জোড়া গোলেই পর্তুগালকে হারিয়ে যে প্লেয়ার উরুগুয়েকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেল সেই এদিনসন কাভানিই খেলবেন না কোয়ার্টার ফাইনালে । গতকাল অনুশীলন করার সময় পাঁয়ে ব্যথা পেয়ে ইনজুরিতে গেলেন উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা। ফলে কাভানিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে খেলবে উরুগুয়ে।
তবে দলের তারকা খেলোয়াড় সুয়ারেস বলেন ” কাভানির পায়ের চোট তেমন গুরুতর না , আমরা কাভানির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করব।” পর্তুগালের বিপক্ষে খেলায় দলের সব খেলোয়াড়কে মুখিয়ে রেখেছিলেন এই খেলোয়াড়।
অন্যদিকে উরুগুয়ে দলের কোচ পেকারম্যান তার দল নিয়ে অনেক বেশী আত্মবিশ্বাসী। তিনি মনে করেন উরুগুয়ে কারও একার উপর নির্ভর না। মেডিকেল টেষ্টে কাভানির পায়ে তেমন কোন গুরুতর সমস্যা ধরা পড়েনি, এটাই স্বস্তির বিষয়। তবে এখনও পায়ে ব্যাথা আছে ।
দুইবারের এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সবাই এখন থেকেই আত্মবিশ্বাসী তারাই এবারের বিশ্বচ্যাম্পিয়ন হবে। ১৯৩০ ও ১৯৫০ সালের মতো এবারও ইতিহাস গড়তে চায় উরুগুয়ের প্রত্যেকটি খেলোয়াড়। গত ৪৮ বছরে কেবল ২০১০ সালেই উরুগুয়ে সেমিফাইনালে গিয়েছিল। দেশের কোটি কোটি মানুষের একটাই চাওয়া তাদের দল যেন এবার বিশ্বকাপ জিতে।
Leave a Reply