ল্যাপটপের সাথে বিল্ট-ইন কিবোর্ড দেয়া থাকে যেটাকে আমরা ইন্টারনাল কিবোর্ড বলে থাকি। দীর্ঘ দিন ব্যবহারের ফলে এটি পুরনো হয়ে গেলে কিংবা নষ্ট হওয়ার উপক্রম হলে নতুন কিবোর্ড কেনার প্রয়োজন হতে পারে। কাজেই, সকল কম্পিউটার ইউজারেরই কিছু না কিছু ল্যাপটপ কিবোর্ডের দাম জেনে রাখা ভাল।
যে কোনও সময়ই যে কারো কিবোর্ড কেনার দরকার হয়ে পড়তে পারে। অনেক সময় পানি পানি পড়ে ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে পিঁপড়া ঢুকেও কিবোর্ডের ক্ষতি করে ফেলে। যে কারণেই কিবোর্ডে সমস্যা দেখা দিক না কেন, ল্যাপটপের জন্যে আপনার হয়তো ইন্টারনাল কিবোর্ড কেনার প্রয়োজন হতে পারে।
কিনতে যাওয়ার আগে কিবোর্ডের দাম সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়ে রাখলে আপনার জন্যে ভাল হবে। তাই, আমরা এখানে কিছু ল্যাপটপ কিবোর্ডের মডেল, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করছি।
কিছু ল্যাপটপ কিবোর্ডের দাম
আমাদের আগের পোস্টটিতে আপনারা কম দামে ৫টি বিখ্যাত ব্র্যান্ডের ল্যাপটপ সম্পর্কে জেনেছেন। আজ জেনে নিন এমন ৫টি ল্যাপটপ কিবোর্ড সম্পর্কে যেগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম।
Laptop Keyboard HP Pavilion TouchSmart
দাম: ৭৫০
- উন্নত কোয়ালিটির ল্যাপটপ কিবোর্ড।
- ৩ মাসের ওয়ারেন্টি (বিক্রেতা ভেদে ব্যতিক্রম হতে পারে)।
- এইচপি ব্র্যান্ডের যে কোনও মডেলের সঙ্গে মানানসই।
- বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ালিটি চেক ও টেস্ট করা থাকে।
DELL N4110 N4050
দাম: ৫৯০ টাকা
- ম্যাটেরিয়াল: প্লাস্টিক
- কালার: কালো
Dell কোম্পানীর এন সিরিজের দুই মডেলের জন্যেই এই কিবোর্ডটি ব্যবহার করা যাবে। আপনার ল্যাপটপের মডেল যদি N4110 অথবা N4050 হয়, তবে এই কিবোর্ডটি কিনতে পারেন।
Keyboard For Asus
দাম: ৬৫০ টাকা
- মডেল: আসুসের এক্স সিরিজের প্রায় সব মডেল
- টেস্ট: ওয়েল টেস্টেড
Lenovo Ideapad 310 Replacement Keyboard
দাম: ৯৫০
- মডেল: IdeaPad এর সকল মডেল
- অরিজিনাল এবং হাই কোয়ালিটি
HP Laptop Keyboard for COMPAQ PRESARIO
দাম: ১১৯০ টাকা
- এইচএপি রিপ্লেসমেন্ট কিবোর্ড
- নিরাপদ, নির্ভেজাল অ্যাকিউরেট
- হাই কোয়ালিটি
DELL 14 3000 3442 LAPTOP
দাম: ১০০০ টাকা
- মডেল: 14-3000 (3442)
- উন্নত কোয়ালিটি
- অরিজিনাল ব্র্যান্ড
Asus Replacement Keyboard For Asus
দাম: ১০৫০
- অরিজিনাল এন্ড হাই কোয়ালিটি
- টেস্টেড
- মডেল: K42, K42J, K42D ও K42F এবং B43 এবং N43, N82Jv, N82Jg, N43Jqn82J ও N82Jq
Keyboard For Lenovo ThinkPad
দাম: ১৪০০
- ব্র্যান্ড নিউ
- জেনুইন পার্টস
- মডেল: ThinkPad L460, L450 ও L440 এবং T460, T450 ও T440
পরিশেষ: আশা করা যায়, যে কয়টি ল্যাপটপ কিবোর্ডের দাম জেনেছেন, সেগুলো থেকে আপনার প্রয়োজনীয়টি খুঁজে পাবেন। ল্যাপটপের জন্যে আপনি ঠিক যে কিবোর্ডটি খুঁজছেন, যদি এই তালিকায় সেটি না পান, তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে সেই কিবোর্ড সম্পর্কে জানান। আমরা অবশ্যই আপনার কাংখিত কিবোর্ডটি এই তালিকায় অ্যাড করে দেবো। আর সবশেষে ল্যাপটপের জন্যে পাওয়ারফুল কিছু পাওয়ার ব্যাংক দেখে নিতে পারেন।
Leave a Reply