২০০৪ সালে জিমেল চালু হওয়ার পর ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১.৪ বিলিয়ন (এপ্রিল ২০১৮)। দিন দিন জিমেল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক বেশী সুবিধা থাকার কারণে কম বেশী প্রায় সবাই জিমেল ব্যবহার করে। অসংখ্য ফ্রি ইমেল অ্যাকাউন্ট সার্ভিস থাকলেও, জিমেলের ব্যবহারকারী বেশি হওয়ায় এর নিরাপত্তা প্রদান করাটা বেশ জরুরী।
এছাড়া অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেও জিমেল ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। কেননা অ্যান্ড্রয়েডের বিশেষ কিছু সুবিধা পেতে হলে গুগল অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক।
জিমেল ব্যবহারকারী বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে জিমেল হ্যাকিংয়ের পরিমাণও। অধিকাংশ জিমেল অ্যাকাউন্ট হ্যাকিং হয় মূলত ব্যবহারকারীর ভুলের কারণেই। জিমেল হ্যাক হয়েছে কিনা বোঝার উপায়:
- অধিকাংশ ক্ষেত্রে জিমেলে লগ ইন করা যাবে না
- সেন্ড অপশনে যদি অপরিচিত বা উদ্ভট কোন মেসেজ দেখেন, যা আপনি সেন্ড করেননি
- ডিভাইস রিভিউতে যদি অপরিচিত কোন ডিভাইস দিয়ে লগ ইন করা দেখেন
তবে একটা সহজ কাজ, অধিকাংশ ক্ষেত্রে আপনার জিমেল হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারে। যেটাকে টু-স্টেপ ভ্যারিফিকেশন বলা হয়। আসুন দেখি কি ভাবে এটা চালু করবেন।
টু-স্টেপ ভ্যারিফিকেশন
টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু করার পদ্ধতি:
প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
তার পর এই লিংকে প্রবেশ করুণ।
প্রবেশ করার পর নিচের মত ছবি দেখতে পারবেন Get Started এ ক্লিক করুন। মনে রাখবেন ক্লিক করার পর আপনাকে পুনরায় জিমেলের পাসওয়ার্ড দিতে হবে।
নিচের ছবির মত আপনার একটি সক্রিয় ফোন নাম্বার দিন। Phone Call দিলে ফোন কল আসবে, কল করে আপনাকে কোড বলবে। তাই সুবিধার জন্য Text Message অপশনটা সিলেক্ট করবেন। আপনার দেয়া নাম্বারে কোড সহ একটি মেসেজ যাবে। এছাড়া প্রতিবার জিমেলে লগ ইন করতে হলে আপনার এই নাম্বারেই কোড আসবে।
Next এ ক্লিক করার পর নিচের ছবির মত আসবে। এখানে আপনার ফোন নাম্বারে আসা কোডটা লিখুন এবং Next এ ক্লিক করুন।
নিচের পেজের মত আসলে বুঝবেন আপনি সঠিক কোড দিতে পেরেছেন এবার Turn On এ ক্লিক করুন।
নিশ্চিত হতে একটু নিচে এসে দেখুন এরকম লেখা আসছে কিনা।
শেষ কথা
টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু করার অর্থ প্রতিবার জিমেলে লগ ইন করতে গেলে আপনার ফোনে কোড আসবে এই কোড দেয়ার পর আপনি জিমেলে লগ ইন করতে পারবেন। জিমেলের নিরাপত্তা বৃদ্ধি করতে এই পদ্ধতি বেশ কার্যকর। তবে আপনি চাইলে তাদের নিরাপত্তা বৃদ্ধি অনান্য অপশন গুলো চালু রাখতে পারবেন। আপনি একটু সচেতন হলে, যেকোন হ্যাকিং থেকে ৯০% নিরাপদ থাকতে পারবেন।
esmaielshikdr says
জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত না করার কারণে আমার অ্যাকাউন্টটি এখন ডিজেঅ্যাবল হয়ে আছে, অ্যাক্সেস করতে পারছি না।