একজন স্মার্টফোন ব্যবহারকারী সত্যিকার অর্থে পাওয়ার ব্যাংকের গুরুত্ব অনুধাবন করতে পারে। তাই, কম দামে ভাল পাওয়ার ব্যাংক কেনার কথা সে ভাবতেই পারে। বাজারে নানা দামের পাওয়ার ব্যাংক পাওয়া যায়, রয়েছে বিভিন্ন কোম্পানী, বিভিন্ন ব্র্যান্ড। পাঠকদেরকে দাম, ব্র্যান্ড ও কোয়ালিটি অনুযায়ী ভাল একটি পাওয়ার ব্যাংক কিনতে সাহায্য করার জন্যেই আমার আজকের লেখা।
একসময় মোবাইল ফোন কেবল কথা বলা আর মেসেজ আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাই এতো বেশী চার্জের প্রয়োজন হতো না। কিন্তু আজকাল মোবাইল ফোন শুধু মাত্র আমাদের কথা বলার মধ্যে সীমাবদ্ধ নেই। গান শোনা, মুভি দেখা ও গেম খেলাসহ নানা রকম কাজে এটি ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেট ব্রাউজিংসহ আরো বহু কাজে মোবাইল ব্যবহার করা হয়। তাই চার্জ নিয়ে অনেক বেশী সচেতন থাকতে হয়।
স্মার্টফোনের বহুমুখী ব্যবহারের জন্যে পর্যাপ্ত চার্জের প্রয়োজন। কিন্তু সব সময় হাতের কাছে সাধারণত চার্জ দেয়ার ব্যবস্থা থাকে না। ফলে, মাঝে মধ্যেই ঝামেলায় পড়ে যেতে হয়। ঝামেলা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল পাওয়ার ব্যাংক ব্যবহার করা। পাওয়ার ব্যাংক কি আর কেন আপনার পাওয়ার ব্যাংক ব্যবহারের প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।
আশা করি, পাওয়ার ব্যাংকের প্রয়োজনীতা বুঝেছেন এবং আজই একটি কিনে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। কিনতে যাওয়ার আগে আসুন, দামে কম কিন্তু কোয়ালিটি ভাল এ রকম কিছু পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে নেই।
কম দামে ভাল পাওয়ার ব্যাংক
যে কোনও পণ্য ক্রয়ের আগে সেটার রিভিউ এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানা থাকা জরুরি, তা না হলে দেখা যাবে পুরো টাকা জলে গেছে। আপনার কষ্টের টাকা যাতে জলে না যায়, তাই প্রতিটি পাওয়ার ব্যাংক সম্পর্কে ভালভাবে জেনে নিয়ে তারপর কেনার সিদ্ধান্ত নিন। আশা করি, নিচে দেয়া শর্ট রিভিউগুলো আপনাকে পাওয়ার ব্যাংক কিনতে যথেষ্ট্য সাহায্য করবে।
১. REMAX RPL-2 E5
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 5000mAh
- কানেক্টিভটি:
- পোর্ট: USB
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: 5V/1A
- আউটপুট: 5V/1A
- দাম: ৫৫০ টাকা
কম দামের মধ্যে বেশ ভাল একটি পাওয়ার ব্যাংক। স্টাইলিশ এবং সহজে বহনযোগ্য পাওয়ার ব্যাংক। চার্জ হতে মাত্র ৪ ঘন্টা সময় নেয়। ওজন মাত্র ১৩০ গ্রাম অবশ্য এই ক্যাপাসিটির ক্ষেত্রে এরকম হওয়াটাই স্বাভাবিক।
২. Adata P5000
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 5000mAh
- কানেক্টিভটি: USB
- পোর্ট: ১টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: DC 5V/1.0A
- আউটপুট: DC 5V / 1.0A
- দাম: ৭০০ টাকা
