আপনি জেনে অবাক হবেন গুগল অ্যাডসেন্সের বিকল্প অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে গুগল অ্যাডসেন্সের মত অর্থ আয় করা যায়। যদিও বর্তমান সময়ে গুগল অ্যাডসেন্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভার্টাইজিং সার্ভিস। তবে অ্যাকাউন্ট ব্লক, মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণ না হওয়া, কঠিন নিয়ম কানুনসহ অনেক কারণে মানুষ গুগল অ্যাডসেন্সে বিকল্প খুঁজে থাকে।
একসময় অ্যাডসেন্স পাওয়া সহজ ছিল কিন্তু বর্তমানে অ্যাডসেন্সের অনুমোদন পাওয়া বেশ কঠিন। অনুমোদন পাওয়ার পর যদি তারা আপনাকে একবার ব্যান করে, তাহলে পুনরায় আবার অনুমোদন পেতে হলে ক্ষেত্র বিশেষে ওয়েবসাইটের ডোমেইন কিংবা ডিজাইন পরিবর্তণ করতে হয়। বেশীর ভাগ সময় তারা স্থায়ীভাবে ব্যান করে থাকে।
তবে যারা এখনো গুগল অ্যাডসেন্সে অনুমোদন পাননি তারা গুগল অ্যাডসেন্স পাওয়ার ১০০% গ্যারান্টি নিয়ে আমাদের পূর্বে প্রকাশিত লেখাটি পড়ে নিতে পারেন। আর যদি রিকোয়্যারমেন্ট পূরণ করতে না পারার কারণে আপনি গুগলের অ্যাডসেন্স অনুমোদন না পেয়ে থাকেন, কিংবা অনুমোদন পাওয়ার পর কোন কারণে ব্যান খেয়ে থাকেন, তবে আজই বিকল্প ভাবুন।
গুগল অ্যাডসেন্সের বিকল্প ওয়েবসাইটগুলোতে আপনি অ্যাডসেন্সের থেকে বেশ কিছু দিক দিয়ে সুবিধা পাবেন। এর মধ্যে অধিকাংশ ওয়েবসাইট নতুনদের জন্য অনেক সুবিধা দিয়ে থাকে এবং তাদের নিয়ম-নীতিও অনেক সহজ হয়ে থাকে। আজকে আমি গুগল অ্যাডসেন্সের বিকল্প কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।
গুগল অ্যাডসেন্সের বিকল্প প্লাটফর্ম
Media.net
Media.net হল কন্টেক্সচুয়াল ভিত্তিক অ্যাড নেটওয়ার্ক। বর্তমানে গুগল অ্যাডসেন্সের অন্যতম প্রতিদ্বন্দ্বী হল এই অ্যাডভার্টাইজিং প্লাটফর্ম। র্যাঙ্কিংয়ের দিক দিয়ে গুগল অ্যাডসেন্সের পরেই মিডিয়া ডট নেটের অবস্থান। ২০১০ সালে চালু হওয়া এই কোম্পানিতে প্রথম দিকে মাত্র ২০ জন কর্মচারী ছিল। কিন্তু গত ৬ বছরের ব্যবধানে এর কর্মীর সংখ্যা দাঁড়ায় ৮০০ এর উপরে এবং বিশ্বের ৬টি দেশে তাদের অফিস প্রতিষ্ঠা করে।
আপনার অ্যাকাউন্ট অনুমোদিত হওয়ার জন্য সর্বোচ্চ ২ দিন সময় নিবে এবং প্রথম ৩ মাসের জন্য আপনাকে আপনার আয়ের চেয়ে আরও ১০% বাড়িয়ে দেবে! যেখানে অ্যাডসেন্স অনুমোদনের জন্য ১ সপ্তাহ অপেক্ষা করতে হয় এবং কোন কমিশনও নেই।
পেমেন্ট পদ্ধতি
- ৩০ দিনের ভিত্তিতে পাবলিশারদের আয় প্রদান করে।
- ১০০ ডলার হলে তার পেমেন্ট দিয়ে থাকে।
