। প্রথমে বলের উপর দাগ কেটে হাসি, কান্না, রাগ সহ কয়েকটা ইমোজি এর প্রচলন করা হয়। ইমোজি এর প্রাথমিক স্তর হচ্ছে ব্লব ইমোজি। এই ব্লব ইমোজি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিবর্তিত হয়ে আজকের গুগোল ইমোজিতে রুপ নিয়েছে। বর্তমানে আমরা যত সহজে সকল ফোনে ফ্রি ইমোজি পেয়ে যাচ্ছি, এক সময় ইমোজি অতটা সুলভ ছিল না। ব্লব ইমোজি প্রাথমিক অবস্থায় শুধু আইফোন এ ব্যাবহৃত হত।
প্রায় অর্ধ দশক ধরে ব্লব ইমোজি আইফোনকে রঙিন করে গেছে। তখন ইমোজি বলতে শুধু কিছু বল ও কিছু সাইন ছিল। সেগুলি স্থির এবং অচল ছিল। আস্তে আস্তে মনের ভাবের উপর ভিত্তি করে ইমোজি বাড়তে থাকে।
বলের পরে ফুল, নদী, গাছ, পশু,পাখী, যানবাহন, বিজি, ফ্রি সহ হাজার রকমের সাইন যুক্ত হতে থাকে। এভাবেই এগিয়ে চলে ইমোজির আনন্দ প্রদানের পথচলা। মানুষের মনের সকল ভাব সাইনের মাধ্যমে তুলে আনার অপার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইমোজি বিশেষজ্ঞরা। তাদের পথ চলায় ইদানিং যুক্ত হয়েছে আরেকটা নতুন অধ্যায়। যার নাম গুগোল ইমোজি। ব্লব ইমোজির চেয়ে আধুনিক ও মানুষের মনকে আরও বেশি আনন্দ প্রদানের লক্ষ্যে নতুন পথে পা বাড়িয়েছে এই ইমোজির নতুন সংকলন। ইতিমধ্যে ভাল সাড়া ফেলেছে অনলাইন দুনিয়ায়। অল্প সময়ে মানুষ আপন করে নিয়েছে এই সদ্য ভুমিষ্ট ইমোজিকে।
গুগল ইমোজি কি
গুগোল ইমোজি মুলত ব্লব ইমোজি এর নতুন ভার্সন। এখানে ব্লব এর ধারাকে অনেকাংশে উন্নত করে ব্যবহারে আরও সহজ ও প্রাঞ্জল করা হয়েছে। কালারের চমৎকার ব্যবহার, পরিকল্পিত মুভিং, আর নতুন নতুন ইমোজি সাইন এনে দিয়েছে গুগোল ইমোজি কে এক নতুন ধারা। ব্যবহারে ও সাচ্ছন্দবোধ করছে ব্যবহারকারীরা। নতুন নতুন ইমোজিতে একে অন্যকে রাঙানোর যেন চলছে মহোৎসব। এই উৎসবে অংশ নিচ্ছে কোটি কোটি মোবাইল এবং ইমোজি ব্যাবহারকারী। হয়তো এই উৎসব মুখর পরিবেশ অনেক দিন বিরাজ করবে সাইবার দুনিয়ায়। আবার হয়তো নয়।
তবে আপাতত ভবিষ্যৎ এর চিন্তা ঝেড়ে ফেলে বর্তমানের উৎসবে অংশ নেওয়াই হবে বুদ্ধিমানে র কাজ।
মানুষ সব সময় নতুনত্বে বিশ্বাসী। সবাই চায় নতুন কিছু। ব্লব যখন নতুন ছিল, তখন ব্লব এর জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বি। এখন গুগোল ইমোজি নতুন। আপনার ক্রোম ব্রাইজারে গুগল ইমোজি এক্সটেনশন সেট করুন নিচের বাটনে ক্লিক করে।
অ্যান্ড্রয়েড ফোনে গুগল ইমোজি ব্যবহারের জন্য নিচের বাটনে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ইমোজি কি-বোর্ডটি ডাউনলোড করে নিন।
ব্লবকে ফেলে দিয়ে মানুষ এখন গুগল ইমোজির দিকে ঝুঁকছে। হয়তো গুগোল ইমোজি এর চেয়েও আধুনিক কিছু আসবে ভবিষ্যৎ সময়ে। আবার এটাও হতে পারে, গুগোলই রাজত্ব করে চলবে অনন্তকাল। গুগোল ইমোজি এর ভবিষ্যৎ সময়ই বলে দেবে।
Leave a Reply