ফেসবুকের মাধ্যমে প্রতিনিয়ত ঘটে যাওয়া খবর, বন্ধুদের দৈনন্দিন আপডেট এবং বন্ধুদের সাথে যোগাযোগসহ আরও অনেক কিছু আপনি খুব সহজেই করতে পারছেন। আর এই কারণে বিশ্বব্যাপী মাসে ২.২৩ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী সক্রিয় থাকে এবং দৈনিক ১.৪৭ বিলিয়ন মানুষ ফেসবুকে লগ ইন করে এবং সক্রিয় থাকে। এটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে, ফেসবুক বর্তমান সময় কতটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
তবে ফেসবুক নিশ্চিন্তে ব্যবহারের সুযোগ নেই, কারণ এখানেও হ্যাকারের খপ্পরে পড়ে আপনার আইডি হারানোর ভয় রয়েছে। ফেসবুক আইডি হ্যাক করার জন্য প্রতিনিয়ত অসংখ্য মানুষ অনুসন্ধান করে যাচ্ছে “কিভাবে ফেসবুক আইডি অথবা মেসেঞ্জার হ্যাক করা যায়”।
কারো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন যেভাবে
এই লেখায় আমি এরকম কিছু উপায় বর্ণনা করেছি যার মাধ্যমে আপনি খুব সহজেই যে কারো ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। তবে বলে রাখা ভালো এই কাজগুলো কখনোই কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আপনি এগুলো আপনার সন্তানের ওপর নজরদারির জন্য কিংবা নিজের ফেসবুক আইডি রক্ষার জন্য জেনে রাখতে পারেন।
চলুন দেখি কিভাবে কারো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন।
১. ফিশিং সাইট দিয়ে পাসওয়ার্ড জানা
ফেসবুক আইডি হ্যাক করার জনপ্রিয় এবং সহজ উপায় হল ফিশিং সাইট। ফিশিং সাইট জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো, এটি অপেক্ষাকৃত সহজ এবং যে কেউ চাইলে ফিশিং সাইট তৈরি করতে পারে। ফিশিং এর মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক করতে বিশেষ কোন প্রযুক্তি দক্ষতা বা কম্পিউটার জ্ঞানের প্রয়োজন নেই।
আপনি হয়তো অবাক হচ্ছেন, ফিশিং সাইট দিয়ে আবার কিভাবে ওয়েবসাইট হ্যাক করে। অবাক হওয়ার কিছু নেই, এটা আসলে এমন একটা ওয়েবসাইট তৈরি করে, যা হুবহু ফেসবুক লগইন পেজের মত দেখতে হবে কিন্তু আসলে এটা হবে ফেইক লগিন পেজ।
আপনাকে এরকম ফিশিং পেজ খোলার সুবিধা দেয়ার মতো অসংখ্য সাইট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলোশ্যাডো ওয়েব।
কি ভাবে ফিশিং সাইট তৈরি করবেনঃ
- আপনার ব্রাউজার থেকে Shadowave ওয়েবসাইটটি ওপেন করুন?
- এবার shadowave এ একটি একাউন্ট খুলুন?
