আমরা অনেকেই সঠিকভাবে জানি না যে আমাদের আসলে কত স্পিডের ইন্টারনেট প্রয়োজন। অফিসে সাধারণত হাই স্পিডের ইন্টারনেট ব্যবহার করা হয়। কিন্তু বাসায় তো অতোটা হাই স্পিডের প্রয়োজন নেই।
আবার স্পিড যদি একেবারে লো পর্যায়ের হয়, তবে তো বাসায় বসে ইন্টারনেটে কাজ করা অনেক কঠিন হয়ে যায়।
তাই, বাসা হোক আর অফিসে হোক, জেনে রাখা প্রয়োজন যে, আমাদের কতটা স্পিডি ইন্টারনেট দরকার। আসুন, সেটাই জানার চেষ্টা করি।
প্রথমেই জানা যাক কোন কাজের জন্যে কতটুকু ইন্টারনেট প্রয়োজন আর সে কাজের জন্যে কতটুকু হলে সবচেয়ে ভাল হয়।
ইন্টারনেট স্পিডের প্রয়োজনীয়তা যাছাই করা মূলত কাজের উপর নির্ভর করে। অর্থাৎ, একজন ব্যক্তি ইন্টারনেট দিয়ে কি কি কাজ করবে, তার উপর ভিত্তি করে সে তার জন্যে প্রয়োজনীয় স্পিড নির্ধারণ করতে পারে।
তবে, ইন্টারনেটে আমরা সচরাচর যে ধরণের কাজ করি, তার মাঝে কোন কাজটির জন্যে কতটুকু স্পিড প্রয়োজন তা নিচে ছকের মাধ্যমে উল্লেখ করা হলো। এটা জানার পর আপনার প্রয়োজন হবে ইন্টারনেট স্পিড চেক করার সহজ উপায় জেনে রাখা যাতে করে আপনার প্রোভাইডর আপনাকে কতটুক স্পিড দিচ্ছে সেটা দেখে নিতে পারেন।
কোন কাজের জন্যে কত স্পিডের ইন্টারনেট প্রয়োজন
কাজের ধরণ |
---|
ই-মেইল আদান-প্রদান |
ওয়েব ব্রাউজিং |
সোশ্যাল মিডিয়া |
এসডি ভিডিও স্ট্রিমিং |
এইচডি ভিডিও স্ট্রিমিং |
ফোরক কে ভিডিও স্ট্রিমিং |
অনলাইন গেমিং |
মিউজিক স্ট্রিমিং |
ভিডিও কল |
মিনিমাম |
---|
১ এমবি |
৩ এমবি |
৩ এমবি |
৩ এমবি |
৫ এমবি |
২৫ এমবি |
৩-৬ এমবি |
১ এমবি |
১ এমবি |
উত্তম |
---|
১.৫ এমবি |
৫ এমবি |
১০ এমবি |
৫ এমবি |
১০ এমবি |
৩৫ এমবি |
২৫ এমবি |
১ এমবি |
৫ এমবি |
সর্বোত্তম |
---|
২ এমবি |
৮ এমবি |
১৩ এমবি |
৭ এমবি |
১৩ এমবি |
৪০ এমবি |
৩১ এমবি |
২ এমবি |
৭ এমবি |
এছাড়াও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কানেকশন বেইজড্ আরো কিছু তথ্য দেখে নিতে পারেন-
বেসিক ইন্টারনেট প্যাকেজ – ১ থেকে ৩ এমবি
- ইমেল পাঠানো
- ইন্টারনেট ব্রাউজিং
- টেক্সট্ ডাউনলোড, যেমন ই-বুক
মডারেট ইন্টারনেট প্যাকেজ – ৬ থেকে ১৮ এমবি
- এমপিথ্রি গান ডাউনলোড
- এসডি ভিডিও ডাউনলোড
- ছোট সাইজের এসডি ভিডিও স্ট্রিমিং
- একসঙ্গে দুই বা ততোধিক ডিভাইস কানেকশন
হেভি ইন্টারনেট প্যাকেজ – ২৫+ এমবি
- এসডি ও এইচডি শো বা মুভি স্ট্রিমিং
- অনলাইন গেমিং
- একসঙ্গে অনেক এমপিথ্রি ডাউনলোড
- একসঙ্গে অনেক ডিভাইস কানেকশন
আপনি অনলাইনে কি কি কাজ করবেন এবং কতজন একসঙ্গে একই লাইন ব্যবহার করবেন কিংবা একই কানেকশন কতগুলো ডিভাইসে ব্যবহার করবেন, তার উপর নির্ভর করছে আপনার ঠিক কত স্পিডের ইন্টারনেট প্রয়োজন।
সাধারণ মানের ইন্টারনেট প্যাকেজ দিয়ে আপনি ভারী কাজ করার মতো স্পিড পাবেন না। আবার, খুবই হালকা কাজের জন্যে আপনার ভারী ইন্টারনেট প্যাকেজের প্রয়োজন নেই। কাজেই, নিজের প্রয়োজন বুঝে সে অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ ক্রয় করুন।
Leave a Reply