ক্রিমিনাল জাস্টিস ও ক্রিমিনোলোজি ক্যারিয়ারে আছেন, এমন একজন বিদেশীকে যদি জিজ্ঞেশ করা হয় যে, তিনি কেন এ ধরণের প্রপেশনে এসেছেন। নি:সন্দেহে তাদের অধিকাংশই বলবে যে, তারা দেশের সেবার জন্যে, নিজস্ব কমিউনিটিকে হেল্প করার জন্যে এ ধরণের প্রপেশন বেছে নিয়েছেন।
হয়তো তাদের উত্তর অনেকটাই আন্তরিক হবে। তবে, এর পেছনে আরো একটি লোভনীয় কারণ রয়েছে আর তা হলো ক্রিমিনোলোজি জবস্ এর ভবিষ্যৎ। উন্নত বিশ্বের দেশগুলোতে যত ধরণের চাকরি রয়েছে, তার মাঝে সম্ভবত সবচেয়ে বেশি বেতন দেয়া ক্রিমিনোলোজির চাকরিগুলোতে।
আপনি জেনে হয়তো অবাক হবেন যে, এ সেক্টরের প্রপেশনালরা যে পরিমাণ বেতন পান, নাসা’র অনেক বিজ্ঞানীরাও ওই পরিমাণ বেতন পান না। যারফলে, ইউরোপিয়ান দেশগুলোর অধিকাংশ ছাত্র-ছাত্রীরই প্রধান লক্ষ্য থাকে এ সেক্টরে চাকরির।
যারা বিভিন্ন দেশ থেকে ইউরোপিয়ান দেশগুলোতে পড়াশুনার জন্যে পাড়ি জমান, তাদের মাঝে যারা বুদ্ধিমান এবং মেধাবী, তারা বেছে নেন এই বিষয়টি। বিশেষ করে, আমাদের পাশের দেশ ভারতের ছাত্র-ছাত্রীরা বিদেশে গেলে প্রথমে এই সাবজেক্টটির উপরই ভর্তি হওয়ার চেষ্টা করে। অনেকে অনলাইনেই ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি অর্জণ করে।
এ সাবজেক্টটির উপর মানুষের আগ্রহ কেন এত বেশি তা আপনিও জানবেন যখন দেখবেন এ সেক্টরের জবস্ এ কেমন বেতন দেয়া হয়। সুতরাং, আসুন জানি সেক্টরের ১৫টি বিভিন্ন পদ ও সেই সব পদের বেতন সম্পর্কে-
- ১৫. কারেকশন অফিসার – মাসিক বেতন প্রায় ৪২ হাজার ডলার বা ৩৪ লক্ষ টাকা প্রায়
- ১৪. ফিশ এন্ড গেম ওয়ার্ডেন্স – মাসিক বেতন প্রায় ৫৫ হাজার ডলার বা ৪৫ লক্ষ টাকা প্রায়
- ১৩. ফরেনসিক সায়েন্স টেকনিশিয়ান – মাসিক বেতন প্রায় ৫৬ হাজার ডলার বা ৪৬ লক্ষ টাকা প্রায়
- ১২. পুলিশ অফিসার এন্ড ডেপুটি শেরিফ – মাসিক বেতন প্রায় ৫৮ হাজার ডলার বা ৪৮ লক্ষ টাকা প্রায়
- ১১. ফায়ার ইনভেস্টিগেটর – মাসিক বেতন প্রায় ৬০ হাজার ডলার বা ৫০ লক্ষ টাকা প্রায়
- ১০. ফরেনসিক ফিনানশিয়াল এক্সামিনার – মাসিক বেতন প্রায় ৬৫ হাজার ডলার বা ৫৩ লক্ষ টাকা প্রায়
- ৯. ক্রিমিনোলোজিস্ট এন্ড সোসিওলোজিস্ট – মাসিক বেতন প্রায় ৬৯ হাজার ডলার বা ৫৬ লক্ষ টাকা প্রায়
- ৮. পুলিশ ডিটেকটিভ এন্ড ইনভেস্টিগেটর – মাসিক বেতন প্রায় ৭০ হাজার ডলার বা ৫৭ লক্ষ টাকা প্রায়
- ৭. ইমিগ্রেশন এন্ড কাস্টম ইন্সপেক্টর – একই
- ৬. পুলিশ আইডেন্টিফিকেশন অফিসার – একই
- ৫. কলেজ প্রপেসর – মাসিক বেতন প্রায় ৭১ হাজার ডলার বা ৫৮ লক্ষ টাকা প্রায়
- ৪. ফেডারেল স্পেশাল এজেন্ট – মাসিক বেতন প্রায় ৭৭ হাজার ডলার বা ৬৩ লক্ষ টাকা প্রায়
- ৩. ফরেনসিক সাইকোলোজিস্ট – মাসিক বেতন প্রায় ৫৯ হাজার ডলার বা ৬৫ লক্ষ টাকা প্রায়
- ২. লইয়ার্স – মাসিক বেতন প্রায় ১ লক্ষ ১৭ হাজার ডলার বা ৯৬ লক্ষ টাকা প্রায়
- ১. জাজ এন্ড ম্যাজিস্ট্রেট – মাসিক বেতন প্রায় ১৫৮ হাজার ডলার বা প্রায় ১ কোটি ২৯ লক্ষ প্রায়
উপরোক্ত প্রপেশন এবং বেতনের পরিমাণ দেখে আপনি হয়তো ভাবছেন, এ ধরণের চাকরি আপনার পক্ষে সম্ভবই নয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, আমেরিকায় এ সব চাকরিতে কর্মরত লোকদের একটা বিশাল অংশ অ্যামেরিকান নয়। এরা বিভিন্ন দেশ থেকে অ্যামেরিকায় পাড়ি দিয়ে ওখানকার ভাল ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজির উপর ডিপ্লোমা, ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি নিয়েছে। ভাল রেজাল্ট করে এ-সব চাকরিতে আবেদন করেছে এবং ইন্টারভিউ দিয়ে টিকে গিয়েছে।
আপনি কিভাবে নিশ্চিত হন যে বাংলাদেশ থেকে অ্যামেরিকা, কানাডা কিংবা কোন ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে আপনি ক্রিমিনোলোজিতে ভর্তি হতে পারবেন না? আপনার যদি বিষয়টি জানা থাকে আর এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে থাকেন, তবে অবশ্যই আপনি যে কোন ইউরোপিয়ান কান্ট্রিতে এ বিষয়ের উপর ডিগ্রির জন্যে ভর্তি হতে পারবেন। আর ভাল রেজাল্ট করলে আবেদন করতে পারবেন ওই দেশের এ-সব পদে এবং পেতে পারেন অত্যন্ত সফল একটা ক্যারিয়ার।
Leave a Reply