ওয়েবসাইট এখন যেকোন ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। ই-কমার্স থেকে শুরু করে যেকোন অনলাইন বিজনেস সব কিছুতে ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। ব্লগিং, ই-কমার্স কিংবা মার্কেটিংয়ের মত বিভিন্ন উদ্দেশ্যে ওয়েবসাইট ব্যবহার করা হয়। তাই বর্তমানে ওয়েবসাইট ব্যবহার সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট ফ্লিপিংয়ের মত অনলাইন ব্যবসায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।
ওয়েবসাইট ফ্লিপিং মূলত ওয়েবসাইট তৈরি করে কিংবা কম দামে ওয়েবসাইট ক্রয় করে বেশী দামে বিক্রি করা। ওয়েবসাইট ফ্লিপিং সম্পর্কে যদি আপনার কোন ধারণা না থাকে, তবে হতাশ হবার কোন কারণ নেই। কেননা ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট ফ্লিপিং কি আর এর থেকে কেমন আয় করা যায় এই নিয়ে একটি সংক্ষিপ্ত লেখা প্রকাশ হয়েছে। ওয়েবসাইট ফ্লিপিং নিয়ে কোন ধারণা না থাকলে এই লেখাটি পড়ে নিতে পারেন।
যদিও বাংলাদেশে অনান্য অনলাইন ব্যবসায়ের মত ওয়েবসাইট ফ্লিপিং ততটা জনপ্রিয়তা অর্জণ করতে পারেনি, তবে অনান্য দেশে এই ব্যবসা বেশ জনপ্রিয়।
ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসা
যাই হোক আমি আজকে জনপ্রিয় এবং সেরা ৫টি ফ্লিপিং মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করব; যেখানে আপনি সহজেই আপনার ওয়েবসাইট বিক্রি করে টাকা আয় করতে পারবেন।
১. Flippa
বৈশিষ্ট্য
- জনপ্রিয় এবং বিশ্বস্ত মার্কেটপ্লেস।
- নিরাপদ লেনদেন সুবিধা।
- দ্রুত বিক্রির জন্য বিভিন্ন ফিচার সুবিধা।
ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসা করার জন্য তালিকার শীর্ষে রয়েছে এই মার্কেটপ্লেসটি। আজ থেকে ১০ বছর আগে তথা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই মার্কেটপ্লেসে হাজার হাজার ওয়েবসাইট এবং ডোমেন তালিকাভুক্ত করা আছে। প্রায় ১,২০,০০০ জন বায়ার রেজিস্ট্রি করা আছে এই ওয়েবসাইটে। এখন পর্যন্ত প্রায় ২,৫০,০০০ টি ওয়েবসাইট বিক্রি হয়েছে এই মার্কেটপ্লেস থেকে। এই মার্কেটপ্লেসে নিরাপদ অর্থ আদান-প্রদান এবং জালিয়াতি বা স্ক্যাম এড়ানোর জন্য রয়েছে এসক্রো সুরক্ষা।
সাধারণত নিলাম পদ্ধতির মাধ্যমে ওয়েবসাইট বিক্রি করা হয়। প্রথমত আপনি যখন আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট যুক্ত করবেন, তখন আপনি আপনার নিজস্ব মূল্য যোগ করে দিতে পারবেন। পরবর্তীতে যারা আপনার ওয়েবসাইট কিনতে চাইবে তারা তাদের মূল্য দিয়ে বিড করবে। তারপর আপনি কাঙ্ক্ষিত দাম পেলে ওয়েবসাইটটি বিক্রি করে দিতে পারবেন।
২. EmpireFlippers
বৈশিষ্ট্য
- বিশ্বস্ত মার্কেটপ্লেস।
- ওয়েবসাইট বিক্রি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৫%।
- ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট।
