কপিরাইট ফ্রি ভিডিও খোঁজ করে থাকলে এই লেখাটি আপনার জন্য। ইউটিউব, ফেসবুক কিংবা ভিডিও মার্কেটিং প্রায় সকল ক্ষেত্রে আজকাল ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রিমিয়াম ভিডিও পাওয়া যায়। কিন্তু সব সময় প্রিমিয়াম ভিডিও ক্রয় করে ব্যবহার করা বেশ ব্যয় সাপেক্ষ এবং কষ্টসাধ্য।
যদিও ইউটিউব থেকে যে কোন ভিডিও ডাউনলোড করা যায় এই অ্যাপগুলো দিয়ে, কিন্তু সেখানে কপিরাইট ইস্যু অত্যন্ত কড়া। যে কোন সময় ইউটিউব কপিরাইট স্ট্রাইক খেতে হতে পারে। তাই, ইউটিউব থেকে ভিডিও না নিয়ে এমন ওয়েবসাইট থেকে ভিডিও নেয়া নিরাপদ, যেগুলোতে কোনও কপিরাইট ইস্যু নেই।
অনেকে আবার ফেসবুক থেকে ভিডিও নেয়ার চিন্তা করতে পারেন। কেননা, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায় আছে। কিন্তু সেখানেও কপিরাইট ইস্যু রয়েছে। যার প্রোপাইল, পেজ বা গ্রুপ থেকে ভিডিও ডাউনলোড করবেন, সে যদি রিপোর্ট দেয়, তো আপনার অ্যাকাউন্ট হুমকির মুখে পড়তে পারে।
তবে, আপনাদের জন্য আনন্দের সংবাদ হলো, অনলাইনে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনারা ফ্রিতে অনেক ভাল মানের এইচডি এবং ফোরকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এসব ফ্রি ভিডিও ব্যবহার করলে ইউটিউব কিংবা ফেসবুক, কোথাও কপিরাইট স্ট্রাইক খেতে হবে না। কারণ, এসব ওয়েবসাইটের প্রায় সব ভিডিওই কপিরাইট ফ্রি অর্থাৎ যে কেউ ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।
কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোডের ওয়েবসাইট
১. PEXELS
বৈশিষ্ট্য:
- শক্তিশালী সার্চ সুবিধা।
- মোবাইল অ্যাপের সুবিধা।
- ব্রাউজার, অ্যাপ এবং ওর্য়াডপ্রেস প্লাগইন সুবিধা।
ব্রুনো জোসেফ, ইনগো জোসেফ এবং ড্যানিয়েল এই ৩ জন ব্যক্তির দ্বারা পরিচালিত হয় ওয়েবসাইটটি। ২০১৪ সালে ব্রুনো এবং ইনগো দুইজনে একসাথে Pixels ওয়েবসাইটটি তৈরি করেন এবং ড্যানিয়েল ২০১৫ সালে তাদের সাথে যোগ দেন।
মজার ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটে কপিরাইট ফ্রি ছবির পাশাপাশি দারুণ সব ভিডিও পাওয়া যায়। প্রত্যেকটি ভিডিও ক্যাটাগরি এবং ট্যাগ ভিত্তিক সাজানো তাই ভিডিও খুঁজে পেতে আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না।
২. PIXABAY
বৈশিষ্ট্য:
- এইচডি এবং ফোরকে ভিডিও ডাউনলোড সুবিধা।
- পছন্দমত বিভিন্ন রেজুলেশনের ভিডিও ডাউনলোড সুবিধা।
- শক্তিশালী সার্চ এবং ট্যাগ ভিত্তিক ভিডিও খোঁজার সুবিধা।
যারা ফ্রি ছবি ডাউনলোড করেন তার এই ওয়েবসাইটের সাথে খুব ভালভাবে পরিচিত। ফ্রি ছবি ডাউনলোডের সবচেয়ে সমৃদ্ধ এই ওয়েবসাইটে আপনি ভিডিও ডাউনলোড করার সুবিধাও পাবেন। এই সাইটে যথেষ্ট পরিমাণ ভিডিও আছে। সাইটের আকর্ষণীয় বিষয় হল পছন্দমত সাইজ অনুযায়ী ভিডিও ডাউনলোড করার সুবিধা। 640×360 থেকে শুরু করে 1920×1080 যেকোন সাইজে ডাউনলোড করতে পারবেন।
৩. VIDEVO
বৈশিষ্ট্য:
- স্টক ফুটেজ, মোশন গ্রাফিক্স, মিউজিক ও সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার সুবিধা।
- প্রতিদিন নতুন নতুন ভিডিও যোগ করা হয়।
- সার্চ, ক্যাটাগরি, ট্যাগ এবং নতুন ভিডিও খোঁজার সুবিধা।
ওয়েবসাইটের সবচেয় আকর্ষণীয় বিষয় হলে এখানে নিয়মিত নতুন নতুন ভিডিও যোগ করা হয়। এছাড়া এখানে স্টক ফুটেজের পাশাপাশি মোশন গ্রাফিক্সের ভিডিও ডাউনলোড করার সুবিধা পাবেন।