মাত্র ১১৭ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটি ৬টি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যায়। পাওয়ার ব্যাংকের সাথে একটি বিল্ট ইন ফ্লাশ লাইট আছ। দামে কম হলেও এটাতে ওভার চার্জ, শর্ট সার্কিট, ওভার হিটিং সুরক্ষা আছে। তাই নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন।
৩. ADATA PV150
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 10000mAh
- কানেক্টিভটি: USB
- পোর্ট: ১টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: DC 5V/2A
- আউটপুট: DC 5V 2.1A
- দাম: ১,০০০ টাকা
কম দামের মধ্যে বেশ ভাল একটি পাওয়ার ব্যাংক। স্টাইলিশ লেদারের একদম প্রিমিয়াম লুক ফলে স্কেচ কিংবা দাগ লাগার কোন সম্ভাবনা নেই। পাওয়ার ব্যাংকটিতে ৬ স্তরের নিরাপত্তা রয়েছে যথা ওভার হিটিং, ওভার চার্জ, শর্ট সার্কিট, ওভার-ভোল্টেজ, ওভার ডিসচার্জ ইত্যাদি। তাই কম বাজেটের মধ্যে ভাল পাওয়ার ব্যাংকের প্রয়োজন হলে এটা দেখতে পারেন।
৪. Rapoo P160
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 10000mAh
- কানেক্টিভটি:
- পোর্ট: ২টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: 2.1A
- আউটপুট: 1 x 2.1A
- দাম: ১,১০০ টাকা
দ্রুত চার্জিং সুবিধা সহ দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহারের সুবিধা পাবেন এই পাওয়ার ব্যাংকে। এটা দিয়ে আইফোন, আইপড সহ সব ধরণের স্মার্টফোন চার্জ দিতে পারবেন। এলইডি ইনডিকেটর আছে ফলে চার্জের পরিমাণও খুব সহজে বুঝতে পারবেন।
৫. Xiaomi Mi 2
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 10000 mAh
- কানেক্টিভটি: USB Type-C
- পোর্ট: ১টি
- ওয়ারেন্টি: বছর
- ইনপুট: 5.0V2.0A, 9V/12V18W
- আউটপুট: 5.0V2.0A, 9V/12V18W
- দাম: ১,৩০০ টাকা
শাওমি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ব্রান্ড। ব্রান্ডের পাশাপাশি শাওমির এই পাওয়ার ব্যাংকটিও বেশ জনপ্রিয়। দ্রুত চার্জ, অ্যালুমিনিয়াম বডির অসাধারণ ডিজাইনের এই পাওয়ার ব্যাংকের প্রেমে যেকেউ পরে যাবে।
৬. ADATA P10050
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 10050mAh
- কানেক্টিভটি: USB
- পোর্ট: ২টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: DC 5V/2.0A
- আউটপুট: DC 5V / 2.4A max
- দাম: ১,৩০০ টাকা
পাওয়ার ব্যাংকটি ৬টি ভিন্ন কালারে পাওয়া যায়। সাইজের দিক দিয়েও বেশ ছোট। এর সাথে আছে একটি ফ্লাশ লাইট। ওজন মাত্র ২২০ গ্রাম ফলে অনায়াসে যেকোন জায়গায় নিয়ে যাওয়া যাবে।
৭. REMAX RPP-65
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 10000mAh
- কানেক্টিভটি: USB
- পোর্ট: ১টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: 5V/2.0A
- আউটপুট: 5V/2.0A
- দাম: ১,৪০০ টাকা
২৫৬ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকে আছে ৫টি এলইডি লাইট ইনডিকেটর। চার্জিং রিসাইকেল প্রায় ৫০০ ফলে অনায়াসে আপনি কয়েক বছর ফুল পারফরমেন্সে ব্যবহার করতে পারবেন।
৮. ADATA P12500D
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 12500mAh
