বাড়িতে, গাড়িতে কিংবা বাহিরে পোর্টেবল ব্লুটুথ স্পিকার গুলো আমাদের গান কিংবা অডিও শোনার অভিজ্ঞতাকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছে। ব্লুটুথ স্পিকারগুলা আকারের দিক দিয়ে ছোট হলেও সাউন্ডের দিক দিয়ে এক ধাপ এগিয়ে। কম দামে ব্লুটুথ স্পিকার মানে কিন্তু কম কোয়ালিটি নয়। বরং, কম দামের পাশাপাশি এগুলোর রয়েছে হাই-কোয়ালিটি।
কম দামে ভাল স্মার্টফোন যারা কিনেছেন, তাদের অনেকেরই স্পিকারের প্রয়োজন। যারা একটু বেশি দামের ফোন ব্যবহার করেন তাদেরও প্রয়োজন। মোট কথা, যারা ফোন ব্যবহার করেন, তাদের অনেকেই ব্লুটুথ স্পিকারের প্রয়োজনীয়তা বোধ করেন। কারণ, ব্লুটুথ স্পিকার তাদের গান শোনার মজাটাকে বাড়িয়ে তোলে কয়েকগুণ। কিন্তু অনেকেই দামের কথা ভেবে আর কিনতে চান না, তাদের জন্যেই কম দামের স্পিকারের এই তালিকা।
কম দামে ব্লুটুথ স্পিকার
যারা কম দামের মধ্যে সবচাইতে ভালো মানের ব্লুটুথ স্পিকারের খোঁজ করছেন, তাদের জন্য আজকে আমি বর্তমান সময়ে জনপ্রিয় ৫টি ব্লুটুথ স্পিকার নিয়ে হাজির হলাম । এই লেখায় আমি চেষ্টা করেছি প্রতিটি ব্লুটুথ স্পিকার এর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করার। যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের ব্লুটুথ স্পিকারটি নির্বাচন করতে পারেন । আর যারা স্পিকারের পাশাপাশি রাউটার খুঁজছেন, তারা কম দামে ১০টি ভাল রাউটারের লিস্টটা দেখে নিতে পারেন।
১. Original Xiaomi Mi Mini Bluetooth Speaker 2
স্পেসিফিকেশন
- ব্রান্ড: Xiaomi
- ব্যাটারি আয়ু: ৬ ঘন্টা
- দাম: ৯০০ টাকা
ব্লুটুথ স্পিকারের জগতে নতুন মাত্রা যোগ করেছে শাওমি। কম দামে আপনি পাচ্ছেন প্রিমিয়াম ডিজাইনের ব্লুটুথ স্পিকার, পাশাপাশি সর্বোচ্চ মানের পারফরম্যান্স।
ব্লুটুথ স্পিকারটিতে ৪.২ ব্লুটুথ সংস্করণ ফলে এটা প্রায় ১০ মিটার পর্যন্ত সংযোগ প্রদান করতে সক্ষম। স্পিকারের অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২০০ হার্জ থেকে ১৮ কিলোহার্টজ পর্যন্ত এবং এর ব্যাটারি ক্ষমতা 480mAh। ব্যাটারিটি মাইক্রো-ইউএসবি পোর্ট দ্বারা চার্জ করা যায় তবে শাওমির সাথে আপনি এই ইউএসবি চার্জিং ক্যাবলটি পাবেন না। ৮০% সাউন্ডে আপনি টানা ৬ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। লাউড স্পিকার দিয়ে আপনি কথা শোনার পাশাপাশি এর বিল্ট-ইন মাইক্রোফোন ব্যবহার করে কথাও বলতে পারবেন।
২. Bluetooth Speaker With 3D Sound System (S815)
স্পেসিফিকেশন
- ব্রান্ড: SoundLink
- ব্যাটারি আয়ু: ৫-৮ঘন্টা
- দাম: ১৪০০ টাকা
আশা করি আর নাম দেখেই বুঝতে পারছেন এই ব্লুটুথ স্পিকারটি আপনাকে থ্রিডি সাউন্ড সিস্টেমের অনুভূতি দিবে। এই স্পিকারটিতে আপনি এফএম রেডিওর সুবিধা পাবেন এবং মেমোরি কার্ড ব্যবহার করে অডিও গান শুনতে পারবেন। এছাড়া স্পিকারটি আপনি কম্পিউটার, মোবাইল ফোন সহ ব্লুটুথ কালেক্টেড যেকোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন। 1200mAh ব্যাটারি ক্ষমতার এই স্পিকারটি চার্জ হতে সময় নেয় ৩ থেকে ৪ ঘণ্টা এবং একবার চার্জ দেওয়ার পর আপনি এটা টানা ৫ থেকে ৮ ঘন্টা মত ব্যবহার করতে পারবেন। আর এর ব্লুটুথ দূরত্ব প্রায় ১০ মিটার।
