কম দামে ওয়াশিং মেশিন খুঁজে থাকেন অনেকেই। কারণ, বেশি দামের ওয়াশিং মেশিন কেনার সামর্থ থাকে না সবার। তাই, বাজেটের মধ্যে ভাল মানের ওয়াশিং মেশিন পেলে তো ভালই হয়। হুম, ১০ হাজার থেকে ২০ হাজারের মধ্যে ১০টি ভাল মানের ওয়াশিং মেশিনের সন্ধ্যান নিয়েই হৈচৈ বাংলার আজকের রিভিউ পোস্ট।
আজকাল অনেকেই আর হাতে জামা-কাপড় ধুতে চায় না। কারণ, এটি অনেক কষ্টসাধ্য। বালতি, বল কিংবা ড্রামে ডিটারজেন্ট পাউডার গোলানো, কিকিছুক্ষণ ভিজিয়ে রাখা, এরপর ঘষে ঘষে পরিস্কার করা, তারপর চিবিয়ে পানি ঝরানো এবং সবশেষে রোদে শুকানো, এক বিশাল ঝক্কির ব্যাপার।
যাদের কাজের বুয়া আছে, তারা হয়তো এই কষ্ট থেকে কিছুটা নিস্তার পাচ্ছেন। কিন্তু যাদের বুয়া নেই, তাদেরকে জামা-কাপড় পরিস্কার করার পেছনে অনেক কষ্ট করতে হয়, যথেষ্ট্য সময়ও ব্যয় করতে হয়। ওয়াশিং মেশিন এই কষ্ট থেকে অনেককেই মুক্তি দিয়েছে।
ওয়াশিং মেশিন কত প্রকার ও কি কি সেটা আমরা প্রায় সকলেই জানি। কাজেই, কোন ধরণের ওয়াশিং মেশিন আমার জন্যে বেশি ভাল হবে সেটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বাজেটের মধ্যে ভাল ওয়াশিং মেশিন পাওয়া খুব একটা সহজ নয়। যার ফলে, যারা এখনো এই ইলেকট্রোনিক ডিভাইসটির উপকারিতা উপভোগ করেননি, তাদের জন্যেই নিয়ে এলাম ১০ থেকে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে ভাল মানের ওয়াশিং মেশিনের খোঁজ-খবর।
Washing Machine Singer 8 KG Top Loading
- মূল্য: ১১৪৯০
- নেট ক্যাপাসিটি: ৮ কেজি
ইলেকট্রোনিক্স কোম্পানী হিসেবে সিঙ্গার এর ওপর আমাদের দেশের মানুষের আস্থা আছে বহু আগে থেকেই। কারণ, বাজেটের মধ্যে ভাল মানের ইলেকট্রোনিক পণ্য সরবরাহ করে কোম্পানীটি মানুষের নজর কেড়েছে। তাদের বিভিন্ন পণ্যের মধ্যে ওয়াশিং মেশিনও রয়েছে আর সেগুলোর মধ্যে একেবারে বাজেট প্রাইসে পাচ্ছেন এই ওয়ান্ডারফুল এই ওয়াশিং মেশিনটি।
এক নজরে Washing Machine Singer 8 KG Top Loading-
- সেমি অটো
- অ্যানার্জি সেভিং
- ইউজার ফ্রেন্ডলি
- অ্যাফোর্ডেবল ডাবল টাব
- ফ্লোরাল গ্লাস ডোর
- ২ বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি
- ৫ বছরের মোটর ওয়ারেন্টি
Transtec Twin Tub Washing Machine – TWM-T7002
- মূল্য: ১১৫০০
- নেট ক্যাপাসিটি: ৭ কেজি
- ওয়াশ পাওয়ার: ৩৮০ ওয়াট
শতভাগ ভার্জিন মেটেরিয়ালস্ দিয়ে তৈরি ট্রান্সটেকের এই টুইন টাব ওয়াশিং মেশিনটি হতে পারে আপনার বাজেটের মধ্যে উত্তম পছন্দ। ট্রান্সটেক কোম্পানীর এই ওয়াশিং মেশিনটির এজিটেটর সিস্টেম এমন একটি শক্তিশালী স্পিনিং গতি তৈরি করে যা আপনার কাপড়কে জঞ্জালে পরিণত হতে দেয় না।
এক নজরে Transtec Twin Tub Washing Machine-
- অটোমেটিক সুইচ অফ সিস্টেম
- ওভার হিট প্রটেকটেড সিস্টেম
- ওয়াশিং নয়েজ নাই বললেই চলে
- ABS অর্থাৎ Acrylonitrile butadiene styrene প্লাস্টিক দিয়ে তৈরি বডি