তবে একটা বিষয় জেনে রাখা উচিত এই সাইটের অনেক ভিডিও ব্যবহারের ক্ষেত্রে ক্রেডিট দিতে হয়। সাধারণত ভিডিও ডাউনলোডের সময় বিস্তারিত দেখতে পারবেন। রয়্যালটি ফ্রি লাইসেন্স, Videvo স্ট্যান্ডার্ড লাইসেন্সের ক্ষেত্রে ক্রেডিট দিতে হয় না। আর যদি All projects and media লেখা থাকে তবে আপনি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন হক সেটা ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক। Editorial Use Only থাকলে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন তবে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না।
৪. VIDEEZY
বৈশিষ্ট্য:
- ভিডিওর পাশাপাশি অ্যানিমেশন এবং আফটার ইফেক্ট টেম্পলেট পাওয়া যায়।
- এইচডি এবং ফোরকে রেজোল্যুশন এর পাশাপাশি ড্রোন ফুটেজও পাবেন।
- প্রফেশনাল ক্লিপ ডাউনলোড সুবিধা।
এই ওয়েবসাইটের সকল ভিডিও আপনি MP4 ফরমেটে পাবেন। স্টক ফুটেজের পাশাপাশি অ্যানিমেশন, ড্রোন ফুটেজ খুঁজে থাকলে এই ওয়েবসাইট আপনার জন্য জরুরি। ওয়েবসাইটে ফ্রি এবং প্রিমিয়াম উভয় ভিডিও পাওয়া যায়। প্রিমিয়াম ভিডিওর ক্ষেত্রে ক্রেডিট দিতে হয় না তবে ফ্রি ভিডিওর ক্ষেতে দিতে হয়। ফ্রি ভিডিও যদি ইউটিউবে ব্যবহার করেন তবে ডেসক্রিপশনে Videezy.com যোগ করলেই হবে। আর যদি ওয়েবসাইটে ব্যবহার করেন তবে <a href=”http://www.videezy.com/”>B Roll provided by Videezy.com</a> এই ভাবে দিতে হবে।
৫. COVERR
বৈশিষ্ট্য:
- খাবার, শহর, প্রকৃতি কিংবা ড্রোন সব ভিডিও ডাউনলোড সুবিধা।
- প্রতি সোমবার নতুন নতুন ভিডিও যোগ করা হয়।
- সার্চ, ক্যাটাগরি এবং ট্যাগ ভিত্তিক ভিডিও সার্চ করার সুবিধা।
প্রতি সোমবার নতুন নতুন ভিডিও যোগ করা হয় ফলে ভিডিও ভাণ্ডার বলা যায় ওয়েবসাইটকে। ওয়েবসাইটে অনেক বেশী ভিডিও পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হল ক্রেডিট কিংবা লাইসেন্স নিয়ে আপনাকে কোন ঝামেলা করতে হবে না।
শেষ কথা
এই ছিল আজকে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করার ৫টি সাইটের তালিকা। উপরে বেশ কিছু সাইটে ক্রেডিট দেয়ার ব্যাপারে বলা হয়েছে। তাই এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। সাধারণত এসব ক্রেডিট ভিডিও মেকারদের উৎসাহ প্রদান করে। তাই আপনি যেহেতু ফ্রিতে ভিডিও ব্যবহার করছেন তাই সামান্য এই ক্রেডিট দিয়ে উদার মানসিকতার পরিচয় দেয়া জরুরি।
আমি মো: কামরুল হাসান, ছালাম নিবেন। পর সমাচার এই যে, আমি আপনার সাহায্য চাই। কিভাবে ঘরে বসে কিভাবে আয় করা যায় তার একটি সমাধানের জন্যে আপনার কাছে বিনীত অনুরোধ রহিল।
কপিরাইট ফ্রি ভিডিও সম্পর্কিত লেখাটি পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ, মো: কামরুল হাসান। ঘরে বসে আয় করার বিভিন্ন মাধ্যম ও উপায় রয়েছে। ওয়েব ডিজাইন করে, গ্রাফিক্স ডিজাইন করে ঘরে বসে আয় করা যায়। আর্টিকেল লিখে, ডাটা এন্ট্রি করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, আরো নানা উপায়ে ঘরে বসে আয় করা যায়। আপনি কোন উপায়ে আয় করবেন সেটা আপনার উপরই নির্ভর করছে। আমাদের সাইটের আউট সোর্সিং বিভাগে এ বিষয়ে প্রচুর লেখা রয়েছে। লেখাগুলো পড়লে আপনি ঠিক করতে পারবেন, আপনার আসলে কোন উপায়ে ঘরে বসে আয় করার চেষ্টা করা উচিৎ।
আশা করি সৃষ্টিকর্তার দোয়ায় ভালো আছেন, পর সমাচার এই যে আমি কিভাবে ঘরে বসে আয় করতে চাই, দয়া করে সাহায্য বা পরামর্শ দিলে উপকৃত হতাম।
এই ওয়েবসাইট থেকে যেকোনো কনটেন্ট ইউজ করা যাবে? কপিরাইটমুক্ত কিনা এ বিষয়ে জানতে চেয়েছিলাম। একাধিক পোস্ট দেখলাম খুব ভালো লাগলো। এই ওয়েবসাইটের সফল ও সাফল্য কামনা করছি।
না, ইউজ করা যাবে না। করলে কপিরাইট আইনে মামলা খাবেন।
ভিডিও ডাউনলোডের জন্যে উপকারি ওয়েবসাইটগুলো সম্পর্কে জেনে খুব ভাল লাগলো। এগুলো থেকে লিগ্যাল্লি ভিডিও ডাউন করা যায়, কোনও কপিরাইট নেই।