- আপনি যখন অ্যাকাউন্টে লগইন করবেন তখন নিচের ছবির মত দেখতে পারবেন।
- এবার যার আইডি হ্যাক করতে চান, তাকে যে কোন একটি লিংক কপি করে সেন্ড করুন।
- আইডি এবং পাসওয়ার্ড দেখতে My Victims এ ক্লিক করুন।
দ্রষ্টব্য: যখন কেউ এই লিংকটি খুলবে, তখন এটি নীচের চিত্রটির মত হবে। এটি একটি ফিশিং লিংক এবং এই ওয়েবসাইটটি কেবল বিভিন্ন ফিশিং লিংক সরবরাহ করে। আপনি আপনার নিজের লিংক তৈরি করতে পারেন। এটি একটি খুব সাধারণ কৌশল। কিন্তু শিখতে চেষ্টা করুন এবং নিজের সিস্টেমে চেষ্টা করুন।
২. TheTruthSpy ব্যবহার করে কারো পাসওয়ার্ড জানা
কারো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার আরেকটি কার্যকর পদ্ধতি হল TheTruthSpy সফটওয়্যার। TheTruthSpy একটি পেইড সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে কোন মোবাইলের কল, এসএমএস, পাসওয়ার্ড এমনকি হোয়াটসঅ্যাপের মেসেজ বের করে ফেলতে পারবেন। Android এবং IOS এই দুই প্লাটফর্মে জন্যই TheTruthSpy অ্যাপ রয়েছে।
- আপনাকে প্রথমে TheTruthSpy এ অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই অ্যাকাউন্টে আপনি ভিকটিমের আইডি, পাসওর্য়াড, কল, মেসেজ সহ সব কিছু পাবেন।
- তবে আপনাকে আর একটি কাজ করতে হবে। TheTruthSpy অ্যাপটি ভিকটিম মানে যার আইডি হ্যাক করতে চান, তার ফোনে ইন্সটল করতে হবে।
- iPhone ইন্সটল পদ্ধতি: ওয়েবসাইট
- Android ইন্সটল পদ্ধতি: ওয়েবসাইট
৩. AppSpy দিয়ে ফেসবুক আইডির পাসওয়ার্ড জানা
এটাও TheTruthSpy এর মত কাজ করে, তবে AppSpy ফ্রি অ্যাপ।
AppSpy দিয়ে জানারপদ্ধিতি
- AppSpy তে একটি অ্যাকাউন্ট খুলুন।
- ভিকটিমের ফোনে এটা ইন্সটল করুন।
- তারপর শুধু AppSpy থেকে ভিকটিমের আইডি, পাসওর্য়াড সংগ্রহ করুন।
- AppSpy ডাউনলোড এবং ইন্সটল পদ্ধতি: ওয়েবসাইট
৪. কী লগার ব্যবহার করে ফেসবুক আইডির পাসওয়ার্ড জানবেন
কি লগার ফেসবুক হ্যাকিং এর একটি প্রফেশনাল পদ্ধতি। প্রথমে আপনাকে বুঝতে হবে কি লগার বিষয়টি আসলে কী?
কী লগার একটি সফটওয়্যার, যেটা ভিকটিমের কম্পিউটার কিংবা মোবাইলে ইন্সটলের পর ভিকটিম কম্পিউটার বা মোবাইলে যা কিছু টাইপ করবে তা কি লগারে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আপনার দেওয়া মেইলে বা পিসিতে সব কিছু পেয়ে যাবেন।
- আরো পড়ুন: জেনে নিন ফেসবুকের কারণে খুন হয়েছেন যারা
অনলাইনে পেইড এবং ফ্রি দুই ধরনের কি লগার সফটওয়্যার পাওয়া যায়। আপনি চাইলে যেকোন একটি ব্যবহার করতে পারে পারেন।
৫. MITM (Man in The Middle) মাধ্যমে ফেসবুক হ্যাক
MITM তুলনামূলক কঠিন এবং প্রফেশনালদের জন্য তবে এটা একটি কার্যকরী পদ্ধতি। এই ধরনের অ্যাটাক এর জন্য আপনার তিনটি মাধ্যমের প্রয়োজন।
পদ্ধতি
- এর জন্য আপনার পিসিতে Kali Linux ইন্সটল করতে হবে।
- স্পুফিং সফটওয়্যার ব্যবহার করে রাউটিং টেবিল আপডেট করতে হবে।
- তারপর আপনার একটি হোস্টিং সার্ভারের প্রয়োজন হবে। এই সুবিধা পাবেন AR spoof এ।
এটা কি ভাবে কাজ করে
একটি মেইলে অথবা মেসেজে লিংক পাঠাতে হবে। লিংকটি হতে পারে তার ব্যাংকের ওয়েবসাইট অথবা ফেসবুক ওয়েবসাইট। উক্ত সাইটটি দেখতে যেহেতু হুবহু এক হবে তাই ভিকটিম তার তথ্য দিতে দ্বিধা বোধ করবে না। এই সুযোগে ভিকটিমের তথ্য হাতিয়ে নেয়া যাবে।
