ইউটিউবে ভিডিও দেখার সময় যদি কোন প্রকার ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে তা হয়ে যায় খুবই বিরক্তিকর। আর তা যদি হয় বাফারিং এর মতো সমস্যা, তাহলে তো আর কথায় নেই। বিরক্তির আর সীমা থাকে না।
আমরা যখন ভিডিও দেখি তখন ভালোভাবে সেই ভিডিও শেষ করার চেষ্টা করি। কিন্তু বাফারিং সমস্যা হলে তা থেকে কীভাবে রেহাই পাওয়া যাবে এবার জেনে নিন সেই কৌশল।
সাধারণত ইউটিউব ভিডিওতে বাফারিং হওয়ার মূল কারণ হলো স্লো ইন্টারনেট কানেকশন। একই সাথে যদি স্লো ইন্টারনেট কানেকশনে হাই কোয়ালিটি চয়েজ করে ভিডিও দেখা হয়, তাহলেও বাফারিং হয়।
বাফারিং ছাড়াই ইউটিউবে ভিডিও দেখার উপায়
আপনি যদি বাফারিং ছাড়াই ইউটিউব ভিডিও দেখতে চান, তাহলে নিম্নে উল্লেখিত পদক্ষেপগুলো গ্রহণ করুন। দেখবেন এখন থেকে আর ভিডিও দেখার সময় বাফারিং হবে না, নির্বিঘ্নে ভিডিও দেখতে পারবেন।
১. ভিডিও কোয়ালিটি কমিয়ে নিন
আপনি যদি স্লো ইন্টারনেট কানেকশনে থাকেন, তাহলে ভিডিও কোয়ালিটি কমিয়ে দিন। কারণ, স্লো ইন্টারনেট কানেকশনে যদি হাই কোয়ালিটি ভিডিও চয়েজ করা হয়, তাহলে ভিডিও বাফারিং হবেই।
সাধারণত ইউটিউবে থাকা ভিডিওগুলোতে কোয়ালিটি হিসাবে সর্বনিম্ন থাকে 144p কিংবা 240p। আর উপরে থাকে 360p থেকে ১০৮০p। আপনার নেট লাইনের স্পিড যদি ৩৫০ কেবিপিএস কিংবা তার থেকে উপরে হয়, তবে ভিডিও দেখার সময় কোয়ালিটি সেট করুন 240p। আর যদি নেটের স্পিড ৩৫০ কেবিপিএস এর কম হয়, তবে ভিডিওর কোয়ালিটি 240p কিংবা 144p তে সেট করে নিন।
আপনি যদি না জানেন যে আপনার ইন্টারেনেটের স্পিড কত, তাহলে এখান থেকে খুব সহজেই ইন্টারনেট স্পিড চেক করুন। তারপর, আপনার ইন্টারনেটের স্পিড অনুযায়ী ইউটিউবের ভিডিও কোয়ালিটি সেট করে নিন। এটা সত্যি যে, লো কোয়ালিটির ক্ষেত্রে হয়তো ভিডিও রেজুলেশন খুব একটা ভালো আসবে না, তবে আপনি মোটামুটি বাফারিং ছাড়াই ভিডিও দেখতে পাবেন।
এ জন্য আপনাকে যে করতে হবে তা হলো, প্রথমে ইউটিউবের যে ভিডিওটি দেখতে চান তা অন করতে হবে। এরপর ভিডিওর একদম ডানে নিচের দিকে সেটিংস অপশন থাকে। সেখান থেকে ভিডিও কোয়ালিটি চয়েজ করে নিতে হবে।
২. ইউটিউব এক্সটেনশন ব্যবহার করুন
এছাড়াও আপনি ইচ্ছা করলে ইউটিউব এক্সটেনশনের মাধ্যমেও হাই কোয়ালিটির ভিডিও বাফারিং ছাড়াই দেখতে পাবেন। এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে “Smartvideo” ইউটিউব এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করতে হবে।
আপনি যদি গুগলক্রোম ব্রাউজার ব্যবহার করেন, তবে ক্রোম ওয়েব স্টোরে গিয়ে আপনার ব্রাউজারে SmartVideo For YouTube এক্সটেশনটি অ্যাড করে নিন। ইংরেজী লেখাটার উপর ক্লিক করে ওয়েব স্টোরে গেলেই দেখতে পাবেন ডান পাশে লেখা রয়েছে Add to Chrome। এই লেখাটার উপর ক্লিক করলেই এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড হয়ে যাবে।
আপনার ব্রাউজার যদি মজিলা ফায়ারফক্স হয়, তবে SmartVideo For YouTube লেখাটিতে ক্লিক করে ফায়ার ফক্স অ্যাড-অনস্ এ গিয়ে ব্রাউজারে অ্যাড করে নিন।
এর পর ইউটিউবে গিয়ে আপনার পছন্দের ভিডিওটি অন করতে হবে। ভিডিও অন করার পর আপনি ভিডিওর নিচে একটি আয়তক্ষেত্রাকার বক্স দেখতে পাবেন। বক্স থেকে “Smart Pad” এ টিক দেওয়া আছে সেটা নিশ্চিত করতে হবে। এছাড়াও আপনি আপনার পছন্দমতো সেটিংস পরিবর্তণ করে নিতে পারবেন।
স্মার্টফোনে বাফারিং ছাড়া ভিডিও দেখার উপায়
যারা স্মার্টফোনে বাফারিং ছাড়া ভিডিও দেখতে চান, তাদের জন্যে ইউটিউবের মালিক গুগল নিজেই একটা দারুণ ব্যবস্থা করে দিয়েছে। গত বছর গুগল ইউটিউব ইউজারদের জন্যে রিলিজ করেছে নিজেদের তৈরি অ্যাপ, যার নাম You Tube Go যা দিয়ে বাফারিং এর ঝামেলা ছাড়াই ভিডিও দেখতে পারবেন।
শুধু তাই নয়, এই অ্যাপটি দিয়ে আপনি অফলাইনে দেখার জন্যে ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন। এমনকি, আপনার মোবাইলের ডাটা ও স্টোরেজও কন্ট্রোল করতে পারবেন অ্যাপটি দিয়ে। আরো একটি মজার বিষয় হচ্ছে, এই অ্যাপটি দিয়ে আপনি কোন ডাটা খরচ ছাড়াই যে কাউকে যে কোন ভিডিও পাঠাতে পারবেন। কাজেই, You Tube Go অ্যাপটি ডাউনলোড করে নিন।
যদি আপনি ইউটিউব ভিডিও দেখতে খুব বেশি ভালোবাসেন, তাহলে অবশ্যই চাইবেন বাফারিং ছাড়াই ইউটিউব ভিডিও দেখতে। তাই বাফারিং সমস্যা ছাড়া ইউটিউব ভিডিও দেখতে উপরের কাজগুলো করুন আর স্লো কানেকশনেও উপভোগ করুন বাফারিং ছাড়াই ভিডিও।
Leave a Reply