টানা ৩ বছর The Inc. 5000 কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুততম ক্রমবর্ধমান কোম্পানি হিসাবে পুরস্কৃত হয়েছে এই মার্কেটপ্লেসটি! ২০১১ সালে যাত্রা শুরু করা এই মার্কেটপ্লেসটিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই মার্কেটপ্লেস থেকে প্রায় ৭০ মিলিয়ন ডলার আয় করতে পেরেছে ওয়েবসাইট ক্রেতা এবং বিক্রেতারা। এই মার্কেটপ্লেসে ওয়েবসাইট বিক্রির ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। তাই চাইলে এই মার্কেটপ্লেসেও আপনি আপনার ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসা শুরু করতে পারেন।
৩. Wesellyoursite
বৈশিষ্ট্য
- পুরানো মার্কেটপ্লেস।
- বিক্রির পরিমাণ বেশী।
- সহজে ওয়েবসাইট ট্রাফিক জানার সুবিধা।
প্রায় ১৪ বছর ধরে এই সাইটটি ওয়েবসাইট ফ্লিপিং মার্কেটপ্লেস দাপিয়ে বেড়াচ্ছে। ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ১,০০,০০০,০০০ ডলার বিক্রি হয়েছে। তাই এই মার্কেটপ্লেস সম্পর্কে খুব বেশী বলার প্রয়োজন আছে বলে মনে করি না। আপনি নিজে তাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারেন।
৪. FeInternational
বৈশিষ্ট্য
- ওয়েবসাইট বিক্রির সাফল্যে হার প্রায় ৯৪.১%।
- ৩২টি দেশের প্রায় ৩০,০০০ এর অধিক ভ্যারিফাইড বায়ার।
- অভিজ্ঞ পেশাদার দিয়ে সেবা প্রদান।
২০০৯ সালে যাত্রা শুরু করে এই মার্কেটপ্লেসটি। সাইটের ডিজাইন কিছুটা পুরানো ধাঁচের হলেও সুবিধার ক্ষেত্রে কোন কমতি হবে না। ওয়েবসাইট যুক্ত করার ২ মাসের মধ্যেই অধিকাংশ ওয়েবসাইট বিক্রি হয়ে যায়। যেকোন সমস্যায় এই মার্কেটপ্লেস থেকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সেবা পাবেন। এছাড়া ওয়েবসাইট ফ্লিপিং সম্পর্কে অনেক রিসোর্স পাবেন আপনি এই মার্কেটপ্লেসে।
৫. FreeMarket
বৈশিষ্ট্য
- সর্বনিম্ন কমিশন!
- নিরাপদ লেনদেন।
- আকর্ষণীয় ডিজাইন।
অনলাইন দুনিয়ায় মার্কেটপ্লেসটি নতুন হলেও সুযোগ সুবিধার দিক দিয়ে এটি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। যেহেতু নতুন সাইট তাই ফিচার এবং সুবিধার দিক দিয়ে কিছুটা পিছিয়ে এই মার্কেটপ্লেসটি।
এই মার্কেটপ্লেসে আপনার ওয়েবসাইট যোগ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। সফলভাবে অর্থ উপার্জন করার পরে কেবলমাত্র ৫% কমিশন চার্জ করা হয়। লক্ষ লক্ষ প্রতিভাধর উদ্যোক্তা আপনার ওয়েবসাইটে বিড করতে প্রস্তুত। আপনার মালিকানা স্থানান্তর করার আগে তারা ক্রেতার পেমেন্ট রেখে দেয়। ফলে আপনার সম্পদ এবং অর্থ সুরক্ষিত থাকে।
শেষ কথা
এই ছিল আজকে ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসা করার জন্যে সেরা ৫টি মার্কেটপ্লেসের তালিকা। আপনার যদি ইতোমধ্যে কোন ওয়েবসাইট থেকে থাকে এবং বিক্রি করার জন্য মার্কেট খুঁজে থাকেন, তবে উপরের মার্কেটপ্লেসগুলোতে আপনার ওয়েবসাইটটি যুক্ত করে দিতে পারেন। এছাড়া Flippa মার্কেটপ্লেসটিকে আপনার তালিকার প্রথমে রাখতে পারেন।
Leave a Reply