কল ডাইভার্ট শব্দটির সাথে হয়তো অনেকে অপরিচিত। মজার ব্যাপার হল কল ডাইভার্ট সুবিধা পাওয়ার জন্য স্মার্টফোন থাকা জরুরি নয়। তো আপনি যদি ফিচার ফোন ব্যবহার করে থাকেন, তাহলেও এই লেখাটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কেননা আপনার জীবনে হয়তো এমন কিছু পরিস্থিতি আসবে যখন এই কল ডাইভার্ট সেবাটির প্রয়োজন হবে।
লেখাটি খুব বেশী বড় হবে না, তাই লেখাটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আশা করি কল ডাইভার্ট সম্পর্কে অনেক কিছু জানবেন। কল ডাইভার্ট কি, এর সুবিধা ও অসুবিধা কি কি কিংবা চালু বা বন্ধ করার উপায় ইত্যাদি।
কল ডাইভার্ট
স্মার্টফোন আমাদেরকে বহু সুবিধা দিয়ে যাচ্ছে, যেমন স্মার্টফোনে এখন হাতে না লিখেও টাইপ করা যায়, আপনি মুখে বাংলায় বলবেন আর সেটা আপনার স্মার্টফোনে টাইপ হয়ে যাবে। স্মার্টফোন থেকে এখন কম্পিউটারের মত প্রিন্ট করা যায়। এরকম আরো বহু সুবিধা রয়েছে স্মার্টফোনে। ছোট হলেও স্মার্টফোনের একটি দরকারি ফিচার হল কল ডাইভার্ট। আসুন, জানি এটি কি, এর সুবিধা কি এবং কিভাবে ব্যবহার করা যায়।
কল ডাইভার্ট কি?
আভিধানিকভাবে যদি অর্থ করি, তবে এর অর্থ দাঁড়ায় কল স্থানান্তর বা পৃথক করা। আসলে এর আভিধানিক অর্থের মতোই এর কাজ। অর্থ্যৎ আপনার ফোনে যত কল আসবে তা অন্য নাম্বারে ট্রান্সফার করে দেওয়ার নাম কল ডাইভার্ট।
এটা আপনি ফোনের সেটিংস অথবা নির্দিষ্ট সিমের নির্দিষ্ট নাম্বার ডায়াল করে চালু করতে পারেন। তবে অনেক ফোনে এটা কল ফরোয়ার্ড নামে আছে, যদিও দুটির কাজ একই রকম।
কল ডাইভার্ট করার সুবিধা
আপনার যদি একাধিক সিম থাকে কিন্তু আপনি একটি মাত্র সিম ব্যবহার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বন্ধ করে রাখা সিম গুলো ডাইভার্ট অপশন চালু রাখলে আপনি চালু রাখা নাম্বারে কল রিসিভ করার সুবিধা পাবেন।
ফোন বন্ধ থাকলেও কাঙ্ক্ষিত নাম্বারে কল যাবে।
ফোন বিজি থাকলে কাঙ্ক্ষিত নাম্বারে কল চলে যাবে।
এছাড়া শুধুমাত্র ফোন বন্ধ থাকলে কাঙ্ক্ষিত নাম্বারে কল চলে যাবে এরকমভাবেও চালু করা যায়।
আর কল ডাইভার্ট করার অসুবিধা হল, কিছু সিম কোম্পানি আছে যারা কল ডাইভার্টের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা চার্জ করে।
কল ডাইভার্ট ফোন থেকে চালু ও বন্ধ করার পদ্ধতি
মোবাইল থেকে কল ডাইভার্ট চালু করার জন্য যেকোন ফোন থেকে সেটিংসে গিয়ে Call Forward অথবা Call Divert অপশনটি খুঁজে বের করুন। তারপর সেখানে ৪টি অপশন পাবেন যেমন:
- Always Forward/Divert – এর অর্থ হলো সব সময় আপনার কল ডাইভার্ট হয়ে কাঙ্ক্ষিত নাম্বারে চলে যাবে।
- When Busy – শুধুমাত্র যখন ফোন বিজি থাকবে, তখন কাজ করবে।
- When Unanswered – যদি আপনি প্রথমবার কলটি না রিসিভ করেন, তাহলে পরের কলটি কাঙ্ক্ষিত নাম্বারে চলে যাবে।
- When Unreachable – যখন আপনার ফোন বন্ধ বা নেটওয়ার্ক থাকবে না, তখন কল অন্য নাম্বারে চলে যাবে।
