আমরা সবাই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। নতুন মানুষের সাথে পরিচিত অথবা চেনা মানুষের সাথে আরও যোগাযোগ স্থাপন করার জন্য। কিন্তু সব রিকোয়েস্ট কি এক্সেপ্টেড হয়? উত্তর হচ্ছে, না, আমাদের সব রিকোয়েস্ট এক্সেপ্টেড হয় না। অনেকে রিকোয়েস্ট এক্সেপ্ট করতে ভুলে যান, আবার অনেকেই আছেন যারা রিকোয়েস্ট ঝুলিয়ে রেখে আনন্দ পান।
আমাদেরকে যারা রিকোয়েস্ট পাঠায়, তাদেরকে যতক্ষণ পর্যন্ত এক্সেপ্ট না করি, ততক্ষণ নামগুলো আমরা খুব সহজেই ফেসবুকের হোমপেজ কিংবা Friends অপশনটিতে দেখতে পাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা আমাদের রিকোয়েস্ট এক্সেপ্ট করেনি তাদেরকে কিভাবে খুঁজে পাবো?
এই প্রশ্নটি যদি আপনার মনে এসে থাকে, তাহলে আপনাকে স্বাগতম, আমরা এই লেখায় সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
এ যাবৎকালে আপনি যতজন মানুষকে রিকোয়েস্ট দিয়েছেন, তাদের মধ্য থেকে কে কে এখনও সেটি এক্সেপ্ট করেনি সেটি খুবই সহজেই, একটু কৌশল জানা থাকলেই বের করে ফেলতে পারবেন। চলুন অন্যদিকে আর কথা না বাড়িয়ে ঝটপট জেনে নিই, কে কে এখনও আপনার পাঠানো রিকোয়েস্ট এক্সেপ্ট করেনি।
কম্পিউটার থেকে যেভাবে দেখবেন কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করে নিঃ
- ফেসবুকে ঢুকে ফ্রেন্ডস ট্যাবে (লাল দাগ দেওয়া আইকনে ক্লিক করুন।) চলে যান।
- এখান থেকে View all লেখাটিতে ক্লিক করুন, তাহলে নতুন একটি পেজ চলে আসবে।
- এবার এখান থেকে View sent requests এ ক্লিক করুন।
- এরপর See more requests এ ক্লিক করলেই দেখতে পাবেন কে কে এখনও আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করেনি।
মোবাইল থেকে যেভাবে দেখবেন কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করে নিঃ
- যে কোন ব্রাউজার থেকে ফেসবুকে গিয়ে নিচের ছবির মতো লাল দাগ দেওয়া ফ্রেন্ডস আইকনে ক্লিক করে ফ্রেন্ডস ট্যাবে চলে যান।
- তারপর এখান থেকে লাল দাগ দেওয়া যোগ চিহ্নটিতে চাপ দিন। তাহলে দেখবেন দ্বিতীয় ছবিটির মতো একটি পেজ এসেছে।
- এখানে Requests লেখা ট্যাবটিতে চাপ দিন।
- এরপর FRIEND REQUESTS লেখাটির বাম পাশের ডাউন আইকনটিতে চাপ দিন। তাহলে View sent requests লেখাটি দেখতে পাবেন।
- এবার বুঝতেই পারছেন, View sent requests লেখাটিতে চাপ দিলে আপনি আপনার রিকোয়েস্ট এক্সেপ্ট না করা মানুষদের তালিকা দেখতে পারবেন।
তবে এতকিছু বুঝতে যদি সমস্যা হয়, তাহলে এই লিংকে গিয়েও সরাসরি দেখতে পারবেন কে কে এখনও আপনার রিকোয়েস্ট এক্সেপ্ট করেনি। তবে সেক্ষেত্রে যে ব্রাউজারে লিংকটি ওপেন করবেন সেখানে ফেসবুক লগইন করা থাকতে হবে।
আমরা এখানে শুধুমাত্র মোবাইল এবং কম্পিউটারের ব্রাউজার থেকে কে কে রিকোয়েস্ট এক্সেপ্ট করেনি সেটি দেখার পদ্ধতি আলোচনা করলাম। ফেসবুক অ্যাপ, ফ্রি ভার্সন বা বেসিক ভার্সনে আশা করি আপনি নিজেই বের করতে পারবেন। পদ্ধতি প্রায় একই। এরপরও কোথাও বুঝতে কোন সমস্যা হলে বরাবরের মতোই সেটি নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন কমেন্টে।
Leave a Reply