বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় খুব ছোট ছোট আর সহজ সহজ কাজ করে। না, আপনাকে ফুল টাইম কাজ করতে হবে না। দিনে মাত্র ৫ ঘন্টা কাজ করে এই ডিজিটাল যুগে আপনি ইনকাম করতে পারবেন এই পরিমাণ অর্থ যা আপনার ছোট ছোট প্রয়োজনগুলো মিটিয়ে দেবে। কী কাজ! অনলাইনে বসে সচরাচর আপনি যে কাজগুলো করে থাকেন, এগুলো প্রায় সে-রকমই। আসুন তাহলে ওয়েবসাইটগুলোর সঙ্গে পরিচিত হই।
আরো পড়ুন:
- ছাত্রাবস্তায় করতে পারেন যে ৫টি চাকরি
- সোশাল মিডিয়া ম্যানেজার – বেতন ঘন্টায় ১৫ থেকে ৪০ ডলার
- অনলাইনে চাকরি থেকে আপনার বেতন হতে পারে ৩ লাখ ২ হাজার ৪শ টাকা
ওয়েবসাইট থেকে ইনকাম
১. User Testing
এই ওয়েবসাইটি খুবই মজার। এখানে অ্যাকাউন্ট খুলে ভিডিও টেস্ট সমাপ্ত করার পর আপনি ইমেলে নতুন ভিডিও টেস্টের নোটিফিকেশন পেতে শুরু করবেন। তারা আপনাকে একটা ওয়েবসাইটের রিভিউ বা টেস্ট করার কাজ দেবে আর সেটা সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি আপনাকে আপনার কম্পিউটারের স্ক্রিন শর্ট তুলে তাদেরকে পাঠাতে হবে। প্রতিটি ওয়েবসাইট টেস্ট করতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। মূলত: ওয়েবসাইটি ভিজিট করে টেস্ট করে দেখতে হবে, একজন ইউজারের জন্য ওয়েবসাইটি কতটা গুরুত্বপূর্ণ বা ইউজার ফ্রেন্ডলি। আর প্রতিটি ওয়েবসাইটের টেস্টের জন্য তারা আপনাকে ১০ থেকে ১৫ ডলার বা ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পেমেন্ট দেবে।
২. Perk
এই ওয়েবসাইটি খুব দ্রুত এগোচ্ছে এবং আপনার ইনকামের জন্য তারা প্রতিনিয়তই নতুন নতুন রাস্তা খুলছে। এই ওয়েবসাইটে সবচেয়ে ভাল এবং দ্রুত ইনকামের রাস্তা হচ্ছে তাদের অনেকগুলো অ্যাপের মাঝ থেকে PerkTv সহ যে কোন একটি অ্যাপ ডাউনলোড করে আপনার ঘরে বসে তাদের টিভি দেখতে, যার নাম পার্ক টিভি।
তবে এরা আপনাকে কোন ক্যাশ টাকা না দিয়ে অনলাইন গিফট্ কার্ড দেবে যা দিয়ে আপনি আমাজন, ওয়ালমার্ট, গ্যাপ, স্টারবাক্স, টার্গেটসহ আর অনেকগুলো অনলাইন প্রোডাক্ট সেলিং প্লাটফর্ম থেকে মোবাইল, ট্যাব, ল্যাপটপসহ যে কোন পণ্য কিনতে পারবেন।
৩. TopCashBack
এই ওয়েবসাইটি একটা জায়গায় অদ্বিতীয় আর তা হচ্ছে এ ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে অনলাইন কেনাকাটা করলেই এরা আপনাকে ১০০% কমিশন দিয়ে দেবে। তার মানে আপনি যে টাকার কেনাকাটা করবেন, সে টাকাটাই আবার কমিশন হিসেবে পেয়ে যাবেন। দারুণ না! কিন্তু আপনাকে যদি পুরো টাকাই এরা দিয়ে দেয় তাহলে তাদের ব্যবসা কী! মাথায় ঘুরছে না প্রশ্নটা! তাদের ব্যবসা হচ্ছে হোম পেজে বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন ও প্রোপাইল প্রদর্শন যা থেকে তারা এর থেকে বেশি আয় করে নেয়। এছাড়াও তাদের আরো কিছু ইনকামের রাস্তা রয়েছে যা আপনার না জানলেও চলবে। আপনি কেনাকাটা শুরু করুন আর পুরো টাকাটাই আবার কমিশন হিসেবে ফেরত নিয়ে নিন।
৪. Zoombucks
আরো একটি ওয়েবসাইট যা আপনাকে ভিডিও দেখার জন্য পেমেন্ট দেবে। আপনি তাদের ভিডিও দেখবেন আর এ জন্য তারা আপনাকে টাকা দেবে। তবে ভিডিও দেখার বাইরেও গেম খেলাসহ এ ওয়েবসাইট থেকে ইনকাম করার আরো কিছু পথ আছে।
৫. FushionCash
