কেনা-বেচার ওয়েবসাইট থেকে আপনি যেমন পুরনো জিনিস-পত্র কিনতে পারেন, তেমনই আবার বিক্রিও করতে পারেন। আবার, এ-সব ওয়েবসাইটে যে শুধু পুরনো জিনিসই ক্রয়-বিক্রয় করবেন, তা নয়; বরং নতুন জিনিসও কিনতে কিংবা বেচতে পারেন।
মানুষ সাধারণত নতুন কোনও জিনিস কিনলে পুরনোটি আর ব্যবহার করতে চায় না। তখন পুরাতন পণ্যটি শুধু শুধু ফেলে না রেখে বিক্রি করে দেয়। কিন্তু নিজের আশে-পাশে সাধারণত সব সময় বিক্রেতা খুঁজে পাওয়া যায় না। আবার, পাওয়া গেলেও তাদের কাছ থেকে সঠিক বা মন মতো দাম পাওয়া যায় না।
তাই, মানুষ পুরনো জিনিস পুরনো পরিচিত কারো কাছে বিক্রি না করে নতুন ও অচেনা মানুষের কাছে বিক্রি করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর অচেনা বিক্রেতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যেই গড়ে উঠে ক্রয়-বিক্রয় ওয়েবসাইট যেখানে কেউ কাউকে না চিনলেও অনায়াসেই একজন বিক্রি করতে আর অন্যজন কিনে নিতে পারে।
বিশ্ব জুড়ে যেমন বিভিন্ন ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইট রয়েছে, তেমনই বাংলাদেশেও রয়েছে এ-রকম কিছু ওয়েবসাইট। আপনি যদি কেনা-বেচার জন্যে বিশ্বস্ত কিছু ওয়েবসাইট খুঁজে থাকেন, তবে নিশ্চিন্তে নিয়মিত ব্রাউজ করতে পারেন নিচের ওয়েবসাইটগুলো।
পুরনো জিনিস-পত্র কেনা-বেচার ওয়েবসাইট
বিক্রয় ডট কম
বিশাল পণ্যের সমাহার নিয়ে বৃহৎ কলেবরের ওয়েবসাইট বিক্রয় ডট কম। এক সময় টিভি খুললেই বিক্রয় ডট কমের ভিজ্যুয়াল বিজ্ঞাপন দেখা যেতো। এমনকি, পত্রিকার পাতা উল্টালেও পাওয়া যেতো প্রিন্টেড বিজ্ঞাপন। মূলত, বিজ্ঞাপন দিয়ে বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করলেও বিক্রয় ডট কমকেই এখন পর্যন্ত সর্ব বৃহৎ ক্রয়-বিক্রয়ের ওয়েবসাইট হিসেবে ধরা হয়।
বিক্রয় ডট কমে অ্যাকাউন্ট খোলার উপায় খুবই সহজ। আর পণ্যের বিজ্ঞাপন পোস্টও করা যায় অত্যন্ত সহজে। অর্থাৎ, কেনা বলেন আর বেচা বলেন, কোনটার জন্যেই এ ওয়েবসাইটে আপনাকে কোন রকম বেগ পেতে হবে না। তবে, ক্রয় কিংবা বিক্রয়, কোন ব্যাপারেই ওয়েবসাইটের মালিক কোনও রকম দায়ভার বহন করবে না। আপনার নিজ দায়িত্বেই কেনা-বেচা করতে হব। এটা সব ক্রয়-বিক্রয় ওয়েবসাইটেরই নিয়ম।
বিক্রয় ডট কমে বিক্রি হয় না, এমন পণ্য খুব কমই আছে। ইলেকট্রোনিক্স পণ্য থেকে শুরু করে শখের জিনিস-পত্র সবই পাওয়া যায় এখানে। রয়েছে কৃষি ও খাদ্য দ্রব্য ক্রয়-বিক্রয়ের ক্যাটেগরি। আছে প্রপার্টি ও পোষা প্রাণী কেনা-বেচার ক্যাটেগরি। আরো পাবেন শিক্ষা বিষয়ক পণ্য, স্বাস্থ্য ফ্যাশন ও সৌন্দয্য বিষয়ক প্রোডাক্টস্। আরো আছে, যানবাহন, হোম ও লিভিং পণ্য।
মজার এবং আনন্দের বিষয় হচ্ছে বিক্রয় ডট কম থেকে আয় করার উপায় আছে। এখান থেকে পণ্য কিনে সেই পণ্য আবার এখানেই কিংবা অন্য কোথাও বিক্রি করে আপনি আয় করতে পারেন। বিক্রয় ডট কমের সাথে যোগাযোগ করতে চাইলে, তাদের কন্টাক্ট ফর্ম ব্যবহার করে সহজেই যোগাযোগ করতে পারেন।