- পেওনিয়ার এবং পেপাল ২টি মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।
- পেওনিয়ারের চার্জ তুলনামূলক কম তাই এটাই পেমেন্টের উত্তম বিকল্প।
PropellerAds Media
অ্যাডসেন্স এবং media.net এর পরে যদি অন্য কোন বিশ্বস্ত অ্যাড নেটওয়ার্কের নাম নিতে হয়, তবে প্রথমেই আসবে PropellerAds Media। এই সাইটে অ্যাকাউন্ট খোলা এবং ওয়েবসাইট যোগ করা একদম সহজ। ব্লগারদের জন্য অ্যাডসেন্স এর অন্যতম বিকল্প হলো এটি।
এই অ্যাড মিডিয়ার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে পপ আপ, ডিরেক্ট অ্যাড, ব্যানার অ্যাড, পুশ নোটিফিকেশন অ্যাড, মোবাইল অ্যাড সহ বিভিন্ন ধরনের অ্যাড যোগ করতে পারবেন। তবে এরা সাধারণত অ্যাডাল্ট অ্যাডও দিয়ে থাকে। তাই এই ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে অ্যাডাল্ট অ্যাডের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।
পেমেন্ট পদ্ধতি
- ক্রেডিট কার্ড
- ব্যাংক লেনদেন
- পেপ্যাল
- পাইওনিয়ার
- ওয়েবমানি
- ই-পেমেন্ট ইত্যাদি মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।
- নতুন পাবলিশারদের জন্য সর্বনিম্ন পেমেন্ট ২৫ ডলার।
Infolinks
২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় infolinks। এখন পর্যন্ত কোম্পানিটি পাবলিশারদের প্রায় ১০০ মিলিয়ন ডলার প্রদান ও ১২৮টি দেশের ১ লক্ষ ওয়েবসাইটের আয়ার যোগান দাতা হিসাবে বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অ্যাড নেটওয়ার্ক কোম্পানি। তাদের বিখ্যাত বিজ্ঞাপনদাতা হিসাবে রয়েছে নাইকি, ভার্জিন এয়ারলাইন্স, টার্গেট এবং নেটফ্লিক্স মত বড় বড় কোম্পানি যাদের প্রায় ১.৫ বিলিয়ন মাসিক বিজ্ঞাপন প্রদর্শন করা হয়।
এই ওয়েবসাইটেও ইনফোল্ড, ইনটেক্সট, ইনট্যাগ, ইনফ্রেম, ইনস্ক্রিন সহ বিভিন্ন ধরণের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ রয়েছে। তবে এটা শুধু ইংরেজি এবং স্পেনিশ ভাষার ওয়েবসাইটে কাজ করে। যত বেশী ভিজিটর এবং বিজ্ঞাপনে ক্লিক হবে, আপনার আয় তত বৃদ্ধি পাবে।
পেমেন্ট পদ্ধতি
- পেপাল
- ব্যাংক ওয়্যার
- eCheck
- পেওনিয়ারের মাধ্যমে ৪৫ দিন পর পেমেন্ট নিতে পারবেন।
- ব্যাংক ওয়্যারের ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ ডলার এবং অন্যান্য মাধ্যমে ৫০ ডলার।
Adsterra
বাংলা ভাষার ওয়েবসাইটের জন্য এটা অ্যাডসেন্সের উত্তম বিকল্প। এই সাইট সব ধরনের ভাষার ওয়েবসাইট সাপোর্ট করে। তবে যেসব ওয়েবসাইটে কোন কনটেন্ট নেই এবং সিঙ্গেল পেজে ১৫ এর উপরে বিজ্ঞাপন সেসব ওয়েবসাইট সাপোর্ট করে না। এছাড়া পর্নোগ্রাফি, ড্রাগ, পাইরেটেড সফটওয়্যার বা গেমস, হ্যাকিং মোটকথা যেকোনো ধরনের অনৈতিক ওয়েবসাইট হলে আপনি Adsterra এর অনুমোদন পাবেন না।
