৮ কিংবা ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন যারা ব্যবহার করেন, তারা স্টোরেজ স্বল্পতার সমস্যাটি খুব ভালোভাবেই বোঝেন। প্রয়োজন বোধ করেন অ্যাপ আনইনস্টল করার যাতে স্পেস বেড়ে যায় এবং বাড়তি স্টোরেজের সুবিধা পাওয়া যায়।
সাধারণত কয়েকটি অ্যাপ ইনস্টল করার পরই এসব ক্ষেত্রে জায়গা শেষ হয়ে যায় এবং নোটিফিকেশন প্যানেলে বিরক্তিকরভাবে ঝুলে থাকে একটা নোটিফিকেশন। যেখানে জানানো হয়, আপনার ফোনে আর জায়গা নেই।
এই অবস্থায় কোনভাবেই আর প্লে-স্টোর নতুন কোন অ্যাপ ইন্সটল করা সম্ভব হয় না, যদি না স্টোরেজ ফাঁকা করা হয়। স্টোরেজ ফাঁকা করার একটি চমৎকার উপায় হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করা।
অ্যাপ আনইনস্টল তথা ডিলিট করা খুবই অল্প সময়ের সহজ একটি কাজ। তবে ডিভাইস, ভালো করে বললে অ্যান্ড্রয়েড ভার্সন ভেদে অ্যাপ আনইন্সটলের প্রক্রিয়া কিছুটা ভিন্ন হয়। আমরা এই লেখায় অ্যান্ড্রয়েড ডিভাইসে কীভাবে অ্যাপ আনইন্সটল করা যায়, তার সবগুলো উপায়সহ আরও কিছু বিষয় সম্পর্কে জানব।
অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ আনইনস্টল করার যতো উপায়
কোন অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অ্যাপ আনইন্সটল করার তিনটি উপায় রয়েছে। তবে এর মধ্য কোন কোনটি জেলিবিন বা কিটক্যাটের মতো অ্যাড্রয়েডের বেশ আগের ভার্সনগুলোতে কাজ করবে না। তবে অ্যান্ড্রয়েডের রিসেন্ট ভার্সনগুলোতে তিনটি পদ্ধতিই কাজ করবে।
পদ্ধতি ১ – সেটিংস থেকে অ্যাপ আনইন্সটল
অ্যাপ্লিকেশন আনইন্সটলের নতুন পুরাতন এই পদ্ধতিটি প্রায় সব অ্যান্ডয়েড ডিভাইসেই কার্যকর। সেটিংস থেকে কীভাবে আনইনস্টল করতে হবে তা নিচে ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
- প্রথমে আপনার স্মার্টফোন বা ট্যাবলেট অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইসের “Settings” অপশনে যান।
- এবার এখান থেকে “Apps” অথবা “Application Manager” অথবা “Installed Apps” এর উপরে চাপ দিন, দেখবেন সবগুলো অ্যাপের তালিকা চলে এসেছে।
- এখন এখান থেকে যে অ্যাপটি আনইনস্টল করতে চান তাতে চাপ দিন।
- এবার যে পেজটি আসল সেখান থেকে “Uninstall” বাটনটিতে চাপ দিলেই ঐ অ্যাপটি আনইনস্টল হয়ে যাবে।
পদ্ধতি ২ – প্লে স্টোর থেকে অ্যাপ আনইনস্টল
অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে অ্যাপ বা গেমস আনইনস্টল করার দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সরাসরি গুগল প্লে স্টোর থেকে আনইনস্টল করা। উপরের পদ্ধতির মতোই এটিও খুব সহজ কয়েকটি ধাপে করে ফেলতে পারবেন; চলুন দেখে নিই।
- প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে প্লে স্টোরটি ওপেন করুন।
- এরপর উপরে বামপাশে কোনায় থাকা মেনু বাটনে চাপ দিয়ে অথবা স্ক্রিনের একদম বামপ্রান্ত থেকে ডানদিকে সোয়াইপ করে মেনু অপশন বের করুন।
- এখান থেকে “My apps & games” এ চাপ দিন। এবার “Installed” সেকশনে চলে আসুন। এখানে আপনার ডিভাইসে ইনস্টল করা অ্যাপের তালিকা আছে।
- যেটি আনইনস্টল করতে চান সেটির ডেসক্রিপশন পেজে ঢুকে “Uninstall” বাটনে চাপ দিন।
পদ্ধতি ৩ – অ্যাপ ড্রয়ার থেকে অ্যাপ আনইনস্টল
অ্যাপ ডিলিটের সম্ভবত সবচাইতে দ্রুত এবং সহজ পদ্ধতি এটি। চলুন কথা না বাড়িয়ে অ্যাপ ড্রয়ার থেকে অ্যাপ আনইন্সটলের পদ্ধতিটি ধাপে ধাপে দেখে নিইঃ
- শুরুতে অ্যাপ ড্রয়ার বা হোম স্ক্রিন থেকে যে অ্যাপটি আনইন্সটল করতে চান সেটিতে একমুহূর্ত চাপ ধরে থাকুন।
- দেখবেন স্ক্রিনের উপরে “Uninstall” লেখা অথবা একটি ট্র্যাশ ক্যানের আইকন ভেসে উঠেছে। ধরে থাকা অ্যাপটি এবার সোজা তার উপর নিয়ে গিয়ে ছেড়ে দিন।
- এবার যে পপ-আপ উইন্ডোটি আসবে সেখানে “OK” তে চাপ দিন, তাহলেই অ্যাপটি আনইনস্টল হয়ে যাবে।
অ্যাপ্লিকেশন আনইনস্টল নিয়ে আরও কিছু কথাঃ
অ্যামাজনের ফায়ার ডিভাইসে কীভাবে অ্যাপ আনইনস্টল করবেন?
