২০১৮ সালের এফ্রিল মাসে মাইক্রোসফ্ট এর প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম ধনাঢ্য ব্যক্তি বিল গেটস্ করোনা ভাইরাসের আগমন সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন। ঐ বছর এফ্রিলের ১৮ তারিখে ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত “ম্যালেরিয়া সামিট” এ বিল গেটস্ বলেছিলেন ‘আমার মনে হয় এমন একটি রোগ আসছে যা ৬ মাসের মধ্যে ৩০ মিলিয়ন মানুষ মেরে ফেলবে।
তিনি আরো যোগ করেছিলেন, আমাদেরকে এ রোগটির বিরুদ্ধে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেমনভাবে আমরা যুদ্ধের জন্যে প্রস্তুতি নিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিল গেটস্ তার অনুমান দ্বারা করোনা ভাইরাসকেই ইঙ্গিত দিয়ে থাকেন, তবে ২ বছর আগে তিনি সেটা কিভাবে জানলেন?
যতদূর জানা যায়, এ ভাইরাসটি পৃথিবীতে নতুন এবং এই ভাইরাসে আক্রান্ত রোগ সম্পর্কে কেউ-ই কিছু জানে না। তাহলে, বিল গেটস্ জানলেন কিভাবে? প্রশ্নটি থাকলো পাঠকদের কাছে, পাঠকরা সেটা কমেন্টে জানাতে পারেন।
২০১৮-তে অনুষ্ঠিত ম্যালেরিয়া সামিট বা ম্যালেরিয়া শীর্ষ সন্মেলন নামের সেই অনুষ্ঠানে বিল গেটস্ বলেন, আমরা যদি ইতিহাস থেকে একটি বিষয় জানতে পারি, তবে সেটি হচ্ছে নতুন কোন মরণব্যাধি যা দেখা দেবে এবং পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
এটি কবে ঘটবে সেটিও বলে দিয়েছিলেন বিল গেটস্। তিনি বলেছিলেন, এটি পরবর্তী দশকর মধ্যেই ঘটবে এবং খুব সহজেই ঘটতে পারে। মজার ব্যাপার হচ্ছে, বিল গেটস্ বলা পরবর্তী দশকের ১ম বছরের দ্বিতীয় মাস চলছে এখন। তার মানে তার বলা দশকের শুরুতেই রোগটি দেখা দিয়েছে। চীন থেকে শুরু করে করোনা ভাইরাস এখন ধীরে ধীরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এবং ম্যাসাচুসেটস মেডিকেল সোসাইটির যৌথ আয়োজনের সেই অনুষ্ঠানে বিল গেটস্ খুব দৃঢ়তার সাথে নতুন একটি রোগের প্রাদুর্ভাবের আভাস দিয়েছিন, যদিও রোগটির নাম তিনি বলেননি। তবে তিনি বলেছিলেন, এ রোগটির জন্যে আমরা এখনো প্রস্তুত নই।
করোনা ভাইরাসের ব্যাপারে কেউ-ই প্রস্তুত ছিলেন না, এখনো নেই। পৃথিবীর কোন বিষেজ্ঞই এটি সম্পর্কে আগে থেকে জানতেন না। বিল গেটস্ জানতেন যে, এমন একটি রোগ আসছে যার জন্যে কেউ প্রস্তুত নয়। তার কথা থেকে প্রমাণ মেলে যে, তিনি এ রোগটির কথাই বলেছিলেন। তার বলা কথা দিয়েই বিজনেস ইনসাইডার ম্যালেরিয়া সামিট এর নিউজটির হেডলাইন করেছিল এভাবে-
Bill Gates thinks a coming disease could kill 30 million people within 6 months
শুধু বিজনেস ইনসাইডারই নয়, পৃথিবী বিখ্যাত অসংখ্য নিউজপেপার বিল গেটস্ এর বক্তব্য দিয়ে নিউজ ছেপেছিল। এর মাঝে রয়েছে সিএনএন’ও। যাইহোক, আমার মূল কথা হচ্ছে, বিল গেটস্ এটা কিভাবে জানলো যখন অন্য কেউ জানতো না? তবে, এ ভাইরাসটি ছড়ানোর পেছনে বিল গেটস্ এর হাত আছে? পরবর্তী লেখায় আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করবো, ইনশাল্লাহ্।
এম. এম. নবী says
ধন্যবাদ, লেখিকা জেসিকা জেসমিন ম্যাম। আমার মনে হয় না বিখ্যাত মানব হিতৈসী বিল গেটস এর মতো ব্যক্তিত্বদের করোনা ভাইরাস ছড়ানোর পিছনে হাত থাকার ব্যাপারে অনুমান করা সঠিক হবে।