ক্রয়-বিক্রয় ডট কম
এমন জিনিস খুব কমই আছে যা আপনি ক্রয়-বিক্রয় ডট কমে বিক্রয় করতে পারবেন না। মোটামুটি মানুষের ব্যবহার্য্য সব জিনিসই এখানে যেমন বিক্রি হয়, তেমনই এখান থেকে কেনাও যায়। এটা মূলত ওয়েবসাইটের নিজস্ব বক্তব্য।
তবে, সাইটের হোম পেজে ঢুকলে আপনি ৪টি প্রধান ক্যাটেগরি দেখতে পাবেন। সেগুলো হল ইলেকট্রোনিক্স, কারস্ এন্ড ভেহিকলস্, প্রোপার্টি, জবস্। ইলেকট্রোনিক্স ক্যাটেগরিতে ঢুকলে দেখবেন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো-ওয়েব ওভেন, ফিটনেস ইনস্ট্রুমেন্টসহ সব ধরণের পণ্যই রয়েছে। একইভাবে, অন্যান্য ক্যাটেগরিতে ঢুকলেও দেখতে পাবেন অসংখ্য পণ্যের বিজ্ঞাপন।
ক্রয়-বিক্রয় ডট কম অ্যাকাউন্ট খোলা যেমন অত্যন্ত সহজ, তেমনই বিক্রির জন্যে বিজ্ঞাপন পোস্ট করাও সহজ ও অল্প সময়ের ব্যাপার। আবার যারা কিনতে চান, তাদের জন্যেও রয়েছে সাধারণ সুবিধা অর্থাৎ কোন জটিলতা নেই।
ওয়েবসাইটটি পরিচালনা করা হচ্ছে ঢাকার মহাখালীর ডিওএইচএস থেকে। ওয়েবসাইটের পরামর্শ হচ্ছে যে যে এলাকায় থাকেন, সে এলাকার বিজ্ঞাপন দেখেই পণ্য কিনুন। এতে, নিজে গিয়ে যেমন পণ্য দেখা যায়, গুণগত মান যাছাই করা যায়, তেমনি প্রতারিত হওয়ার ভয়ও থাকে না। ক্রয়-বিক্রয় ডট কমের সঙ্গে যোগাযোগের প্রয়োজনে হলে (info@kroybikroy.com) তাদেরকে ইমেল করতে পারেন।
সেল বাজার ডট কম
সম্ভবত সেল বাজার ডট কমই বাংলাদেশের প্রথম ক্রয়-বিক্রয়ের অনলাইন প্লাটফর্ম। এখানে সব ধরণের ইলেকট্রোনিক্স সামগ্রী বিক্রি করা হয় আবার অন্যরা সেগুলো কিনতে পারে। রিয়েল স্টেট নিয়ে কিছু আলাদা প্লট ও ফ্ল্যাট কেনা-বেচার ওয়েবসাইট থাকলেও, এই অনলাইন মার্কেট-প্লেসেও রয়েছে সেই ক্যাটেগরি।
ইন্ডাস্ট্রিয়াল এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সব ধরণের পণ্য-সামগ্রীও ক্রয়-বিক্রয় হয় সেল বাজার ডট কমে। আরো কেনা-বেচা হয় লাইফ-স্টাইল রিলেটেড পণ্য সমূহ, যান-বাহন ও শিক্ষা বিষয়ক সামগ্রী।
সেল বাজার ডট কমের মেম্বার হওয়া ফ্রি, তবে চাইলে আপনি কিছু বাড়তি সুবিধার জন্যে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন। সেই সাথে এই ওয়েবসাইটে ব্যানার অ্যাড দিতে পারেন এবং আপনার পণ্যের বিজ্ঞাপনকে প্রমোটও করতে পারেন।
cellbazaar2017@gmail.com.com এই ইমেল ব্যবহার করে আপনি সেল বাজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার, তাদের যোগাযোগ ফর্মটি পূরণ করেও আপনার প্রয়োজনের কথা জানাতে পারেন।
এছাড়াও, নতুন এবং পুরাতন জিনিস-পত্র কেনা-বেচার ওয়েবসাইট হিসেবে আরো আছে পিবাজার ডট কম, আপনার ডিল ডট কম, হাটবাজার ডট কম, ক্লিক বিডি ডট কম, ইত্যাদি।
রাজু says
শেষের দুইটা একদম ফালতু ওয়েবসাইট! একদমই ইউসার ফ্রেন্ডলি না! ওয়েবসাটের স্ট্রাক একদম ফালতু! সার্চ ইঞ্জিন একদম জটিল! যারা ওয়েবসাইট দুইটা বানিয়েছে তাদের মাথায় গোবর ভরা!