ইউটিউবে ভিডিও দেখতে আমরা সবাই পছন্দ করি। তবে একটা ভিডিও শেষ হতে না হতেই আরেকটি ভিডিও চালু হয়ে যাওয়াটা অনেকেই পছন্দ করেন না। ইউটিউব অটো প্লে ফিচার বন্ধ করে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
প্রয়োজন মতো সব কিছু সহজেই পাওয়া যায় বলে কোন সমস্যাতে আমরা সবার আগে ইউটিউবের দ্বারস্থ হয়। সেই সম্পর্কিত কোন ভিডিও খুঁজে বের করি। বর্তমানে ভিডিওর সবচেয়ে বড় মার্কেটপ্লেস হলো ইউটিউব। এছাড়াও ইউটিউবের বিভিন্ন ধরণের নিত্যনতুন ফিচার ইউটিউবকে দর্শকদের কাছে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয়। ইউটিউবের তেমনি একটি ফিচার হলো অটো প্লে। যার সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত।
ইউটিউব অটো প্লে ফিচার
ইউটিউবে কোন একটি ভিডিও অন করার পর ডান পাশে উলম্ব আকারে আরও অনেক ভিডিও সাজেশন দেখায়। কখনো কখনো সেই ভিডিও রিলেটেড। কখনো আবার রিলেটেড ভিডিওর সাথে আরও অন্য রকম ভিডিও। এই ভিডিওর উপরে ছোট করে একটা লেখা থাকে, সেটাই হলো অটো প্লে ফিচার।
- আরো পড়ুন: জেনে নিন ইউটিউবের ৭টি ভিডিও শর্টকাট
অটো প্লে ফিচার এর মাধ্যমে কোন একটা ভিডিও শেষ হলে পরবর্তীতে যে ভিডিও থাকবে সেটা অটোম্যাটিক প্লে হয়ে যায়। এই ফিচার যেমন সুবিধার, একই সাথে মাঝে মাঝে কিছু অসুবিধার কারণও বটে। কখনো কখনো দেখা যায় এই অটো প্লে ফিচারের কারণে এমন একটা ভিডিও অন হয় যেটা আগে দেখা ভিডিওর থেকে আরও বেশি কার্যকর।
কিন্তু মাঝে মাঝে এমনও হয় যে অটো প্লের কারণে এমন কোন একটা ভিডিও অন হয়ে গেলো যা কিছুটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। তবে চিন্তা করার কারণ নেই, এই ফিচার আপনি ইচ্ছা করলে বন্ধ করতে পারবেন।
যেভাবে বন্ধ করবেন অটো প্লে ফিচার
প্রথমে আপনার ব্রাউজার দিয়ে ইউটিউবের “www” ভার্সন ব্রাউস করুন। সাজেশনে থাকা ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করুন। ভিডিও ওপেন হওয়ার পর ডান পাশের ভিডিও সাজেশনের উপরে তাকান। সেখানে “Autoplay” নামক একটা অপশন দেখতে পাবেন।
যদি দেখেন যে সেটা নীল হয়ে আছে এবং উপরে একটা সাদা রঙের টিক চিহ্ন দেওয়া তাহলে বুঝবেন যে, আপনার ইউটিউবের জন্য অটো প্লে ফিচার অন করা রয়েছে।
এবার যদি আপনি তা অফ করতে চান, তাহলে নীল হয়ে থাকা জায়গাতে ক্লিক করুন। দেখতে পাবেন তা কিছুটা ছাই রঙের হয়ে গেছে। যদি তাই হয়, তাহলেই বুঝতে পারবেন যে অটো প্লে ফিচার বন্ধ হয়ে গেছে।
ইউটিউবের বিভিন্ন ফিচারের মধ্যে অটো প্লে একটি। যার ফলে কোন একটি ভিডিও শেষ হলে অটো নেক্সট ভিডিও অন হয়ে যায়। এখন তো জানলেনকীভাবে তা অফ করবেন। আপনি যদি ইউটিউবের অটো ভিডিও প্লে পছন্দ না করেন, তবে এই ছোট্ট উপায়ে সেটি বন্ধ করে দিন।
Leave a Reply