উপসংহার
অনলাইনে এমন অনেক সফটওয়্যার রয়েছে, যা আপনি টার্গেটেড কম্পিউটারে ইন্সটল করতে পারেন। যা পরবর্তীতে আপনার জন্য ফেসবুক ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড খুঁজে পাতে সহায়তা করবে।
ফেসবুক হ্যাক করার জন্য আপনি কেবল সফটওয়্যার বা কোন ওয়েবসাইটের ওপর নির্ভরশীল হয়ে গেলে চলবে না। শুধু মাত্র ফেসবুক হ্যাক নয় যেকোনো হ্যাকিং এর ক্ষেত্রে সর্বপ্রথম ধৈর্য, বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি তথা কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।
তবে সর্বশেষ কথা হল পৃথিবীতে আপনি এক নন, শত শত মানুষ প্রতিদিন ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। তাই অন্যের আইডি হ্যাক করার চেয়ে নিজের আইডির নিরাপত্তা বৃদ্ধি করুন।
আমি লিটন আপনার এই সাইটে পড়তে পেরে ভালোই লাগছে। কারো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার এই পদ্ধতিগুলো দারুণ লেগেছে। আশা করি, এটি আমার মতো আরো অনেকেরই উপকারে আসবে।
ধন্যবাদ লিটন ভাই।
আমাকে কিভাবে ফেসবুক হ্যাক করে শিখান
ফেসবুক তো হ্যাক করতে পারবেন না, ভাই। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে কারো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন যা এই লেখাটাতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সম্ভাব্য কিছু উপায় দেয়া হয়েছে।
ভাই, আমার ইমেইল আইডি হেক করসে, আমি এখন কি করবো, কিভাবে উদ্ধার করবো?
এফবি আইডির পাসওয়ার্ড বের করার উপায় নিয়ে লেখাটি আমার খুব ভাল লেগেছে। আমিও শিখতে চাই, কারো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে চাই।
ভাই, আমার একটা আইডি হ্যাক করা খুব দরকার, কেউ আমাকে সাহায্য করতে পারলে জানাবেন প্লিজ।
কারো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করা একটা থ্রিলিং জব। কৌতুহল মেটানোর জন্যে, নিজেকে চেক করার জন্যে কিংবা ক্রিয়েটিভিটি ফলানোর জন্যে এটি একটি দারুণ কাজ। আর কাজটি সম্পর্কে জেনে খুব ভাল লাগলো, লেখককে ধন্যবাদ।
ভাই, তোমার আইডি হ্যাক হইছেনি, হইলে আমাকে একটু জানাইও, প্লিজ…
ভাই, আপনার লেখাটি পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি, বিশেষ করে ফেসবুকের এই অজানা টিপসটি আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর ও সহজ ভাষায় খুব কমই টিপস পাওয়া যায়। আশা করি, আপনার কাছ থেকে সোশ্যাল মিডিয়া রিলেটেড আরো অনেক কিছু জানতে পারবো ।
ধন্যবাদ শাহীন ভাই আপনার মূল্যবান মতামতের জন্য। আপনি স্যোশাল মিডিয়া সম্পর্কিত কি ধরনের লেখা চান তা জানাতে পারেন?
ধন্যবান ভাই, কারো ফেসবুক আইডি পাসওয়ার্ড বের করার উপায় নিয়ে অনেক অজানা বিষয়গুলো জানতে পারলাম।
ভাই My Victime তু পাসওয়ার্ড দেখায় না
পাসওয়ার্ড দেখাবে না! আপনাকে কষ্ট করে উপরের যেকোন একটি পদ্ধতি ব্যবহার করে দেখে নিতে হবে।
Mohammed Masud Alam (Boss)
Vai Thanks, Can You Help Me ?
Which kind of help?