সাদামাটা সার্চ ইঞ্জিন থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এখন গুগল! প্রায় একুশ বছর আগে ১৯৯৭ সালে এর জন্ম। শুরুতে শুধু সার্চ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এটি এতোটাই বেশি পরিচিত আর জনপ্রিয় যে গুগলকে নতুন করে পরিচয় করিয়ে দিতে যাওয়া হাস্যকর।
সার্চ ইঞ্জিন ছাড়া গুগলে আরও হরেক রকম সেবা এখন যুক্ত হলেও, সার্চ ইঞ্জিনের কদর কিন্তু কমেনি একদমই। গুগল সার্চ এখনও গুগলের প্রধান সেবা। সেই সাথে সারা পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এটি। প্রতিদিন পৃথিবী জুড়ে প্রায় ৩০০ কোটি বার অনলাইনে কোন কিছু খোঁজার কাজে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়।
গুগল তাদের ইউজারদের সামনে প্রায়ই নানা রকম তথ্য নিয়ে হাজির হয়। বিশেষত একজন গুগল ইউজার নিয়ন্ত্রণ করতে পারেন তিনি গুগল এর প্রোডাক্টগুলো ব্যবহার করে কি কাজ করেছেন, কি সার্চ করেছেন। শুধু নিজের নয়, সেই সাথে সারা পৃথিবীর মানুষ জুড়ে গুগল এ সবচেয়ে বেশি কোন জিনিসটি খুঁজেছে সেটিও দেখতে পারবেন।
কিভাবে দেখবেন গুগলে যা সবচেয়ে বেশি সার্চ হয়েছে?
সম্প্রতি গুগল তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে ২০১৯ সালে পৃথিবী জুড়ে কোন কোন জিনিস সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে তা জানা যাবে গুগল ট্রেন্ডস্ ২০১৯ লিংক থেকে।
একদম সহজ, উপরের লিঙ্কটাতে গিয়ে দেখবেন, যে পেজটা আসবে সেটিতে রয়েছে পৃথিবী জুড়ে ২০১৯ সালে সবচেয়ে বেশি সার্চ করা শব্দগুলোর তালিকা। খবর, ব্যাক্তি, অভিনেতা, খেলোয়াড়, গান, টি শো ইত্যাদির আলাদা আলাদা তালিকা। Show 7 More লেখাটিতে ক্লিক করলে এখানে প্রতিটি বিষয়ে ১০টি কী-ওয়ার্ড দেখতে পাবেন।
মজার ব্যাপার হচ্ছে, শুধু ২০১৯ সালের নয়, আপনি চাইলে ২০০১ সাল থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত যে কোন বছরের সবচেয়ে বেশি সার্চ হওয়া শব্দের তালিকা দেখতে পারবেন এখান থেকে। এর জন্য ওয়েবপেজের একদম উপরের বারে থাকা 2019 লেখাটির উপরে ক্লিক করে পছন্দের সালটি সিলেক্ট করে নিতে হবে!
তবে, এখানে ক্লিক করলে যে ড্রপ ডাউন লিস্টটি ওপেন হবে সেখানে আপনি আগের আরো ৪ বছর অর্থাৎ ২০১৮, ২০১৭, ২০১৬ এবং ২০১৫ সাল দেখতে পাবেন। আপনি যদি চান যে ২০১৫ সালের আগে এবং ২০০১ সালের পর থেকে অন্যান্য যে কোন বছরের সার্চ দেখবেন, সেক্ষেত্রে কি করবেন? যেমন, আপনি যদি চান যে ২০০৯ সালে সবচেয়ে বেশি কি সার্চ করা হয়েছে তা দেখতে, তবে এই লিস্টে সেটা পাবেন না। তাহলে দেখার উপায় কি?
