ইন্টারনেটে ওয়েব ডিজাইন শেখার উপায় নিয়ে অনেক তথ্য রয়েছে। এসব তথ্য যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে মাত্র ৩০ দিনের মধ্যে ওয়েব ডিজাইন শিখতে পারবেন। আর এই ওয়েব ডিজাইন আপনার ক্যারিয়ারের পথও খুঁজে পেতে সাহায্য করবে।
ওয়েব ডিজাইন এর নাম শুনে নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে এটা একটি সৃজনশীল পেশা। আর পৃথিবীতে সৃজনশীল পেশার মূল্যায়নও অনেক বেশি। আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।
আর তাই ওয়েব ডিজাইনের মাধ্যমে যারা নিজেদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে চান এবং দ্রুত নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য আজকের এই লেখা। নিচে দেয়া প্রতিটি ধাপ অনুসরণের মাধ্যমে আশা করা যায় আপনি খুব সহজেই একজন ভাল মানের ওয়েব ডিজাইনার হতে পারবেন। আরেকটি বিষয় ওয়েব ডিজাইন কী আর কিভাবে আপনি ওয়েব ডিজাইনার হতে পারবেন সেটা আপনি এই লেখা থেকে জেনে নিতে পারেন।
ওয়েব ডিজাইন শেখার উপায়
১. টিউটোরিয়াল ওয়েবসাইট থেকে কোড শিখুন
ওয়েব ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনার একজন শিক্ষকের প্রয়োজন হবে। এখন এই শিক্ষক আপনি বিভিন্নভাবে পেতে পারেন। তবে শিক্ষক পাওয়া সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে অনলাইন। বর্তমান সময়ে অনলাইনে এমন অসংখ্য ওয়েবসাইট রয়েছে যারা ফ্রি এবং পেইড উভয় পদ্ধতিতে ওয়েব ডিজাইন শেখায়। যেহেতু আপনার লক্ষ্য ৩০ দিনের মধ্যে ওয়েব ডিজাইন শেখার সুতরাং আপনাকে প্রতিটি দিন সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে।
প্রথমত আমি পরামর্শ দেব প্রথমদিকে ইউটিউব থেকে না শেখার জন্য। আর যদি একান্তই ইউটিউব থেকে শিখতে চান তবে অবশ্যই ধাপে ধাপে ওয়েব ডিজাইন শিখতে হবে। ধাপে ধাপে শেখার জন্য সেই সকল ইউটিউব চ্যানেলকে অনুসরণ করবেন যারা ওয়েব ডিজাইনের সবগুলো কোর্স প্লে-লিস্ট আকারে দিয়েছে এবং কোর্স শিক্ষক যেন উক্ত বিষয়ে দক্ষ থাকেন।
কিছু ইউটিউব চ্যানেলের প্লে-লিস্ট:
আর যদি ওয়েবসাইট থেকে শিখতে চান তবে বলবো এটা আপনার সঠিক পছন্দ। এক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন শেখার এই ৫টি ফ্রি ওয়েবসাইট ফলো করতে পারেন।
২. স্কেচ থেকে শুরু করুন
উপরের ছবিটি দেখলে অনুধাবন করতে পারবেন ওয়েব ডিজাইনে ক্ষেত্র কত বিশাল। তবে ছবি দেখে ভয় পাওয়ার কিছু নেই। কেননা এর সবগুলো জানাটা বাধ্যতামূলক নয়। কিন্তু ওয়েব ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই HTML, CSS এবং Javascript জানা থাকা লাগবে।
ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাকে একদম স্কেচ থেকেই শুরু করতে হবে। অর্থাৎ প্রথমদিকে এইচটিএমএলের উপর আপনার ভালো দক্ষতা অর্জণ করতে হবে। তারপর সিএসএস এবং সবার শেষে জাভাস্ক্রিপ্ট।
৩. নিয়মিত ওয়েব ডিজাইন সম্পর্কিত ব্লগ পড়ুন
ওয়েব ডিজাইন শেখার পাশাপাশি আপনাকে নিয়মিত ব্লগ পড়তে হবে। ব্লগ আপনাকে প্রযুক্তির সাথে আপডেট থাকতে সাহায্য করবে। এছাড়া ওয়েব ডিজাইনের নতুন নতুন সব ট্রেন্ড, ডিজাইনের ধারণা এবং বিভিন্ন বিষয়ের পূর্ণাঙ্গ ব্যাখ্যা পেতে সাহায্য করবে। ওয়েব ডিজাইনের জনপ্রিয় কিছু ব্লগ হল:
- Smashing Magazine
- Creative Bloq
- Speckyboy
- Webdesignernews
- Sitepoint
- css-tricks
- MDN Web Docs
- Goodui
- Tutorialzine
ওয়েব ডিজাইন শেখার উপায় হিসেবে এই ব্লগগুলোর ব্যবহার আপনাকে অনেকদূর এগিয়ে দেবে।
৪. টাইপোগ্রাফি, কালার, ইউ এক্স এবং এসইওতে গুরুত্ব দিন
