ইউএসবি ফাস্ট চার্জারের প্রয়োজনীয়তা নতুন করে বলার কিছু নেই। যেহেতু স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা দিন দিন বৃদ্ধি করা হচ্ছে, ফলে এর চার্জ করার জন্যেও এখন ফাস্ট চার্জারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সাধারণ চার্জার দিয়ে চার্জ করতে গেলে দেখা যায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে যায়। আর যদি সেটা ইউএসবি ফাস্ট চার্জার হয়, তবে সেটা মাত্র কয়েক ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়।
যদিও স্মার্টফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার উপায় রয়েছে, তবু ফাস্ট চার্জারের বিকল্প নেই। তাই স্বাভাবিকভাবে ইউএসবি ফাস্ট চার্জার খুব জরুরি। মোবাইল ফোন এখন আর কল আর ম্যাসেজ আদান প্রদানের মাধ্যম নয়। মুভি, গেম খেলা থেকে শুরু করে ইন্টারনেট এবং স্যোশাল মিডিয়াসহ প্রায় সকল কাজে ব্যবহৃত হয় মোবাইল ফোন। ফলে মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ থাকাটা খুব জরুরি। আর সেই চার্জ যদি হয় কচ্ছপ গতিতে, তবে তো তা হয়ে উঠে মাত্রাতিরিক্ত বিরক্তিকর। তাই দরকার ফাস্ট চার্জার।
সেরা ৫টি ইউএসবি ফাস্ট চার্জার
আজকের এই লেখায় কম দামে সেরা ৫টি ইউএসবি ফাস্ট চার্জার নিয়ে আলোচনা করবো। যেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে পারবেন আপনার পছন্দের চার্জার। যাদের পাওয়ার ব্যাংক চার্জার রয়েছে, তারা তো অনেকটাই দু:শ্চিন্তামুক্ত। যখন তখন, যেখানে সেখানে স্মার্টফোন চার্জ করে নিতে পারেন।
১. USB Travel Power Adapter (5V, 2A)
- দাম: ২০০ টাকা
কম দামের মধ্যে যদি ইউএসবি ফাস্ট চার্জার খুঁজে থাকেন তবে এটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তবে এই চার্জারের সাথে আপনি কোন ক্যাবল পাবেন না। ক্যাবল আলাদা ক্রয় করে নিতে হবে। স্যামসাং এবং এই ধরণের সব ফোনেই এই চার্জার ব্যবহার করা যাবে।
এই চার্জারে আউটপুট ভোল্টেজ পাবেন ৫ এবং অ্যাম্পিয়ার পাবেন ২.০। যা দ্রুত চার্জ হতে সহায়তা করবে। ইনপুট ভোল্টেজ হিসাবে পাবেন ১০০ – ২৪০ ভোল্ট। এর মধ্যে ১টি ইউএসবি পোর্ট রয়েছে এবং ওজন ৪.৩ আউন্স।
২. REMAX RP-U29 2.1A 2-USB PORTS CHARGER FOR FAST CHARGING
- দাম: ৩৮৫ টাকা
রিমেক্স ব্রান্ডের এই চার্জারটি কম দামের মধ্যে ফাস্ট চার্জার হিসাবে যথেষ্ট ভাল। এই চার্জারের বিশেষ সুবিধা হল এর সাথে আপনি পাবেন ২টি ইউএসবি পোর্ট। যার ফলে আপনি একসাথে ২টি ফোন চার্জ দিতে পারবেন। সাথে পাবেন ১ মিটার লম্বা একটি মাইক্রো ইউএসবি ক্যাবল। মজার ব্যাপার হল এই চার্জারের সাথে ১ বছরের ওয়ারেন্টি পাবেন।
চার্জারটির ইনপুট ভোল্টেজ ১১০ – ২৪০ ভোল্ট। আউটপুট ৫ ভোল্ট এবং ৪.২ অ্যাম্পিয়ার। এই চার্জারের বিশেষত্ব হল এটা বজ্রপাত প্রতিরোধ এবং অভারলোড প্রটেক্ট করতে সক্ষম। কমদামের মধ্যে সবচেয়ে বেশী সুবিধা দিবে এই চার্জারটি।
৩. Original Xiaomi Fast Charger Qualcomm QC 3.0 Universal Travel Wall Charger
