সাধারণ থেকে অসাধারণ, ছোট থেকে বড়, সহজ থেকে কঠিন যে কোনও ধরণের হিসাব নিকাশের জন্যে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। ব্যক্তিগত প্রয়োজন থেকে সামগ্রিক প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, সর্ব ক্ষেত্রেই ক্যালকুলেটরের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু জানেন কি ক্যালকুলেটর কে আবিস্কার করেন?
মানব ইতিহাসের এমন একটা সময় ছিল যখন লিখিত সংখ্যার কোনও অস্তিত্বি ছিল না। গনণা করার জন্যে মানুষ তখন তাদের আঙ্গুল ব্যবহার করতো। আর যে কোনও কিছুর হিসেব রাখার জন্যে তারা পাথর বা নূড়ি কিংবা কংকর ব্যবহার করতো। আর গনণা বা হিসেব রাখার এই ব্যবস্থাটিকে বদলে দেয় ক্যালকুলেটর।
ক্যালকুলেটর কি?
ক্যালকুলেটর একটি পোর্টেবল ইলেকট্রোনিক্স ডিভাইস যা দিয়ে আমরা বেসিক থেকে শুরু করে কমপ্লেক্স সংখ্যার হিসাব নিকাশ করতে পারি খুব সহজেই।
ক্যালকুলেটর কে আবিস্কার করেন?
ক্যালকুলেটরের প্রথম ধারণাটি আসে ১৬৪২ সালে। ম্যাথমেটিক্যাল প্রোবলেম সলিউশন করা এবং সব ধরণের যোগ, বিয়োগ, ভাগ ও গুণ করার প্রক্রিয়াটিকে সহজ করার এই ধারণাটি নিয়ে যিনি প্রথম কাজ করেন তার নাম উইলহেলম শিকার্ড । তিনি ছিলেন জার্মানি মহাকাশ বিজ্ঞানী।
প্রায় বছর দশেক পরে ক্যালকুলেটর নিয়ে আরো বিশদ গবেষণা করেন ফ্রান্সের গণিতবিদ ও চিকিৎসক ব্লেইস পাস্কাল।
তবে, প্রথম সলিড-স্টেট ইলেকট্রোনিক ক্যালকুলেটর আবিস্কার হয় ১৯৬০ সালে। তবে, সেটি অনেক বড় ছিল যা প্রথম দিককার মোবাইল ফোনের মতো। এরপর, ১৯৭০ সালে পকেট সাইজ ক্যালকুলেটর বাজারে নিয়ে আসে ইন্টেল কোম্পানী। তবে, সেটি তারা নিজেদের জন্যে করেনি। জাপানি কোম্পানী Busicom এর জন্যে প্রথম মাইক্রোপ্রসেসর আবিস্কারের মাধ্যমে ইন্টেলই মূলত আধুনিক ক্যালকুলেটর আবিস্কার করে। শুরুর দিকে ক্যালকুলেটর শুধু পেট্রোলিয়াম ইন্ড্রাস্ট্রিতে ব্যবহার করা হতো।
ক্যালকুলেটর আবিস্কারের ইতিহাস
১৬শ শতকের বিখ্যাত জার্মানি গবেষক ও মহাকাশ বিজ্ঞানী উইলহেলম শিকার্ড তার ল্যাবরেটোরিতে বসে গ্রহ-নক্ষত্র নিয়ে গবেষণা করতেন। আর এই গবেষণা করতে গিয়ে তিনি গ্রহ-নক্ষত্রের অবস্থান, দূরত্ব, আলোর গতি, ইত্যাদি হিসেব নিকেশের জন্যে নানা রকম জটিলতায় পড়েন। যদিও তিনি কাগজ কলমেই এইসব ক্যালকুলেট করতেন, কিন্তু এতে তার মনে হলো যে এতে বেশি সময় ব্যয় হচ্ছে। সুতরাং, তিনি সময় বাঁচানোর জন্যে এবং ক্যালকুলেশনকে আরো সহজ করার জন্যেই মূলত এমন একটি ডিভাইসের কথা ভাবেন যা আজ আমাদের ক্যালকুলেশনকে সত্যিই সহজ করে তুলেছে।
Leave a Reply