কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ কার্যক্রম শুরু হয় ২০১৬ সাল থেকে। প্রথম দিকে এটা পরিচালনা করতো কলম্বিয়া বিজনেস স্কুলের সোশ্যাল এন্টারপ্রাইজের টেমার সেন্টার। বর্তমানে কলম্বিয়া গ্লোবাল সেন্টার দ্বারা পরিচালিত হচ্ছে। শরণার্থীদের জন্য মূলত এই স্কলারশিপ।
এই স্কলারশিপে টিউশন ফি থেকে শুরু করে বাসস্থান ফি সব কিছু ফ্রি। এই স্কলারশিপের জন্য প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন ডলার খরচ হয়। এই স্কলারশিপের উদ্দেশ্য, শরণার্থীদের জন্য শিক্ষার সুযোগ করে দেয়া। এছড়া, তারা যেন দক্ষ এবং মানবিক মানুষ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে পারে।
স্কলারশিপের সঠিক সুবিধা পেতে, বিদেশে স্কলারশিপ নেয়ার পূর্বে আপনার অধিকারগুলো জেনে রাখুন। আর কথা বৃদ্ধি না করে কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২০ সম্পর্কে জেনে নেওয়া যাক।
আবেদনের যোগ্যতা
এই স্কলারশিপ প্রোগ্রামটিতে বিশ্বের যে কোনও জায়গায় বসবাসরত শরণার্থী অংশ নিতে পারবে। এছাড়া, যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন বা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন জমা দিয়েছেন, তারা এর জন্য উপযুক্ত। এই স্কলারশিপে বয়সের কোনও বাধ্যবাধকতা নেই।
আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যথা –
- শরণার্থী বা উদ্বাস্তু প্রমাণের জন্য স্বীকৃত সরকার বা সরকারি সংস্থার থেকে প্রাপ্ত দলিল-প্রমাণ। এটা বিশ্বের যে-কোনো দেশের হতে পারে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিক ছাড়া অর্থাৎ সবুজ কার্ড বা সিটিজেনশিপ পায়নি এমন ব্যক্তি আবেদন করতে পারবে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে যাদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন আছেন।
উপরে উল্লেখিত ব্যক্তিরা শুধুমাত্র এই বৃত্তির জন্য উপযুক্ত ।
স্কলারশিপের জন্য আবেদন করার নিয়ম
স্কলারশিপ ফর্ম সম্পন্ন করার আগে অবশ্যই অনলাইন কলম্বিয়া ডিগ্রী অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। আবেদনকারী তার অনলাইন কলম্বিয়া ডিগ্রী অ্যাপ্লিকেশন তৈরি করলে কলাম্বিয়া স্কুলের নিজস্ব অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন আইডি বা রেফারেন্স নম্বর প্রদান করবে। এই কলাম্বিয়া অ্যাপ্লিকেশন আইডি বা রেফারেন্স নম্বর পরবর্তীতে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে প্রয়োজন হবে।
স্কলারশিপের আবেদনের জন্য প্রথমে Apply Now তে ক্লিক করে ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যাওয়ার পর নাম, ঠিকানাসহ অন্যান্য তথ্য পূরণ করতে হবে।
ডকুমেন্টে আপলোডের অংশ যা যা উল্লেখ করা আছে সে-সব তথ্য খেয়াল রেখে আপলোড করতে হবে।
স্কুল নির্বাচনের ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করুন। মনে রাখবেন, প্রত্যেক স্কুলের আলাদা কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। অনেক সময় সে-সব রিকোয়ারমেন্ট পূর্ণ না হলে তারা আপনাকে হয়তো শুধু ভর্তির সুযোগ দিবে, তবে কোনও বৃত্তি প্রদান করবে না।
Essays বা প্রবন্ধ অপশনটি বেশ গুরুত্বপূর্ণ। এটা লেখার শর্তগুলো হল যথাক্রমে –
- শিক্ষার্থীদের আবেদনের অংশ হিসেবে চারটি প্রবন্ধ জমা দিতে হবে।
- প্রতিটি প্রবন্ধ ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে এবং সর্বমোট ১২০০ থেকে ২০০০টি শব্দের হবে।
- সকল প্রবন্ধ ইংরেজিতে লেখা আবশ্যক। কপি করা প্রবন্ধ গ্রহণযোগ্য নয়।
প্রবন্ধে যে-সব বিষয় থাকবে –
- প্রবন্ধে আপনার শরণার্থীর অবস্থা এবং আপনার বর্তমান অবস্থা ব্যাখ্যা করুন।
- আপনার আর্থিক অবস্থা ব্যাখ্যা করুন এবং কেন এই স্কলারশিপটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করুন।
- আপনি কেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং নির্দিষ্ট প্রোগ্রামে আবেদন করার জন্য নির্বাচন করেছেন।
- নির্বাচিত ডিগ্রী প্রোগ্রাম আপনার পরবর্তী জীবনের লক্ষ্য অর্জন কীরূপ সাহায্যে করবে?
এই ছিল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ পাওয়ার উপায় নিয়ে আলোচনা। তাদের সাথে যোগাযোগ এবং আরও তথ্য জানতে ইমেল করুন cusds@columbia.edu এ।
Leave a Reply