- দাম: ৮০০ টাকা
আপনি এই অরিজিনাল ফাস্ট চার্জারটির সাহায্যে ২টি স্মার্টফোন বা ট্যাবলেট বা অন্য কোনও ইউএসবি ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন। কেননা এই কুইক চার্জারটিতে ২টি ইউএসবি পোর্ট রয়েছে। এই শাওমি ফাস্ট চার্জারটিতে রয়েছে কোয়ালকম কুইক চার্জ ৩.০ প্রযুক্তি। এই ফাস্ট চার্জারটি আপনার ডিভাইসটিকে ওভারলোড, শর্ট সার্কিট, ওভার কারেন্ট ইত্যাদি থেকে সুরক্ষা দিবে। ফলে ট্রাভেল চার্জার হিসাবে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
চার্জারটির ইনপুট ভোল্টেজ ১০০ – ২৪০ ভোল্ট। যদি শুধু একটি পোর্ট ব্যবহার করেন তবে এর আউটপুট ভোল্টেজ পাবেন (5V, 3A) / (9V, 2A) / (12V, 1.5A) এবং ডুয়েল পোর্ট ব্যবহার করলে পাবেন ৩.৬ অ্যাম্পিয়ার সর্বোচ্চ ১৮ ওয়াট পর্যন্ত পাবেন। এই চার্জারের মজার ব্যাপার হল এটা আপনার ফোনকে দ্রুত চার্জ করবে তবে এর দ্বারা আপনার ব্যাটারির ক্ষমতা একটুও হ্রাস পাবেন না।
৪. Baseus Curve Dual USB Fast Charger
- দাম: ৯৫০ টাকা
এই ফাস্ট চার্জারটিতে রয়েছে কোয়ালকম কুইক চার্জ ২.০ প্রযুক্তি। বর্তমান সময়ে কুইক চার্জ হিসাবে ২.০ এবং ৩.০ বেশ জনপ্রিয় প্রযুক্তি। অ্যাপল থেকে শুরু করে সব ধরণের স্মার্টফোন, ট্যাব চার্জ করতে পারবেন এই চার্জার দিয়ে।
তবে আপনার জন্য দু:খের সংবাদ হল এর ইউএসবি চার্জিং পোর্ট মাত্র ১টি। তাই আপনি একবারে কেবল একটি ডিভাইস চার্জ করতে পারবেন। চার্জারটির ইনপুট ভোল্টেজ ১০০ – ২৪০ ভোল্ট। তবে এর আউটপুট ভোল্টেজ পাবেন ৫ ভোল্ট এবং ২.৪ অ্যাম্পিয়ার।
৫. Baseus Fast Charging Travel Adapter For Smartphone
- দাম: ৯৫০ টাকা
দাম কিছুটা বেশী হলেও ফাস্ট এবং ট্রাভেল চার্জার হিসাবে সেরা মানের একটি চার্জার। এই চার্জারের মধ্যে রয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে যার মাধ্যমে আপনি ভোল্টেজের উঠা – নামা দেখতে পারবেন।
এর মধ্যে রয়েছে ৩টি ইউএসবি পোর্ট ফলে এক সাথে ৩টি ডিভাইস চার্জ দিতে পারবেন। এটা প্রায় ৩.৪ অ্যাম্পিয়ার গতিতে চার্জ করতে সক্ষম। আর দ্রুত চার্জ করার জন্য এই চার্জারটিতে অত্যধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ফলে দ্রুত চার্জ করা নিয়ে আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না।
ইউএসবি ফাস্ট চার্জার নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। ফাস্ট চার্জিংয়ের জন্য যেহেতু চার্জার কিনবেন, তাই চেষ্টা করবেন তুলনামূলক ভাল চার্জার নেয়ার জন্য। কেননা খারাপ চার্জার আপনার চার্জিং গতি যেমন কমিয়ে দিবে, তেমনি আপনার ফোনের আয়ুও হ্রাস করে দিবে। আর স্মার্টফোনের ব্যাটারি চার্জ করার সময় যে ১০টি কাজ কখনোই করা উচিৎ নয় সেগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন।
bestblog says
যে ফাস্ট চার্জারগুলোর রিভিউ দিয়েছেন, সেগুলো আসলেই ভাল। কিন্তু, আমার একটি প্রশ্ন আছে আর তা হলো- ফাস্ট চার্জারে চার্জ দিলে মোবাইল গরম হয় কেন?