উপায় আছে। আর সেটা হচ্ছে ইউআরএল এডিট করা। পেজটির ইউআরএল এ থাকা সালের জায়গায় আপনার প্রত্যাশিত সালটি লিখে এন্টার চাপুন। দেখবেন, ঠিক ওই সালটির সবচেয়ে বেশি সার্চ হওয়া লিস্টটি চলে আসবে।
যদি সারা পৃথিবী জুড়ে না দেখে নির্দিষ্ট কোন দেশের ঐ বছরই সর্বোচ্চ সার্চ করা শব্দগুলো জানতে চান, সেটিও করতে পারবেন। এরজন্য নীল রঙে বড় করে Global লেখাটির উপরে ক্লিক করুন। এবার পপ-আপ উইন্ডো থেকে যে দেশ দেখতে চান সেটি সিলেক্ট করে দিন!
অথবা, ইউআরএল এ থাকা Global শব্দটির স্থলে যে দেশ দেখতে চান, সে দেশের শর্ট ফর্ম লিখে এন্টার চাপুন। শর্ট ফর্ম হতে হবে ২ অক্ষরে। যেমন, বাংলাদেশের জন্যে BD, অস্ট্রেলিয়ার জন্যে AU, আর্জেন্টিনার জন্যে AR ইত্যাদি।
ওয়েবপেজটির একদম উপরের ডান কোনার একটি মেনু আইকন আছে। সেটিতে চাপ দিলে ডানপাশ থেকে সাইড বার বের হয়ে আসবে। এখান থেকে এক্সপ্লোর মেনুটিতে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। এখান থেকে গত এক বছরে কোন টপিকগুলোতে বেশি সার্চ করা হচ্ছে তার পরিসংখ্যান দেখতে পাবেন। আপনি নিজেও টপিক লিখে সার্চ করে এই পরিসংখ্যান দেখে নিতে পারেন। একাধিক টপিকের মধ্য তুলনামূলক পরিসংখ্যান দেখার সুযোগও আছে এখানে।
গুগলের রেফারেন্সসহ কোন গবেষণা করতে চাইলে এটি দারুণ কাজে দিবে। আর হ্যাঁ, এক্সপ্লোর অপশন এই কাজটি করতে পারবেন প্রথম পেজের 2019 লেখাটির পাশে থাকা সার্চ আইকোনটি ক্লিক করেও।
এসব ছাড়াও আপনি যদি সপ্তাহ, মাস বা বছরে কোন সবচয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলো নিয়মিত জানতে চান, তাহলে সাবক্রিপশন করে নিতে পারেন। সাইড বারে থাকা Subscription অপশনটি ব্যবহার করে।
এতোক্ষণ যতোগুলো অপশনের কথা বললাম এগুলো ছাড়াও সাইডবার থেকে ডেইলি ট্রেন্ডিং সার্চ, রিয়েল টাইম ট্রেন্ডিং সার্চ এর মতো আরও দারুণ দারুণ বিষয় আছে গুগলের এই Trends সাইটটিতে। নিজে নিজে প্রত্যেকটা অপশন চেষ্টা করে দেখুন আর কমেন্টে আমাদের জানান কোনটি কেমন লাগছে।
আর হ্যাঁ, সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এসব তথ্য দেখার জন্য কিন্তু মোটেও গুগল একাউন্টের প্রয়োজন নেই। আপনি যখন যেভাবে খুশি কোন রকম লগ ইন ছাড়াই সার্চের এসব তথ্য দেখতে পারবেন।
SOYEB says
২০১৯ সালের গুগল সার্চ নিয়ে লেখা আর্টিকেলটি অসাধারণ লাগল। সবচেয়ে ভাল লাগলো, যে কেউ চাইলে এখান থেকে যে কোনও সালের গুগল সার্চ দেখে নিতে পারবে, এমনকি দেশ ভিত্তিকও। লেখককে ধন্যবাদ।
মাকসুদ says
আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় পাঠক। চমৎকার অনুপ্রেরণাদায়ক এই কমেন্টটি করার জন্য।
অনিচ্ছাবশত সাড়া দিতে দেরী হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। যে কোন লেখা নিয়ে এমন চমৎকার সব মন্তব্য করে আমাদের পাশে থাকবেন।