ওয়েব ডিজাইন সম্পর্কে যখন আপনার মোটামুটি ধারণা আসবে, তখন আপনাকে টাইপোগ্রাফি, কালার, ইউ এক্সের দিকে নজর দিতে হবে। ওয়েব ডিজাইনারদের জন্য গুরুত্বপূর্ণ ৫টি ইউএক্স টিপস জেনে রাখতে পারেন। এছাড়া চেষ্টা করতে হবে ওয়েব সাইটের প্রতিটি কোড যেন এসইও ফ্রেন্ডলি হয়। তবে এর জন্য আপনাকে কোর্স করতে হবে তা কিন্তু নয়। বরং নিয়মিত ব্লগ পড়া এবং অন্যান্য ডিজাইনারদের করা ওয়েবসাইট দেখার মাধ্যমে এসব বিষয়ে দক্ষতা অর্জণ করতে পারবেন।
৫. জাভাস্ক্রিপ্ট শিখুন
এইচটিএমএল এবং সিএসএস বেসিক শেষ করার জন্য সাধারণত ১৫ দিন সময় যথেষ্ট। এবার বাকী ১৫ দিন আপনাকে জাভাস্ক্রিপ্ট এর পেছনে সময় দিতে হবে। জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করে অর্থাৎ ওয়েবসাইটে স্লাইডার, অ্যানিমেশন, ইফেক্ট ইত্যাদি যোগ করতে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়।
এছাড়া বর্তমানে সার্ভার সাইডে কাজের জন্যে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়। জাভাস্ক্রিপ্ট শেখার খুব সুন্দর একটি ওয়েবসাইট হল লার্ন জেএস ডট অর্গ আর বাংলাতে হল জেএস জুনায়েদ।
৬. কোড একাডেমী কোড লিখুন আর শিখুন
যেকোনো কোডিং শেখার অন্যতম মূলনীতি হল কোড শেখার পর সেটা নিয়মিত চর্চা করা। আপনি যতই মুখস্থ করুন না কেন সেটা যদি আপনি নিয়মিত চর্চা না করেন, তবে আপনার শেখা সম্পূর্ণ বিফলে যাবে। এজন্য নিয়মিত যেকোনো কোড এডিটরে আপনার শেখা কোডগুলো চর্চা করতে হবে। এছাড়াও অনলাইনে কোড একাডেমী বেশ জনপ্রিয় ওয়েবসাইট। কোড একাডেমীতে আপনি ওয়েব ডিজাইন শেখার পাশাপাশি কোডিং করতে পারবেন।
৭. কোডপেন কমিউনিটিতে যোগ দিন
কোডপেন হল এমন একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ওয়েব ডিজাইনাররা তাদের কোড প্রকাশ করে থাকে। এসব কোড আপনি ইডিট করতে পারবেন এবং কোডের ফলাফল লাইভ দেখতে পারবেন।
এই কমিউনিটিতে যোগ দেয়ার প্রধান সুবিধা হল আপনি বড় বড় ওয়েব ডিজাইনাররা কিভাবে কোড করে তা দেখতে পারবেন। সেই সাথে সেই কোড নিজেই আবার এডিট করতে পারবেন। আর এগুলো আপনাকে ওয়েব ডিজাইন শেখার উপায় সহজ করে দেবে।
৮. ডিজাইনের দক্ষতা ওয়েবসাইটে প্রয়োগ করুন
যখন আপনি ওয়েব ডিজাইন শেখার প্রায় শেষের পথে থাকবেন, তখন আপনার শেখা কোড প্রয়োগ করে ওয়েব সাইট তৈরি করার চেষ্টা করতে হবে। এর ফলে আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। এছাড়া আপনাকে ওয়ার্ডপ্রেস, জুমলা তথা বিভিন্ন সিএমএসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করতে হবে।
৯. অন্যের মতামত নিন
যখন কোন ওয়েবসাইট তৈরি করবেন, তখন অন্যের নিকট থেকে মতামত নিন। আপনার ওয়েবসাইটটি কেমন হয়েছে কিংবা ব্যবহার করা কতটা সহজ ইত্যাদি বিষয়ে তাদের কাছ থেকে শুনুন। এছাড়া আপনার কোড করার পদ্ধতি ঠিক আছে কিনা এসব বিষয়েও একজন অভিজ্ঞ ডিজাইনারের নিকট থেকে মতামত নেয়ার চেষ্টা করুন।
১০. নতুন কিছু শিখতে থাকুন
প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তাই যদি সময়ের সাথে নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে ওয়েব ডিজাইনের জগত থেকে পিছিয়ে যাবেন। এক সময় এইচটিএমএল ১ ছিল এটা আপডেট হতে হতে এখন এইচটিএমএল ৫ চলে। এমনিভাবে সিএসএস ১ থেকে এখন সিএসএস ৩ চলে। তাই চেষ্টা করবেন আপডেট সবকিছু শিখে নেয়ার জন্য।
শেষ কথা
উপরে উল্লেখিত লেখায় আমি চেষ্টা করেছি ওয়েব ডিজাইন শেখার উপায় এবং কার্যকরী পদ্ধতিগুলো তুলে ধরার। এখন আপনাকে কেবল এ সকল পদ্ধতি নিয়মিত অনুসরণ করতে হবে।
৩০ দিনে সম্ভব কিনা জানি না, তবে উপায়গুলো আমার ভাল লেগেছে, খুব ইফেক্টিভ মনে হয়েছে।
৩০ দিনে সম্ভব কিনা জানি না,তবে উপায়গুলো আমার ভালো লেগেছে, খুব ইফেক্টিভ মনে হয়েছে।