ফাইল স্টোর বা ব্যাকআপ করে রাখার জন্য মানুষ এখন হার্ড ডিস্ক থেকে বেশী ক্লাউড স্টোরেজকে গুরুত্ব দেয়। মানুষ অনলাইন তথা ক্লাউড স্টোরে ফাইল বা ডাটা স্টোর করে রাখাকে অধিক নিরাপদ মনে করে। গুগল ড্রাইভ, আইক্লাউড, ড্রপবক্স, মাইক্রোসফট ওয়ানড্রাইভ, বক্স ইত্যাদি বর্তমান সময়ে জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস।
ক্লাউড স্টোরেজগুলো সাধারণত লোকাল হার্ড ড্রাইভের মতোই কাজ করে। ফাইল ব্যাকআপ বা স্টোর করে রাখাও বেশ সহজ। তাই এর জনপ্রিয়তা এবং ব্যবহারকারী প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে একটা ব্যাপার হল, লোকাল ড্রাইভে কোন ফাইল ডিলিট করলে আমরা এটা রিসাইকেল বিন বা ট্র্যাশ ফোল্ডার থেকে পরে ইচ্ছা করলে আবার ফেরত আনতে পারি। কিন্তু ক্লাউড স্টোরেজগুলোতে কি এটা সম্ভব!
এক কথায় উত্তর হল সম্ভব। ক্লাউড স্টোরেজেও ট্র্যাশ ফোল্ডার রয়েছে এবং এই ট্র্যাশ ফোল্ডারে আপনার ডিলিট করা ফাইলগুলো ৩০ দিন পর্যন্ত জমা রাখে। আজকে আমরা জানবো কিভাবে এই ক্লাউড স্টোরেজের ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনবেন।
ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনার কৌশল
১. গুগল ড্রাইভ
গুগল ড্রাইভ মূলত গুগলের একটি ক্লাউড স্টোরেজ সেবা। গুগলড্রাইভে ফ্রি ১৫ জিবি পর্যন্ত পাওয়া যায়। গুগলড্রাইভ অনেক জনপ্রিয় একটি ক্লাউড স্টোরেজ। তো এই গুগল ড্রাইভের ডিলিট করা ফাইল ফিরিয়ে আনার পদ্ধতি:
- গুগল ড্রাইভে সাইন ইন করুন।
- Trash এ ক্লিক করুন।
- আপনি কাঙ্ক্ষিত ফাইলটি সার্চ করুন।
- ফাইলটি খুঁজে পেলে, পুনরুদ্ধার করতে ফাইলটিতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন।
- Restore এ ক্লিক করুন।
২. ওয়ানড্রাইভ
ওয়ানড্রাইভ মাইক্রোসফটের একটি সেবা। ওয়ানড্রাইভেও অনেক ধরণের ফিচার রয়েছে। ওয়ানড্রাইভের ডিলিট করা ফাইল ফিরিয়ে আনার পদ্ধতি:
- ওয়ানড্রাইভে লগ ইন করুন।
- Recycle bin এ ক্লিক করুন।
- এইবার আপনার কাঙ্ক্ষিত ফাইল ব্রাউজ বা খুঁজে বের করুন।
- তারপর ফাইলটিতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফাইল Restore করুন।
৩. ড্রপবক্স
ড্রপবক্স অনেক জনপ্রিয় একটি ক্লাউড স্টোরেজ সেবা। ফ্রি ড্রপবক্স অ্যাকাউন্টে ডিলিট করা ফাইল ফিরিয়ে আনার জন্য ৩০ দিন পর্যন্ত সময় থাকে। আর ব্যবসায়িক ড্রপবক্স অ্যাকাউন্টে ১২০ দিন পর্যন্ত থাকে। ডিলিট করা ফাইল ফিরিয়ে আনার পদ্ধতি:
- ড্রপবক্সে সাইন ইন করুন।
- Deleted Files থেকে আপনার ফাইলটি খুঁজে বের করুন।
- তারপর ফাইলটিতে ক্লিক করুন এবং পপআপ উইন্ডো থেকে Restore এ ক্লিক করুন।
৪. আইক্লাউড
আইক্লাউড অ্যাপেলের ক্লাউড স্টোরেজ সেবা। প্রায় সকল আইফোন এবং অ্যাপেলের ব্যবহারকারীরা আইক্লাউড ব্যবহার করে থাকে। ফাইল ফিরিয়ে আনার পদ্ধতি:
- আইক্লাউডে সাইন ইন করুন।
- Settings থেকে Advanced এ ক্লিক করুন।
- কাঙ্ক্ষিত ফাইলটিতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। তারপর Restore এ ক্লিক করে ফাইলটি ফিরিয়ে আনুন।
৫. বক্স
বক্স অ্যাকাউন্টের ফাইল ফিরিয়ে আনার পদ্ধতিও প্রায় একই রকম। যেভাবে আনবেন:
- আপনার বক্স অ্যাকাউন্টে সাইন ইন করুন।
- Trash ফোল্ডার খুলুন।
- কাঙ্ক্ষিত ফাইলটির মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং Restore এ ক্লিক করুন।
শেষ কথা
উপরে শুধু মাত্র জনপ্রিয় ক্লাউড স্টোরেজগুলোর ফাইল ফিরিয়ে আনার পদ্ধতি দেখানো হয়েছে। তবে প্রায় সকল ক্লাউড স্টোরেজের ফাইল ফিরিয়ে আনার পদ্ধতি একই রকম। আশা করি উপরের লেখাটি পড়ে ইতোমধ্যে বুঝতে পেরেছেন।
Leave a Reply