বিভিন্ন কারণে ডেক্সটপ বা ল্যাপটপ ধীরগতির হয়ে যায়। এমন অনেক কাজ আছে যা কম্পিউটারের গতিকে ধীর করে দেয়। সেইসব কাজ থেকে বিরত থাকাই ভালো।
কম্পিউটার বা ল্যাপটপের গতি বাড়াতে
- কখনো Theme ইনস্টল করবেন না। অনেকেই বিভিন্ন কার্টুনের থিম ইনস্টল দেয় সৌন্দর্যের জন্য। কিন্তু সেই থিমই আপনার ডেক্সটপ বা ল্যাপটপ ধীরগতির করে দেয়।
- অ্যানিমেটেড ওয়ালপেপার বা ভয়েস ক্লক ইনস্টল দেওয়া উচিত না, এগুলাও গতিকে ধীর করে দেয়।
- আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো শুধুমাত্র ইনস্টল দিবেন। যে-সব সফটওয়্যার আপনার কাজে লাগে না, অযথা সেই সফটওয়্যারগুলো ইনস্টল দিবেন না।
- স্ক্রিনে বেশি আইকন বা ফাইল না রাখাই ভালো। এই কারণেও স্লো হতে পারে আপনার ডেক্সটপ বা ল্যাপটপটি।
- Recycle bin ফাঁকা রাখার চেষ্টা করবেন। যখন কিছু ডিলেট করবেন তখন প্রথমেই Recycle bin এ জমা হয়। সুতরাং, Recycle bin সব সময় Empty রাখুন।
- Start থেকে Run এ যেয়ে temp, %temp%, prefetch আলাদাভাবে লিখে ok করতে হবে। ফোল্ডার ওপেন হলে যে-সব ফাইল আসবে সব delete দিতে হবে। কোনো ফাইল না ডিলিট হলে সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিতে হবে।
- কাজের ফাঁকে Run এ যেয়ে tree লিখে ok করতে হবে। এতে র্যামের কর্মক্ষমতা বাড়বে।
- Start থেকে Run এ যেয়ে msconfig লিখে ok করতে হবে। তারপর ডানপাশের service এ ক্লিক করতে হবে। যে প্রোগ্রামগুলো সব সময় ব্যবহারের প্রয়োজন পড়েনা, সে প্রোগ্রামগুলোর বা পাশ থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে। এবারে, startup এ ক্লিক করে বা পাশের সব টিক চিহ্ন তুলে দিয়ে ok করতে হবে। Restart চাইলে Restart দিতে হবে।
- My Computer এর উপর মাউস রেখে ডান বাটন ক্লিক করে Properties এ যেতে হবে। এরপর Advance Settings সিলেক্ট করে Performance এর নিচে Settings এ ক্লিক করতে হবে। তারপর Customes সিলেক্ট করে সবার নিচের বক্সটিতে টিক চিহ্ন রেখে বাকি সবগুলো টিক চিহ্ন তুলে দিয়ে ok করুন।
- হার্ডডিস্কে অন্তত ১৫-২০ শতাংশ জায়গা ফাঁকা রাখতে হবে।
- সপ্তাহে অন্তত একদিন হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করতে হবে। ডিফ্রাগমেন্ট করতে হলে Run থেকে dfrgui লিখে ok করতে হবে। তারপর একটি লিস্ট আসলে আপনি যে ড্রাইভটি ডিফ্রাগমেন্ট করবেন সেই ড্রাইভটি সিলেক্ট করে Analyse এ ক্লিক করতে হবে। Analyse সম্পন্ন হলে Optimise এ ক্লিক করতে হবে ডিফ্রাগমেন্টের জন্য। ডিফ্রাগমেন্ট হতে কিছুটা সময় নিতে পারে।
- উপরের সবকয়টি কাজ করার পরও আরো একটি কাজ আছে। আপনার ডেক্সটপ ব ল্যাপটপটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। প্রতিমাসে অন্তত একবার ধুলা-ময়লা পরিষ্কার করুন।
সর্বশেষে বলবো, যে কাজগুলো করতে বলা হয়েছে সবগুলোই করবেন। আশা করি ভালো ফলাফল পাবেন। পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। টিপসটি সবার কাছে পৌছে দিতে শেয়ার করুন।
আশিক আকঞ্জি says
কম্পিউটারের গতি বাড়ানোর জন্য খুব কাজের টিপস, লেখককে ধন্যবাদ।