চীন থেকে উৎপত্তি হলেও করোনা ভাইরাস এখন বিশ্বের ২৯টি দেশে বিদ্যমান। অল্প কয় দিনের মধ্যেই এটি ছড়িয়ে পড়েছে নানান দেশে। কিভাবে ছড়িয়েছে তা নিয়ে রয়েছে নানান অভিমত। কেউ বলছেন সাপ থেকে, কেউ বলছেন বাদুড় থেকে। আবার কেউ বলছেন এর পেছনে রয়েছে বিশ্বের বাঘা বাঘা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের হাত।
আর এ-সব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাইজেশন (WHO), দ্যা পিরব্রাইট ইনস্টিউটসহ আরো অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি। ব্যক্তির মাঝে সন্দেহের তালিকায় রয়েছেন মাইক্রোসফট্ এর প্রতিষ্ঠাতা বিল গেটস্। ২ বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ম্যালেরিয়া সামিট-এ করোনা ভাইরাস সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেছিলেন বিল গেটস্। কিন্তু কিভাবে তিনি আগে থেকেই জানলেন?
যাইহোক, আমাদের টপিক সেটা নয়, এ যাবৎ কতজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ও মৃত্যু বরণ করেছে, তা-ই নিয়ে কথা বলবো আমরা। যদিও চীনেই আক্রান্তের সংখ্যা বেশি, তবে অন্যান্য দেশেও কম নয়। আসুন, কোন দেশে এ যাবৎ কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা এক নজরে দেখে নেয়া যাক-
- চীন – আক্রান্তের সংখ্যা ১৭, ৩০২; মৃত্যের সংখ্যা ৩৬১; ক্রিটিক্যাল অবস্থায় আছে ২২৯৬
- জাপান – আক্রান্তের সংখ্যা ২০; মৃত্যের সংখ্যা ০; ক্রিটিক্যাল অবস্থায় আছে ১
- থাইল্যান্ড – আক্রান্তের সংখ্যা ১৯; মৃত্যের সংখ্যা ০; ক্রিটিক্যাল অবস্থায় আছে ৭
- সিঙ্গাপুর – আক্রান্তের সংখ্যা ১৮
- হংকং – আক্রান্তের সংখ্যা ১৫
- দক্ষিণ কোরিয়া – আক্রান্তের সংখ্যা ১৫
- অস্ট্রেলিয়া – আক্রান্তের সংখ্যা ১২
- ইউনাইটেড স্টেট – আক্রান্তের সংখ্যা ১১
- জার্মানি – আক্রান্তের সংখ্যা ১০
- তাইওয়ান – আক্রান্তের সংখ্যা ১০
- ভিয়েতনাম – আক্রান্তের সংখ্যা ৮
- ম্যাকাও – আক্রান্তের সংখ্যা ৮
- মালয়েশিয়া – আক্রান্তের সংখ্যা ৮
- ফ্রান্স – আক্রান্তের সংখ্যা ৬
- ইউনাইটেড আরব আমিরাত – আক্রান্তের সংখ্যা ৫
- কানাডা – আক্রান্তের সংখ্যা ৪
- ভারত – আক্রান্তের সংখ্যা ৩
- ফিলিপাইন – আক্রান্তের সংখ্যা ২
- ইটালি – আক্রান্তের সংখ্যা ২
- ইউনাইটেড কিংডম – আক্রান্তের সংখ্যা ২
- রাশিয়া – আক্রান্তের সংখ্যা ২
- ফিনল্যান্ড – আক্রান্তের সংখ্যা ১
- শ্রীলংকা – আক্রান্তের সংখ্যা ১
- নেপাল – আক্রান্তের সংখ্যা ১
- সুইডেন – আক্রান্তের সংখ্যা ১
- কম্বোডিয়া – আক্রান্তের সংখ্যা ১
- স্পেন – আক্রান্তের সংখ্যা ১
এই ছিল বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আলহামদুলিল্লাহ্, আমাদের দেশে এখনো এই ভাইরাসে আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি।
Leave a Reply