উপরের তিনটি পদ্ধতি রিসেন্ট অ্যান্ড্রয়েড ভার্সনের প্রায় সব ডিভাইসে কাজ করলে কিছু ডিভাইসে কাজ করবে না। যেমন অ্যামাজন ফায়ার ট্যাবলেট। অ্যান্ড্রয়েডের খুবই কাস্টমাইজ করা অপারেটিং সিস্টেম এতে ব্যবহার হওয়ায় এখানে অ্যাপ আনইন্সটলের পদ্ধতি কিছুটা ভিন্ন, তবে মোটেই কঠিন কিছু নয়। অ্যামাজন ফায়ার ডিভাইসে অ্যাপ আনইনস্টল করার জন্য-
- প্রথমে হোমস্ক্রিনের “Apps” লেখা ট্যাবে চাপ দিন। তারপর “Device” ট্যাবটি সিলেক্ট করুন।
- এখানে আপনি আপনার সবগুলো ইনস্টল করা অ্যাপের তালিকা দেখতে পাবেন।
- এই লিস্ট থেকে যে অ্যাপটি আন ইনস্টল করতে চান সেটিকে চাপ দিয়ে ধরে রাখুন।
- এরপর “Remove from Device” লেখাটি আসলে সেটিতে চাপ দিন। ব্যাস, আপনার কাঙ্খিত অ্যাপটি অ্যামাজন ফায়ার ডিভাইস থেকে আনইনস্টল হয়ে যাবে।
পেইড অ্যাপ আনইনস্টল করলে কী ঘটে?
প্লে স্টোরে অনেক অ্যাপ রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনে নিয়ে ইনস্টল করতে হয়। যারা টাকা খরচ করে সেই অ্যাপগুলো কেনেন, তারা অনেকের হয়ত একটা টেনশন হয় যে, এই অ্যাপগুলো যদি আনইনস্টল করা হয়, তাহলে বোধহয় আবার নতুন করে অ্যাপটি কিনতে হবে।
তাদের উদ্দেশ্যই বলছি, এরকম টেনশন কখনোই করবেন না। একবার টাকা দিয়ে যে অ্যাপ আপনি কিনেছেন সেটিকে চাইলে যতবার খুশি ততবার আনইন্সটল করে আবার ইনস্টল করতে পারবেন প্লে স্টোর থেকে, এর জন্য আপনাকে অতিরিক্ত আর একটি টাকাও খরচ করতে হবে না।
যদি কিনে নেওয়া কোন অ্যাপ আপনি আনইন্সটল করেন তাহলে প্লে স্টোরে ঢুকে ঐ অ্যাপ সার্চ দিলেই দেখবেন সেখানে Purchased লেখা রয়েছে। যদি এটাকে আপনি আবার ব্যবহার করতে চান, তাহলে এখান অ্যাপটিতে ঢুকে ইনস্টল বাটনে চাপ দিন, ব্যাস ডাউনলোড হয়ে যাবে! নতুন করে এই অ্যাপের জন্য পেমেন্টের কোন প্রয়োজনই নেই।
আলোচনা শেষে নিশ্চয়ই এতোক্ষণে বুঝতে পেরেছেন, অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশন ডিলিট বা আনইনস্টল করা খুবই সহজ একটি ব্যাপার। ডিভাইসভেদে যেহেতু এর একটু ভিন্নতা রয়েছে তাই নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কীভাবে আপনার ডিভাইসে অ্যাপ্লিকেশন আনইন্সটল করেন বা করলেন? সেই সাথে স্পেসিফিক কোন ডিভাইসে আনইন্সটল করার পদ্ধতি জানতে চাইলেও লিখুন।
Leave a Reply