Midea Washing Machine 10 Kg MTE100 P1101Q
- মূল্য: ১৩০০০
- নেট ক্যাপাসিটি: ১০ কেজি
আপনি যদি টাকা এবং শক্তি দুটোই বাঁচাতে চান, তবে হাই ক্যাপাসিটির এই টুইন টাব ওয়াশিং মেশিনটি কিনতে পারেন। এই মেশিনটিতে রয়েছে হোস্ট অব ফাংশনস্ যা আপনাকে সব ধরণের জামা কাপড় পরিস্কার করতে সাহায্য করবে। আর ড্রাইং সিস্টেমে রয়েছে এসআইআর ফাংশন যা কম সময়ে এবং কার্য্যকরভাবে কাপড় চোপড় শুকাতে সক্ষম।
এক নজরে Midea Washing Machine 10 Kg MTE100 P1101Q-
- এয়ার ড্রাই সিরিজ
- স্পিন এয়ার ড্রাই ফাংশন সম্বলিত
- ওয়াটার লেভেল অ্যাডজাস্টমেন্ট সুবিধা
- ম্যাজিক ফিল্টারিং সিস্টেম
- টুইন টাব সেমি অটোমেটিক সিস্টেম
- ট্রান্সফারেন্ট লিড সুবিধা
Conion Washing Machine BEX 1000TTXP Alpha
- মূল্য: ১৪৯০০
- নেট ক্যাপাসিটি: ১০ কেজি
- স্ট্যান্ডার্ড পাওয়ার: ২২০ থেকে ২৪০ বোল্ট
আপনার নিয়মিত কাপড় ধোয়ার প্রক্রিয়াটাকেই বদলে দেবে Conion Washing Machine BEX 1000TTXP Alpha নামের এই ওয়াশিং মেশিনটি। এটি সুপার ওয়াশ টেকনোলোজিতে তৈরি যা আপনাকে যাদুর মতো জামা কাপড় ধোয়ার অভিজ্ঞতা দেবে।
এক নজরে Conion Washing Machine BEX 1000TTXP Alpha-
- একের ভেতর ৩টি সেফটি সিস্টেম
- অ্যানার্জি সেভিং সিস্টেম
- আলট্রা ডিউরেবল টাব
- থ্রিডি আকুয়া ওয়াশ
Walton Washing Machine WWM – TTP60
- মূল্য: ১৬৫০০
- নেট ক্যাপাসিটি: ৬ কেজি
- ওয়াশ পাওয়ার: ৩০০ ওয়াট
- স্পিন পাওয়ার: ৩৬০ ওয়াট
দেশীয় ইলেকট্রোনিক্স কোম্পানী ওয়ালটন এর ওয়াশিং মেশিনগুলো বেশ ভাল মানের বলে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এগুলোর মাঝে কম দামে ভাল ওয়াশিং মেশিন হিসেবে WWM – TTP60 হতে পারে আপনার জন্যে দারুণ চয়েস। ওয়ালটনের এই ওয়াশিং মেশিনটির সবচেয়ে বড় সুবিধা হল বাংলা ভাষায় কন্ট্রোল প্যানেল যা কাজের বুয়া কিংবা কম শিক্ষিত লোকের ব্যবহারের সহজতা।
এক নজরে Walton Washing Machine WWM – TTP60-
- ইকোনোমিক্যাল কুইক ওয়াশ সিস্টেম
- অটোমেটিক পাওয়ার অফ সুবিধা
- অটোমেটিক ওয়াশিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্সড্ ফিউজি কন্ট্রোলিং সুবিধা
- রাশ ফ্রি ইন্টেলিজেন্ট ড্রাম
- ওয়াটার প্রুপ ও র্যাট প্রুপ
- ইফেক্টিভ লিন্ট ফিল্টার
- অ্যাডভান্সড্ থ্রিডি মোশন
- অ্যালার্ম সিস্টেম ও অ্যারোর মেসেজ ইন্ডিকেশন সিস্টেম
Sharp Semi Auto Washing Machine ES-T85X-WN
- মূল্য: ১৮৯০০
- নেট ক্যাপাসিটি: ৮ কেজি
শার্প ব্র্যান্ডের এই সেমি অটো ওয়াশিং মেশিনটি স্টেট অব দ্যা আর্ট জাপানিজ টেকনোলোজির সাহায্যে তৈরি। সুতরাং, বুজতেই পারছেন এর কোয়ালিটি নিয়ে কোনও কম্প্রোমাইজ থাকার কথা নয়। সত্যিকার অর্থেই এটি হাই কোয়ালিটি, পাওয়ারফুল এবং অ্যাফোর্ডেবল। শার্পের এই মেশিনটি আপনাকে কাপড়ের কোয়ালিটি বিনষ্ট ছাড়াই সবচেয়ে ভাল মানের ওয়াশিং এর নিশ্চয়তা দিচ্ছে।