Adsterra ৪৮ ঘণ্টার মধ্যে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে।
আপনি এই ওয়েব সাইটের অ্যাড ব্যবহার করলে অন্যান্য অ্যাড নেটওয়ার্কের বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি চান অবাঞ্ছিত এবং অযাচিত বিজ্ঞাপন বন্ধ রাখতে, তবে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করলে তারা তা বন্ধ করে দিবে।
পেমেন্ট পদ্ধতি
- এরা মাসে দুইবার পেমেন্ট করে।
- প্রতি মাসের ১-২ এবং ১৬-১৭ তারিখের মধ্যে পেমেন্ট করে।
- সর্বনিম্ন পেমেন্ট ১০০ ডলার আর ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে ১,০০০ ডলার (ওয়্যার ট্রান্সফার চার্জ ৫০ ডলার)।
- পেমেন্টের ক্ষেত্রে বিটকয়েন, পেপাল, ওয়্যার ট্রান্সফার, ওয়েবমনি, প্যাক্সাম এবং ই-পেমেন্টস সাপোর্ট করে।
Evadav
আপনি যদি দ্রুত পেমেন্ট পেতে চান, তবে আপনার জন্য অ্যাডসেন্সের উত্তম বিকল্প হলো evadav। এরা প্রতি সপ্তাহে পেমেন্ট দেয়। ১১ বছর ধরে তারা অ্যাড নেটওয়ার্কের সেবা দিয়ে যাচ্ছে। এদের বিজ্ঞাপনের অন্যতম বিশেষত্ব হলো নোটিফিকেশন ভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শন।
অন্যান্য অ্যাড নেটওয়ার্কের মত এরা ধর্মীয় উস্কানি, পর্নোগ্রাফি, ড্রাগ, পাইরেটেড সফটওয়্যার বা গেমস, হ্যাকিং সহ যেকোনো ধরনের অনৈতিক ওয়েবসাইট অনুমোদন করে না। যেকোনো দেশের ভিজিটর আসলেই আপনি অর্থ পাবেন এবং বিজ্ঞাপন পদ্ধতিও বেশ সুন্দর।
পেমেন্ট পদ্ধতি
- ক্রেডিট কার্ড, ওয়েবমানি, পেপ্যাল, স্ক্রীল, প্যাক্সাম, ই-পেমেন্টস, SWIFT পদ্ধতিতে টাকা উত্তোলন করা যায়।
- সর্বনিম্ন পেমেন্ট ২৫ ডলার। SWIFT এর ক্ষেত্রে ৫০০ ডলার
- প্রতি সপ্তাহের সোমবার তারা পেমেন্ট দিয়ে থাকে।
শেষ কথা
এই ছিল আজকে গুগল অ্যাডসেন্সের বিকল্প কিছু ওয়েবসাইটের তালিকা। এসব ওয়েবসাইট ছাড়াও আরও অসংখ্য ওয়েবসাইট রয়েছে তবে আমি চেষ্টা করেছি বিশ্বস্ত এবং সেরা কিছু ওয়েবসাইটে তালিকা তুলে ধরার জন্য। এখন আপনি নির্বাচন করুন আপনার জন্য কোনটা উপযোগী।
MD Riazul Islam says
গুগল অ্যাডসেন্স পাওয়া এখন অনেক সহজ। এমনকি, বাংলা ওয়েবসাইট দিয়েও পাওয়া যায়। তবে, কোনও কারণে কেউ যদি অ্যাডসেন্স না পান, কিংবা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যায়, তবে তাদের জন্যে অবশ্যই বিকল্প দরকার। আর বিকল্প উপায়গুলো নিয়ে চমৎকার এই লেখাটির জন্যে লেখককে ধন্যবাদ।