কানাডার টরেন্টো ও অন্টারিওতে অবস্থিত দ্যা হাম্বার ইনস্টিউট অব টেকনোলোজি এন্ড অ্যাডভান্সড্ লার্নিংই মূলত হাম্বার কলেজ নামে পরিচিত। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের ৩টি মূল ক্যাম্পাস রয়েছে। এগুলো হল হাম্বার নর্থ ক্যাম্পাস, লেকশোর ক্যাম্পাস এবং হাম্বার অরেঞ্জবিলে ক্যাম্পাস।
হাম্বার কলেজে ১৫০টির অধিক ডিগ্রি প্রোগ্রাম রয়েছে যার মধ্যে ব্যাচেলর ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট অন্যতম। কানাডার অন্যতম বিখ্যাত এই কলেজে যে-সব বিষয়ের উপর ডিগ্রি প্রদান করা হয় সেগুলো হল-
- ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং
- ক্রিমিনোলোজি এন্ড কারেকশনস্
- ইন্টেরিয়র ডিজাইন
- ফিল্ম এন্ড মিডিয়া প্রোডাকশন
- ই-বিজনেস
- ফ্যাশন ম্যানেজমেন্ট
- হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
- টুরিজম ম্যানেজমেন্ট
- ডিজিটাল বিজনেস ম্যানেজমেন্ট
- হেলথ্কেয়ার ম্যানেজমেন্ট
- সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
- ইন্টারন্যাশনাল বিজনেস
- ইনফরমেশন সায়েন্স
- ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন
- অ্যাকাউন্টিং
- ফিন্যান্স
- মার্কেটিং
- পাবলিক রিলেশন, ইত্যাদি।
উপরোক্ত যে কোন বিষয়ের উপর এই কলেজ থেকে ডিপ্লোমা কিংবা ব্যাচেলর ডিগ্রি নিতে পারেন। কানাডার এবং কানাডার বাইরের ছাত্র-ছাত্রীদের জন্যে স্কলারশিপের ব্যবস্থা যার মাধ্যমে বলতে গেলে আপনি এই কলেজে বিনা খরচে পড়তে পারবেন।
কলেজটি দুই ধরণের স্কলারশিপ দিয়ে থাকে। তার মাঝে একটি হল ইন্টারন্যাশনাল এন্ট্রান্স স্কলারশিপ আর অন্যটি হল ব্যাচেলর ডিগ্রি স্কলারশিপ।
স্কলারশিপ পেতে হলে আগে আপনাকে ভর্তির জন্যে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা অনলাইনেই করতে পারবেন। ভর্তির জন্যে আপনাকে নির্বাচিত করা হলে অ্যাডমিশন ফর্মের সাথে স্কলারশিপের ফর্ম তারাই আপনাকে পাঠিয়ে দেবে।
উভয় স্কলারশিপ সম্পর্কে আরো জানতে ইন্টারন্যাশনাল স্কলারশিপ পেজটি ভিজিট করুন। অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে জানতে অ্যাপ্লাই নাউ পেজটি ভিজিট করুন। আর অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হাম্বার কলেজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লিকেশন পেজটি ভিজিট করুন।
Leave a Reply