এক নজরে Sharp Semi Auto Washing Machine ES-T85X-WN-
- ম্যাক্সিমাম ওয়াটার সেভিং
- সাইক্লোনিক ওয়াটার স্পিন
- পাওয়ারফুল
- হাই পালস্ অ্যান্টি-ব্যাকটেরিয়াল পালসেটর
- ডিউরেবল ফাইভার রেসিন বডি
Whirlpool Washing Machine 30173 (Ace XL 9.5 Coral Red)
- মূল্য: ২০,০০০
- নেট ক্যাপাসিটি: ৯.৫ কেজি
Whirlpool কোম্পানীর এই টপ লোডিং ওয়াশিং মেশিনটি ক্লিন চ্যাপ্টারে নতুন মাত্রা যোগ করেছে। সুপার ক্যাপাসিটির এই মেশিনটি আধুনিক বেল্ট টেকনোলোজিতে নির্মিত। এটি একদিকে যেমন বিদ্যুৎ খরচ করে কম, অন্যদিকে পানি ও ডিটারজেন্টও খরচ করে অত্যন্ত কম মাত্রায়।
এক নজরে Whirlpool Washing Machine 30173-
- থ্রিডি স্কার্ব টেকনোলোজি
- থ্রিডি লাইন প্রিন্টার
- থ্রিডি টার্বো ইম্পেলার
- কোরাল রেড কালার
- ১৪০০ আরপিএম স্পিন মনিটর
- ওয়াটার প্রুপ ও শক প্রুপ কন্ট্রোল প্যানেল
আশা করি, উপরোক্ত কম দামে ওয়াশিং মেশিন লিস্ট থেকে আপনি ইতিমধ্যেই আপনার বাজেট অনুযায়ী একটি পছন্দ করে নিয়েছেন। যদি কমেন্ট করে আমাদের পাঠকদের জানান যে আপনি কোন ওয়াশিং মেশিনটি পছন্দ করেছেন, তবে আমাদের পাঠকরা উপকৃত হবে এবং তাদের মতামত জানাবে।
নোট: ওয়াশিং মেশিনগুলোর দাম অনলাইন থেকে দেখে নেয়া। বাজারের উঠা নামা অনুযায়ী দামের তারতম্য ঘটতে পারে।
Tamim says
কম দামে যারা ভাল মানের ওয়াশিং মেশিন কিনতে চান, তাদের জন্যে বেশ ভাল খবর। আশা করি, যাদের ওয়াশিং মেশিনের দাম ও ফিচার সম্পর্কে ভাল ধারণা নেই, তাদের অনেকেরই উপকারে আসবে এই লেখাটি।
টি আই অন্তর says
কমেন্ট করার জন্যে ধন্যবাদ, তামিম সাহেব। তবে, শুধু মাত্র “ভাল খবর” এই দু’টি শব্দ দিয়ে কমেন্ট করাটা নন-প্রপেশনাল। ডাবল কোট দিয়ে এই দু’টি শব্দ গুগলে সার্চ করে দেখুন, ৬৩ হাজার ৪০০ রেজাল্ট পাবেন। বুঝতেই পারছেন, কতটা ডুপ্লিকেট এবং স্প্যামি একটা কমেন্ট করেছেন আপনি! তাও মানা যেত যদি আপনি এসইও পারপাসে কমেন্ট না করে একজন সাধারণ পাঠক হিসেবে কমেন্ট করতেন। আপনি যখন ব্যাকলিংক চাইছেন, তখন আপনার কমেন্টটা অবশ্যই কমপক্ষে ২/৩ লাইনে থাকা, যুক্তিসঙ্গত হওয়া, টপিকের সঙ্গে সম্পর্কিত হওয়া বাঞ্চনীয়। যাইহোক, আপনার ব্যাকলিংকটি মুছে দেয়া হয়েছে এবং বুঝতেই পারছেন আপনার কমেন্টও পরিবর্তণ করে দেয়া হয়েছে। যদি সত্যিকার অর্থেই ব্যাংকলিংক পেতে চান, তবে উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে অন্য কোন লেখায় আবার কমেন্ট করুন, ব্যাংকলিংক দেয়া হবে।
মোহাম্মদ ফখরুল says
আপনাদের এই ওয়াশিং মেশিনের কোন শোরুম কি কুমিল্লা তে আছে? থাকলে জানাবেন।
মোঃ আমিনুল হক says
ফন্ট ওয়াশিং কত দামের পাওয়া যায়?
জেসিকা জেসমিন says
হ্যালো আমিনুল হক, আমার লেখাটি পড়ার জন্যে ধন্যবাদ। এ লেখার মাঝেই কয়েকটি ফ্রন্ট ওয়াশিং মেশিন রয়েছে যেগুলোর সাথে দামও দেয়া হয়েছে। দয়া করে, আরেকবার দেখে নেবেন!