ফেসবুক ব্যবহার করে এরকম সবাইকে যদি প্রশ্ন করা হয়, ফেসবুকে সবচেয়ে কোন জিনিসটি আপনার কাছে বিরক্তিকর মনে হয়েছে? তাহলে সবচেয়ে বেশি যে উত্তরটি পাওয়া যাবে সেটি হলো, যাকে তাকে যখন তখন গ্রুপে অ্যাড করে নেওয়ার বিষয়টি।
আমার ধারণা এমন কেউ নেই যে হঠাৎ করে নিজেকে কোন অদ্ভুত গ্রুপের মেম্বার হিসেবে দেখতে পায় নি। যারা সিরিয়াসলি ফেসবুক ব্যবহার করে, তাদের জন্য এটি যেমন চরম বিরক্তিকর বিষয়, তেমনি পারসোনালিটির ক্ষেত্রেও প্রচণ্ড একটি মাইনাস পয়েন্ট। খুব কম ক্ষেত্রেই এটি সুবিধাজনক হয়ে দাঁড়ায়।
জানি না কেন, কিন্তু এতোদিন পরেও বিষয়টির কোন সমাধান ফেসবুক করেনি। তাই এখনও আপনার ফ্রেন্ডলিস্টে থাকা যে কোন ব্যক্তি আপনার কোন রকম অনুমতি ছাড়াই যে কোন গ্রুপে আপনাকে সদেস্য করে নিতে পারে।
- আরো জানুন: অল্প ডাটা খরচে ফেসবুক ব্যবহার করার উপায়
তবে আপনি যদি চান, তাহলে কিছু কৌশল অনবলম্বন করতে পারেন যাতে করে কেউ ইচ্ছে করলেই আপনাকে আর যে কোন গ্রুপে অ্যাড করতে পারবে না। আমরা এখানে সে রকম দুইটি কৌশল আজকে শেয়ার করব, যেন অবাঞ্ছিত কোন গ্রুপে আপনি যে মূহুর্তে অ্যাড হয়ে না যান।
কৌশল ১ – গ্রুপ থেকে লীভ দিয়ে দিন
ভাবছেন এটা করে তো সমস্যার সমাধান হবে না, আবার তো অ্যাড করে ফেলবে। হ্যাঁ, অ্যাড করে ফেলতে পারে। তবে যে গ্রুপ থেকে লীভ দিচ্ছেন পরবর্তীতে সেই গ্রুপটিতে কেউ যেন আপনাকে আর কোনভাবেই অ্যাড না করতে পারে সেটির ব্যবস্থা আপনি চাইলেই করতে পারেন।
তাই আজকেই ফেসবুকে ঢুকে চেক করুন আপনি কতগুলো অবাঞ্ছিত গ্রুপের মেম্বার হয়ে আছেন। আর সেগুলোর প্রত্যেকটিতে ঢুকে লীভ দেওয়ার সময় “Prevent other members from adding you to this group again” লেখাটির পাশে থাকা চেকবক্সটিতে ক্লিক করে তারপর লীভ দিন। তাহলে পরবর্তীতে আপনি নিজে এই গ্রুপের সদেস্য হতে না চাইলে আপনার অজান্তে কেউ আর এখানে আপনাকে অ্যাড করে ফেলতে পারবে না।
তবে এভাবে যে গ্রুপগুলোতে লীভ দিলেন সেগুলো ছাড়াও ফেসবুকে আরও লক্ষ লক্ষ গ্রুপ রয়েছে, সেখানে অ্যাড করা ঠেকানো এই কৌশলে সম্ভব নয়, এর জন্য আমাদেরকে কৌশল ২ অবলম্বন করতে হবে।
কৌশল ২ – আনফ্রেন্ড!!
আপনার ফ্রেন্ড না হয়ে থাকলে কেউ আপনাকে কোন গ্রুপে অ্যাড করে ফেলতে পারবে না! তাই যারা আপনাকে বিভিন্ন বিরক্তিকর গ্রুপে অ্যাড করছে, তারা আপনার ফ্রেন্ড লিস্টেই আছে এবং যে আপনাকে কোন গ্রুপে অ্যাড করে, নোটিফিকেশনে খুব চমৎকার করে গ্রুপের পাশে তার নামটি লেখা থাকে!
তাই আপনার কাজ হবে সেই নামগুলো ধরে ধরে তাদেরকে আনফ্রেন্ড করে দেওয়া! এতে আপনার অনুমতি ছাড়া গ্রুপে অ্যাডকারী সেই ব্যাক্তি আর কখনও এ কাজটি করতে পারবে না। এতে হয়ত আপনার কিছু বন্ধু কমে যাবে, কিন্তু তারচেয়ে অনেক বেশি শান্তিতে থাকতে পারবেন।
- আরো জানুন: ফেসবুক পেজ থেকে আয় করার ৭টি সেরা উপায়
তবে হ্যাঁ, যে আপনাকে গ্রুপে অ্যাড করেছে, সে যদি খুব কাছের বন্ধু হয়, তাহলে এভাবে দুম করে আনফ্রেন্ড করে দেওয়া ভালো দেখায় না। সেক্ষেত্রে আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন যে আপনি এভাবে যে কোন গ্রুপে অ্যাড করা পছন্দ করেন না। পরবর্তীতে সে যেন এরকম করে কোন গ্রুপে আপনাকে অ্যাড না করে।
পাশাপাশি একটি স্টেটাস দিয়ে সবাইকে এই বিষয়ে ফ্রেন্ডলিস্টের অন্যদেরকও সতর্কও করে দিন। তবে এরপরও কাজ না হলে, আনফ্রেন্ড ছাড়া কোন গতি নেই।
ফেসবুক এসব অবাঞ্ছিত গ্রুপে যখন তখন অ্যাড হয়ে যাওয়ার এই বিষয়টি থেকে মুক্তির যেহেতু কোন অফিশিয়াল উপায় নেই, তখন ঐটুকু কষ্ট করতেই হবে। তবে আশাকরি একদিন বড়জোর দুইদিন কৌশল দুটি কাজে লাগালেই বিরক্তিকর এই সমস্যাটির একটি সমাধান করে ফেলতে পারবেন।
ফেসবুকে নিজের অজান্তে কেউ যেন আপনাকে অ্যাড করতে না পারে সে ব্যাপারে এখানে দেওয়া কৌশলগুলোর বাইরে আপনার কী আরো কোনও উপায় জানা আছে? থাকলে কমেন্ট করে আমাদের পাঠকদেরও জানান।
Leave a Reply