এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ব্রাজিলের নেইমার। তবে, সেটা খেলায় নৈপূণ্য বা দক্ষতা প্রদর্শণের জন্যে নয়, বরং সামান্য আঘাতেই মাঠে পড়ে গড়াগড়ি খাওয়ার অসামান্যতার জন্যে। কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ থেকে ঝরে গিয়েছে আলোচিত নেইমারের দল, কিন্তু নেইমারকে নিয়ে আলোচনা রয়ে গেছে বিশ্বকাপ জুড়ে।
কোন ফুটবলার এখন পড়ে গেলেই, বিশেষ করে যদি সামান্য আঘাতেই পড়ে গিয়ে একটা গড়াগড়ি দেন, তখনই তাকে নেইমারের সঙ্গে তুলনা করা শুরু হয়ে যায়। এবার ক্রিকেট মাঠেও নেইমারকে তুলনা করা শরু হয়ে গিয়েছে।
বৃহস্প্রতিবার ভারতের সঙ্গে ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ম্যাচে চহ্বালের হাঁটুতে হার্দিক পান্ড্যের থ্রো করা বল এসে লাগলে তিনি মাঠে গড়াগড়ি খেতে শুরু করেন। আর এতেই ক্রিকেট মাঠে নেইমারের নাম এসে পড়ে।
শুক্রবার অস্ট্রেলিয়ার দূর্দান্ত ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ইনস্টাগ্রামে চহ্বালের ক্রিকেট মাঠে গড়াগড়ি খাওয়া ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন- নেইমার। আর তাতেই ইনস্টাগ্রামে ঝড় ওঠে পোস্টটি নিয়ে। পোস্টটির পক্ষে বিপক্ষে প্রচুর কমেন্ট ও পাল্টা পোস্ট পড়তে থাকে।
ব্রাজিলের বিপক্ষে থাকা আর্জেন্টাইন ভক্তরা ম্যাক্সওয়েলের পোস্টটিতে দারুণ মজা পায় এবং পোস্টটি শেয়ার করতে থাকে। অন্যদিকে, নেইমার ও ব্রাজিল ভক্তরা ম্যাক্সওয়েলকে এমন পোস্ট দেয়ার জন্যে বকাবকি করতে শুরু করে। কেউ কেউ ম্যাক্সওয়েলেকে ক্ষমা চাওয়ার জন্যেও জোর দাবী তোলে।
Leave a Reply