এই ওয়েবসাইটি অনলাইনে তাদের ভিডিও দেখা এবং এফএম রেডিও শোনার আপনাকে পেমেন্ট করবে। তবে এই টিভি এবং রেডিও তাদের নিজস্ব নয়, থার্ড পার্টির যাদের কাছ থেকে তারা পেমেন্ট পায় আর তাদের দর্শক ও শ্রোতাদের পেমেন্ট দেয়।
৬. CashCrate
ভিডিও দেখা, শপিং করা, গেম খেলা, বিভিন্ন অনলাইন প্রতিযোগীতায় অংশ নেয়া সহ আরো নানা ধরণের কাজের জন্য এই ওয়েবসাইটি পেমেন্ট করে থাকে।
৭. Swagbucks
ভিডিও দেখা থেকে শুরু করে অনলাইন সার্ভে কিংবা গেম খেলাসহ নানা ধরণের মজার মজার কাজ আছে এই ওয়েবসাইটে যা আপনাকে একই সাথে এগুলো করার জন্য পেমেন্টও করবে। অনলাইনে আপনি যে কাজগুলো সচরাচর এমনিই করে থাকেন, সেগুলোই করে প্রতিদিন এ ওয়েবসাইটে ২৫ থেকে ১০০ ডলার বা ২০০০ টাকা থেকে ৮০০০ টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়াও এ ওয়েবসাইট থেকে ইনকামের আরো একটি চমকপ্রদ পথ রয়েছে। আর তা হচ্ছে SB Points ফর্মে শপিং করা যা আপনাকে অনলাইনে কেনাকাটার জন্য গিফট্ কার্ড দেবে। আর ওই গিফট্ কার্ড দিয়ে আপনি আমাজান, ওয়ালমার্টসহ আরো কিছু অনলাইন মার্কেটপ্লেস থেকে আপনার নিজের জন্য কেনাকাটা করতে পারবেন।
এই লিস্টটি আরো বড় হতে পারতো। কিন্তু আমরা চাই আপনাদের দ্বিধাদন্ধে না ফেলে আগে শুরু করিয়ে দিতে। তাই এখানে যে অল্প কয়টি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যে কোনটিতে অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করা শুরু করুন। মনে রাখবেন, অনলাইনে ইনকাম করা যেমন সহজ, তেমনই কঠিন। আর আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রচন্ড ইচ্ছা শক্তি আর লেগে থাকার মানসিকতা। ভাল থাকুন…. বেশি বেশি আয় করুন……………
Shamrat says
How can I get paid from these sites in Bangladesh?
Antor says
Hello Shamrat,
Though PayPal, the best way of receiving payments, was opened in Bangladesh on 19th October, it is still under perfection. Hope you will have PayPal working fine that will help you in receiving your online payments. Before the full benefits of PayPal, you can use anyone’s master card who lives abroad.
Rakib says
That’s no paypal, that is PayPal zoom.
Let me confirm , is paypal zoom allowed.?
Antor says
By using PayPal zoom, you can receive any types of payment from anywhere.
Antor says
এখান থেকে জেনে নিন পে-পাল অ্যাকাউন্ট খুলবেন যেভাবে।
Evan Ahmed Rakib says
Swagbucks অ্যাপটি বাংলাদেশে এবেলেভেল না।
প্লেস্টোরে দেখলাম।
Samia says
In User testing there is a section “We are accepting testers from the following countries”- I think our country’s name is not there. So, is the website accessible from Bangladesh? How can we earn from Bangladesh?
Antor says
I hope you have not all the websites regarding this issue. You can ignore the one that does not include Bangladesh for doing this job. Please check other websites for earning by user testing.
Ainul Islam says
Can I do the job with smart phone? please tell me.
Antor says
Of course, you can do this kind of jobs by using your phone as smartphone is really smart to do anything.
