অনলাইনে উপার্জনের জন্য সম্ভবত ওয়েব ডিজাইনই সবচেয়ে জনপ্রিয়। কিন্তু, একজন ভাল ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে শুধুমাত্র HTML, CSS, JAVASCRIPT, BOOTSTRAP ইত্যাদি শেখার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ হল অন্যরা কিভাবে কাজ করছে সে সম্পর্কে ভাল আইডিয়া রাখা এবং অবশ্যই ওয়েব ডিজাইনের সহায়ক বিভিন্ন অনলাইন এবং অফলাইন টুল সম্পর্কে জ্ঞান রাখা। এই ৫টি ওয়েব ডিজাইন অ্যাপ এক্ষেত্রে আপনার জন্য দারুণ সহায়ক হতে পারে।
ওয়েব ডিজাইন অ্যাপ
ওয়েব ডিজাইনিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার কাছে মনে হয়, তা হল কালার চয়েস। আপনি আপনার ওয়েব সাইটের কন্টেন্ট, ইমেজ ইত্যাদির কথা মাথায় রেখে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডে কি কালার ব্যবহার করছেন, তার উপর আপনার ওয়েব সাইটের সৌন্দর্য প্রায় পুরোটাই নির্ভর করে। আজকে তাই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এমন কয়েকটি অ্যাপের সাথে, যা আপনাদেরকে ওয়েব ডিজাইন স্কিল বাড়াতে সাহায্য করবে, আপনার ওয়েবসাইটের জন্য আপনাকে কালার প্যালেট সাজেস্ট করবে। আর হ্যা, অবশ্যই এর সবগুলোই ফ্রি। তো, শুরু করা যাক-
আরো পড়ুন:
- এডিট, রিসাইজ ও ফরম্যাট পরিবর্তণের জন্য ৬টি অনলাইন ফটো এডিটিং টুল
- গ্রাফিক্স ডিজাইনারদের জন্য সেরা ৫টি অ্যাডোবি ডিজাইন সফট্ওয়্যার
- ফ্রিতে নিয়ে নিন ১০টি বায়োডাটা ডিজাইন টেমপ্লেট
কালার হান্টার (Color Hunter)
কালার হান্টার অ্যাপটি হল মূলত একটি ওয়েব অ্যাপ। এই অ্যাপটির বিশেষত্ব হল অ্যাপটি একটি ছবিকে ইনপুট হিসেবে নেয় এবং সেই ছবির কালারের উপর ভিত্তি করে আপনাকে একটি কালার প্যালেট সাজেস্ট করে।
এছাড়াও আপনি যদি এই ওয়েবসাইটটির সার্চবারে কোন কী-ওয়ার্ড প্রবেশ করান সার্চ করার জন্য, তাহলে এই অ্যাপটি ফ্লিকার ডট কমে সেই কী-ওয়ার্ড দিয়ে ছবি সার্চ করে সেই ছবিগুলোর জন্য আপনাকে কালার প্যালেট সাজেস্ট করবে। এতে আপনার আসলে দুটো সুবিধা হবে। স্লাইডার বা কন্টেন্টের জন্য ছবিও খোঁজা হয়ে যাবে আবার ওই ছবির জন্য মানানসই কালার প্যালেটের সাজেশনটাও পেয়ে যাবেন।
নিচের নীল বাটনে ক্লিক করে সোজা চলে যেতে পারবেন কালার হান্টার এর অফিসিয়াল ওয়েবসাইটে।
কালার এক্সপ্লোরার (Color Explorer)
কালার এক্সপ্লোরার হল আরেকটি অনলাইন কালার প্যালেট সাজেস্টিং টুল। এই ওয়েব অ্যাপটি ডেভেলপ করাই হয়েছিল প্রোফেশনাল ডিজাইনারদের জন্য, ২০০৬ সালে। আর হ্যা, আগেই বলেছি, এই বাকি অ্যাপগুলোর মত অ্যাপটির ফিচারগুলোও ফ্রি।
এখানে আপনি নিজেই ম্যাচ করে কালার প্যালেট তৈরি করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার হওয়া বিখ্যাত সব কালার লাইব্রেরির সাজেশন পাবেন, বিভিন্ন কালার লাইব্রেরির মধ্যে তুলনা করতে পারবেন। এছাড়াও, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি সফটওয়ারে ব্যবহার উপযোগী ফরম্যাটে কালার প্যালেটগুলোকে এক্সপোর্ট করতে পারবেন।
শুধু তাই নয়, ইমেজ এবং টেক্সট এনালাইসিস করে এই অ্যাপটি আপনার জন্য কালার প্যালেটও সাজেস্ট করতে পারবে। সুতরাং, আপনার ওয়েব ডিজাইন স্কিল মুহুর্তেই আরও শক্তিশালী করতে ঘুরে আসুন কালার এক্সপ্লোরারের ওয়েবসাইট থেকে।