- কানেক্টিভটি: USB
- পোর্ট: ২টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: DC 5V/2A
- আউটপুট: Output DC 5V/2.1A max
- দাম: ১,৫০০ টাকা
লিথিনিয়াম আইওন ব্যাটারির এই পাওয়ার ব্যাংকের ওজন মাত্র ২৯৫ গ্রাম। আপনি ৪টি মোবাইল ও ১টি ট্যাব চার্জ করতে পারবেন। পাওয়ার ব্যাংকের সাথে আছে ডিজিটাল স্ক্রিন ফলে কি পরিমাণ চার্জ আছে এটা নিয়ে ঝামেলায় পরতে হবে না। এটাতে শর্ট সার্কিট ও ওভার চার্জিং সুরক্ষার ব্যবস্থা আছে।
৯. REMAX RPP-37
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 10000mAh
- কানেক্টিভটি: Micro USB, Dual USB, USB Type-C
- পোর্ট: ২টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: DC5V-2.0A (USB), DC5V-3.0A (Type – C),
- আউটপুট: DC5V-2.0A (USB), DC5V-3.0A (Type – C)
- দাম: ১,৫০০ টাকা
০.২৩৫০ কেজি ওজনের এই পাওয়ার ব্যাংকটি আপনি পাবেন খুব ভাল চার্জিং পারফরমেন্স। লি-পলিমারের ব্যাটারির পাশাপাশি থাকছে ইউএসবি টাইপ সি এর পোর্ট ফলে চার্জের কোন ঝামেলা থাকবে না। এছাড়া এর সাথে থাকবে এলসিডি ডিসপ্লে।
১০. Rapoo P500C
এক নজরে ফিচার সমূহ:
- ক্যাপাসিটি: 10400mAh
- কানেক্টিভটি: USB
- পোর্ট: ২টি
- ওয়ারেন্টি: ১ বছর
- ইনপুট: DC5V/2.1A
- আউটপুট: DC5V/1A এবং DC5V/2.1A
- দাম: ১,৫০০ টাকা
Rapoo এর অসাধারণ এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। মাত্র ৮ ঘন্টায় আপনি ফুল চার্জ দিতে পারবেন। সাথে আছে ৪টি এলইডি লাইট ইনডিকেটর। এছাড়া এই পাওয়ার ব্যাংকের চার্জিং সাইকেল প্রায় ৫০০ অর্থ্যৎ গড়ে আপনি ৩ বছর পর্যন্ত পাওয়ার ব্যাংকের সঠিক পারফরমেন্স পাবেন।
শেষ কথা
এই ছিল আজকে আমাদের কম দামে ভাল পাওয়ার ব্যাংক এর তালিকা। এগুলোর সবই পাবেন ৫০০ টাকা থেকে ১৫০০ টাকার ভেতরে। এখন আপনার বাজেট অনুযায়ী বাছাই করে এ ১০টি পাওয়ার ব্যাংক থেকে যে কোনটি কিনে নেন। আর ল্যাপটপের জন্যে পাওয়ার ব্যাংক কেনার কথাও যদি ভেবে থাকেন, তবে পড়ে নিতে পারেন এই রিভিউটি যা আপনাকে সাহায্য করবে।
Md Shamim Hosen says
যারা কম দামে ভাল মানের পাওয়ার ব্যাংক কিনতে চান, তাদের জন্যে দারুণ উপকারী একটি লেখা যা পড়লে সহজেই সঠিক পাওয়ার ব্যাংক বাছাই করা যাবে। আশা করি, লেখাটি পড়ে পাঠকরা যখন পাওয়ার ব্যাংক কেনার সিদ্ধান্ত নেবে, তখন আর ঠকবে না এবং কম দামে নিশ্চয়ই ভাল পাওয়ার ব্যাংক পেয়ে যাবে, তাই লেখককে ধন্যবাদ।
ওমর ফারুক says
আপনাকেও ধন্যবাদ
Mithu says
আমি ADATA PV150, যার দাম ১,০০০ টাকা…. এটা নিতে চাই।
টি আই অন্তর says
আপনার প্রয়োজন আমাদেরকে জানানোর জন্যে ধন্যবাদ, মো: শামীম হোসেন। আপনার নিকটস্থ্য যে কোনও মোবাইল শপে গিয়ে এই পাওয়ার ব্যাংকটি কিনতে পারেন। অথবা, বাংলাদেশের সেরা ৫টি অনলাইন শপ এর যে কোনটি থেকে অর্ডার করতে পারেন, তারাই আপনার কাছে পৌঁছে দেবে।
শাহিন says
আমার লাগবে সার্কেট ২০১০০ amp
শাহিন পাটোয়ারী
জেলা রাজবাড়ী
সদর রাজবাড়ী
০১৩১১১৬৯০০০