উপরের অপশনগুলোতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত নাম্বার দিন অর্থ্যৎ যে নাম্বারটিতে আপনার কল যাবে। তারপর দেখবেন কল ডাইভার্ট চালু হয়ে গেছে।
কল ডাইভার্ট বন্ধ করার জন্য আগে যে অপশনগুলো চালু করেছিলেন, সেখানে গিয়ে Disable করে দিন।
সিমের মাধ্যমে চালু ও বন্ধ করার পদ্ধতি
যদিও প্রায় সব স্মার্টফোন, এমনকি যে কোন সাধারণ ফোনেই কল ডাইভার্ট করার অপশন থাকে, তথাপি আপনি চাইলে আপনার অপারেটর কোম্পানীর মাধ্যমেও এটি চালু এবং বন্ধ করতে পারবেন। অর্থাৎ, আপনি যে কোম্পানীর সিম ব্যবহার করেন, সে কোম্পানীর সিমের ফাংশন থেকেও এই সেবাটি নিতে পারেন। নিচে বিভিন্ন অপারেটর কোম্পানীর কল ডাইভার্ট করার অপশনগুলো দেয়া হল-
গ্রামীনফোন
- কল ডাইভার্ট চালু করার জন্য ডায়াল করুন *004* আপনার কাঙ্ক্ষিত নাম্বার #
- বন্ধ করার জন্য ডায়াল করুন ##002#
বাংলালিংক
- কল ডাইভার্ট চালু করতে হলে ডায়াল করুন *21* কাঙ্ক্ষিত নাম্বার#
- বন্ধ করতে হলে ডায়াল করুন ##002#
রবি
রবির কল ডাইভার্ট করার পদ্ধতি
- সব সময় কল ডাইভার্ট করার জন্য – * * 21 * কাঙ্ক্ষিত নম্বর #
- যখন ব্যস্ত থাকবেন তখন কল ডাইভার্ট করার জন্য – * * 67 * কাঙ্ক্ষিত নম্বর #
- ফোন রিসিভ না করলে, কল ডাইভার্ট করার জন্য – * * 61 * কাঙ্ক্ষিত নম্বর #
- ফোন বন্ধ থাকলে কল ডাইভার্ট করার জন্য – * * 62 * কাঙ্ক্ষিত নম্বর #
- বন্ধ করার জন্য ডায়াল ##002# করুন।
শেষ কথা
পূর্বে বলা হয়েছে কল ডাইভার্ট সেবাটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সিম কোম্পানি চার্জ ধার্য করে থাকে। তাই সেবাটি ব্যবহারের পূর্বে অবশ্যই চার্জের ব্যাপারে চিন্তা করে নিবেন।
কল ডাউভার্ট সম্পর্কে বিস্তারিত জানলাম। চালু ও বন্ধ করার নিয়মগুলো সহজ ভাষায় বর্ণনা করার জন্যে লেখককে ধন্যবাদ।
ধন্যবাদ SK Mijan ভাই
ভাই, কল ডাইভার্ট চালু ও বন্ধ করার প্রক্রিয়াটি জানানোর জন্যে আপনাদের অনেকে অনেক ধন্যবাদ। আমি আজকে এটি করতে সফল হলাম।
ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য
sms forward কিভাবে করে বলবেন প্লিজ।
আপনার প্রশ্নটি পরিষ্কার না! sms forward বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন?
কল ডাউভার্ট সম্পর্কে তথ্যবহুল একটি পোস্ট যা পড়ে খুব ভাল লাগলো এবং অনেক কিছু জানা গেল। কল ডাউভার্ট চালু ও বন্ধ করার উপায় অনেকেরই কাজে লাগবে।
ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য
এয়ারটেল কল ডাইভার্ট বন্ধ করবো কিভাবে?
ধন্যবাদ, সোহেল ভাই। এয়ারটেল থেকে কল ডাইভার্ট অফ করার জন্যে ##21# ডায়াল করুন। এটা এয়ারটেলের জন্যে নির্দিষ্ট। তবে, আপনি এয়ারটেল হোক আর যে কোনও অপারেটর হোক, জাস্ট #67# ডায়াল করে কল ডাইভার্ট বন্ধ করে দিতে পারেন।
যদি কল ডাইভার্ট করা হয়, তাহলে দুইটা মোবাইল থেকে একবারে কথা শোনা যায় কিনা?
কিন্তু দুজন আমাকে ফোন দিছে একই নাম্বার থেকে এটা কিভাবে সম্ভব?