কালারজিলা (Colorzilla)
কালারজিলা, আরও একটি কালার প্যালেট সাজেস্টিং টুল। তবে, আগের দুইটি টুলের মত এটি কোন ওয়েবসাইট নয়। এটি আপনারা ব্যবহার করতে পারবেন গুগোল ক্রমের এক্সটেনশন অথবা মজিলা ফায়ারফক্সের অ্যাড-অন হিসাবে।
এই টুলটি ইউজ করে আপনারা ব্রাউজারের অন্তর্ভুক্ত যেকোন বিন্দুর কালার ভ্যালু জানতে পারবেন, তা এডজাস্ট করতে পারবেন এবং তা কপি করে আপনার প্রোগ্রামে পেস্ট করতে পারবেন। এই টুলটি ব্যবহার করে আপনি নিজের পছন্দ মত কালার প্যালেটও তৈরি করতে পারবেন।
এই টুলটির সিমিলার একটি অফলাইন কালার পিকার টুল সম্পর্কে জানাই আপনাদেরকে। টুলটির নাম হল পিক্সি (pixie) । খুব ছোট্ট একটা অফলাইন সফটওয়ার যা ব্যবহার করে আপনারা খুব সহজেই শুধু ব্রাউজার না বরং কম্পিউটার স্ক্রিনের উপর অবস্থিত যেকোন পিক্সেলের আরজিবি এবং হেক্সাডেসিমাল কালার ভ্যালু জানতে পারবেন এবং তা কপি পেস্ট করে আপনার কোডে পেস্টও করতে পারবেন।
যাই হোক, কথা বলছিলাম কালারজিলা নিয়ে। কালারজিলা ব্যবহার করে আপনি নিজের পছন্দ মত কালার প্যালেট তৈরি করতে পারবেন আর শুধু তাই নয়, মাল্টিস্টপ কালার গ্র্যাডিয়েন্টও তৈরি করা যাবে কালারজিলা দিয়ে। কালারজিলা অ্যাড-অনটি ডাউনলোড করতে ক্লিক করতে পারেন নিচের লিংকটিতে।
কুলারস (Coolers)
কুলারস হল আরেকটি ওয়েব অ্যাপ যেইটাও অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কালার প্যালেটই সাজেস্ট করবে, তবে একটু আলাদাভাবে। এই ওয়েবসাইটে ঢুকে আপনি একবার করে স্পেইস বাটনটাতে চাপ দিলেই আপনার জন্য ও নতুন আরেকটি কালার প্যালেট সাজেস্ট করবে। এইভাবে বারবার স্পেইস চেপে আপনি বেছে নিতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য মানানসই কালার প্যালেটটি।
তাছাড়াও, এই ওয়েবসাইটটি থেকে আপনি পূর্ববর্তী ইউজারদের ব্যবহার করা কালার প্যালেটগুলোও দেখতে পারবেন আর দেখতে পারবেন কোন কোন ইউজার কোন কোন কালার প্যালেট পছন্দ করেছেন নিজেদের ডিজাইনিং-এর জন্য। কুলারস ডট কো সাইটটি ভিজিট করতে ক্লিক করুন নিচের লিংকটায়।
পিকটাকুলাস (Pictaculous)
আজকের আলোচনার জন্য শেষ ওয়েব অ্যাপ, পিকটাকুলাস। এই টুলটি ডেভেলপ করেছেন ইমেইল মার্কেটিং জায়ান্ট মেইলচিম্পের ডেভেলপাররা। প্রথমদিকে আলোচিত টুলগুলোর মতন এটাও যে কোন জে পি জি, জি আই এফ, পি এনজি ফরম্যাটের ছবিকে এনালাইসিস করে আপনার ওয়েবসাইটের জন্য মানানসই কালার প্যালেট সাজেস্ট করতে পারবে।
শুধু তাই নয়, এর পাশাপাশি এই টুলটি অন্যান্য “কালার লাভারদের” থেকে আপনার জন্য আরও অন্যান্য সিমিলার টাইপ কালার প্যালেট সাজেস্ট করবে এবং সবশেষে আপনার পছন্দকৃত কালার প্যালেটটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। পিকটাকুলাস সাইটটি ভিজিট করতে চাইলে ক্লিক করুন নিচের লিংকে-
তো, যাই হোক ওয়েব ডিজাইন অ্যাপ নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই থাক। পরবর্তীতে আবার অন্য কোন ওয়েব ডিজাইনিং টুল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।
Leave a Reply