৩. Wireless Bluetooth Speaker With Mic By Awei (Y200)
স্পেসিফিকেশন
- ব্রান্ড: Awei
- ব্যাটারি আয়ু: ৪-৮ঘন্টা
- দাম: ১৭০০ টাকা
অসাধারণ ডিজাইনের এই ব্লুটুথ স্পিকারটি লাল, হলুদ এবং সাদা এই তিনটি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাবে। স্পিকারের অনন্য একটি বৈশিষ্ট্য হলো এর সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা বাটন রয়েছে। এই স্পিকারটি তো আপনি মেমোরি কার্ড ব্যবহার করে অডিও শুনতে পারবেন। 2500mAh এর ব্যাটারিতে আপনি মাত্র ১ থেকে ২ ঘন্টা চার্জ দিয়ে টানা প্রায় ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
৪. ASTRUM BT-019n
স্পেসিফিকেশন
- ব্রান্ড: ASTRUM
- ব্যাটারি আয়ু: ৭-১০ ঘন্টা
- ওয়ারেন্টি: ১ বছর
- দাম: ২০০০ টাকা
Astrum বর্তমান বাজারে নতুন হলেও খুব দ্রুত তারা বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে। অ্যালুমিনিয়াম বডি, আকর্ষণীয় ডিজাইনের কালো এবং সিলভার ২টি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যায় এই ব্লুটুথ স্পিকারটি। ডিজাইন এর পাশাপাশি এর সাউন্ড কোয়ালিটি ও বেশ মান সম্মত । 1000mAh এর ব্যাটারিতে আপনি মাত্র ৪ থেকে ৫ ঘন্টা চার্জ দিয়ে টানা প্রায় ৭ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ব্লুটুথ স্পিকারের সাথে আপনি পাচ্ছেন ১ বছরের ওয়ারেন্টি।
৫. Astrum Speaker Bluetooth 3.0 NFC MIC
স্পেসিফিকেশন
- ব্রান্ড: Astrum
- ব্যাটারি আয়ু: ৭-১০ ঘন্টা
- ওয়ারেন্টি: ১ বছর
- দাম: ২৫৭০ টাকা
আপনি যদি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সাথে সর্বোচ্চ মানের পারফরম্যান্স খুঁজে থাকেন তবে এই ব্লুটুথ স্পিকার টি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। মোবাইল এবং কম্পিউটারের পাশাপাশি মেমোরি কার্ড ব্যবহার করে অনায়াসে আপনি যে কোন অডিও শুনতে পারবেন। সাউন্ড এর দিক থেকে এটা অন্যান্য ব্লুটুথ স্পিকার এর থেকে আলাদা। এটা আপনাকে অধিক সাউন্ডের সাথে ন্যাচারাল সাউন্ড প্রদান করতে সক্ষম হবে। 1300mAh এর ব্যাটারিতে আপনি মাত্র ৫ থেকে ৭ ঘন্টা চার্জ দিয়ে টানা প্রায় ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ব্লুটুথ স্পিকারের সাথে আপনি পাচ্ছেন ১ বছরের ওয়ারেন্টি।
শেষ কথা
যেকোনো ব্লুটুথ স্পিকার পছন্দ এবং কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার কোন ধরনের ব্লুটুথ স্পিকারটি প্রয়োজন। আর তাই উপরে উল্লেখিত ব্লুটুথ স্পিকার টি পছন্দ করার ক্ষেত্রে আপনি এর ফিচারগুলোতে এক নজর চোখ বুলিয়ে নিবেন।
MyPieTech says
কম দামে সেরা কিছু ব্লুটুথ স্পিকার সম্পর্কে জেনে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ ইলেকট্রোনিক্স পণ্য ক্রেতাদের জন্য এ-রকম একটি উপকারী পোস্টের জন্যে।