কামরুল says
ভাই বাংলাদেশ থেকে টাকা উত্তোলনের পদ্ধতি বুঝি না। একটু যদি বুঝিয়ে বলতেন।
টি আই অন্তর says
বাংলাদেশ থেকে টাকা উত্তোলনের জন্য সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে পেইজা। হাইলাইটেড লিংকে ক্লিক করে বাংলাদেশ থেকে পেইজা অ্যাকাউন্ড তৈরি, পেমেন্ট গ্রহণ ও উত্তোলনের পদ্ধতি জেনে নিন। যে ওয়েবসাইটগুলোতে পেমেন্ট মেথড্ হিসেবে পেইজা অ্যাড করা নেই, আপাতত: ওই সাইটগুলোতে কাজ করবেন না।
কামরুল says
ভাই যে ওয়েবসাইট গুলো সাজেস্ট করেছেন তার মধ্যে অনেকগুলাই বাংলাদেশিদের জন্য এভিলেবল না।যা আছে সেগুলো তে বাংলাদেশি দের জন্য তেমন অফার নাই।আরো কিছু সাজেস্ট করলে উপকার হত।
টি আই অন্তর says
এ ওয়েবসাইটগুলোর কোনটিতেই কাজ করার জন্য নির্দিষ্ট্য দেশের সীমারেখা নেই। পৃথিবীর যে কোন দেশ থেকে যে কেউ কাজ করতে পারবে। বাংলাদেশের জন্য সমস্যা হচ্ছে পেমেন্ট মেথড্ আর কিছু না। যাইহোক, আপনি এই লেখাগুলো দেখতে পারেন- ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইট থেকে ১৫-২০ হাজার টাকা ইনকাম করুন, কিভাবে পেইডভার্টস থেকে প্রতিদিন ১০ ডলার আয় করবেন, ক্লিকসেন্স থেকে আয় করার জন্য আপনার যা করণীয়, নিওবাক্স থেকে আয় করুন প্রতিদিন ২০ ডলার।
Roksana says
আমাকে কি কাজ করতে হেল্প করবেন? আমার মেইল বা fb তে জানালে খুশিহব
টি আই অন্তর says
আপনার আগ্রহের জন্যে ধন্যবাদ, রোকসানা। আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আমাদের এখানে আউটসোর্সিং বিষয়ে প্রচুর লেখা রয়েছে, আপনি এগুলো পড়ুন। আশা করি, আপনি নিজেও বুঝে যাবেন অনলাইনে আয়ের জন্যে কি করতে হবে আর কিভাবে করতে হবে।
শাকিম says
ভাই ojooo তে টাচ ভিপিএন আর আনলিমিটেড ভিপিএন ইউজ করে অনেক চেষ্টার পর একাউন্ট সাবমিট করছিলাম। কিন্ত ইমেইল ভেরিফিকেশন কোড আসতেছেনা একদিন হয়ে গেল। এটির কোন সমাধান আছে কি ভাই?
টি আই অন্তর says
ভাই, আমাদের এই লিস্টে তো এই নামের কোন ওয়েবসাইটের আলোচনা করা হয়নি। আর অ্যাকাউন্ট করতে ভিপিএন ইউজ করবেন কেন? যেই সাইটের কথা বলছেন, সেটি কি বাংলাদেশে অ্যালাউড না? যদি না হয়, তবে এ ধরণের সাইটে কাজ না করাই ভাল। যে কাজই করুন না কেন, তা এমন সাইটে করবেন যেখানে পৃথিবীর যে কোন দেশ থেকেই করা যাবে এবং পেমেন্ট নিয়ে কোন ঝামেলা নেই। ধন্যবাদ।
souvaggo says
paypal ba paiza chara je kono bank account theke payment pabona?
R ekta kotha Bangladesh a ki touchearn.org kono websiteallow ache jekhan theke video dekhe earn hoi?
টি আই অন্তর says
এটা নির্ভর করছে যে সাইটে কাজ করবেন সে সাইটের উপর, তারা কোন পেমেন্ট মেথড ইউজ করছে তার উপর। যে সাইটেই কাজ করুন না কেন, আগে পেমেন্ট মেথড দেখে নেবেন। আর Touchearn নিয়ে আমার কোন ধারণা নেই। আমাদের নিয়মিত লেখকদের, বিশেষ করে যারা এ ধরণের আউটসোর্সিং সম্পর্কে ভাল ধারণা রাখেন, তাদেরকে বলবো, এ বিষয়ের উপর একটা বিস্তারিত পোস্ট দিতে।