জামা-কাপড় ধোয়ার জন্যে আমরা যে ওয়াশিং মেশিন ব্যবহার করি, তা আবিস্কারের পেছনে রয়েছে দারুণ একটি ভালবাসার গল্প। গল্পটি সাধারণ হলেও এর ভেতরে থাকা আবেগ ও ভালবাসার বিষয়টি অসাধারণ। স্ত্রীর জন্যে স্বামীর ভালবাসার বহি:প্রকাশে জন্ম নিয়েছে এ গল্প যে গল্পে রয়েছে ওয়াশিং মেশিন আবিস্কার এর এক দারুন রোমাঞ্চ।
রোমান্টিক এই গল্পটি ১৮৬০ সালের। William Blackstone তার স্ত্রী Rosaline Blackstone এর জন্মদিনে এমন কিছু একটা গিফট্ করতে চাইছেন যা ইউনিক এবং একইসাথে কাজের জিনিস। মা-বাবাসহ ৬ সন্তানের সংসারে বেচারী স্ত্রী তার সারাদিন কী খাটাখাটি করে! তাই, মনের মধ্যে ইচ্ছা জাগলো স্ত্রীর জন্মদিনে এমন কিছু উপহার দেয়া যা তার সংসারের কাজে লাগবে এবং স্ত্রীর কষ্ট কমিয়ে দেবে।
এমন একটি ইচ্ছা থেকে William Blackstone চিন্তা করে দেখলেন Rosaline সবচেয়ে বেশি কষ্ট করে সংসারের সবার জামা-কাপড় ধোয়ায়। কাজেই, William ভাবলেন যদি জন্মদিনে এমন একটা কিছু গিফট্ করা যায় যা তার স্ত্রীর কাপড় ধোয়ার কাজে সাহায্য করবে!
অনেক ভেবেও কিছু খুঁজে পেলেন যেটা স্ত্রীর কাপড় ধোয়ায় সাহায্যকারী হতে পারে। এক রাতে স্বপ্ন দেখলেন কাঠের তৈরি একটা ড্রামে তার স্ত্রী জামা-কাপড় ঢুকিয়ে হ্যান্ডেল ঘোরাচ্ছে। ব্যাস্, পেয়ে গেলেন আইডিয়া।
পরদিন ঘুম থেকে উঠেই লেগে গেলেন এমন একটা জিনিস বানানোর জন্যে যা তিনি স্বপ্নে দেখেছেন। শহরে গিয়ে দরকারি কিছু জিনিস-পত্র কিনে আনলেন আর ওয়াশিং মেশিন বানানোর কাজ শুরু করে দিলেন। সর্বমোট ৬ দিন লাগলো তার কাজ শেষ হতে। ওয়াশিং মেশিন আবিস্কার হয়ে গেল।
জন্মদিনে এমন একটি গিফট্ পেয়ে স্ত্রী Rosaline Blackstone এত আনন্দিত হলেন যে William বিয়ের পর থেকে তাকে কখনোই এতটা আনন্দিত হতে দেখেননি। মজার ব্যাপার হলো, জন্মদিনে প্রতিবেশীদের মধ্যে যে-সব মহিলারা অতিথী হয়ে আসলেন, তারা সবাই এই কাঠের তৈরি সেই ওয়াশিং মেশিনটি কিনতে চাইলেন।
শুরু হয়ে গেল William Blackstone এর বাণিজ্যিক ওয়াশিং মেশিন তৈরি। প্রথম দিকে তার নিজের মহল্লার মহিলাদের কাছে বিক্রি করলেন। দাম রাখলেন ২.৫ ডলার। পরবর্তীতে নিজ মহল্লা থেকে অন্য মহল্লায় প্রসার পাওয়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে দূর দূরান্ত থেকে এত বেশি খুচরা ও হোলসেল অর্ডার আসা শুরু হলো যে Rosaline Blackstone একটা বাণিজ্যিক কারখানা তৈরি করে ফললেন।
বলা বাহুল্য যে, সেই কাঠ ও ড্রামের (বেরেল) তৈরি ওয়াশিং মেশিনই আজকের আধুনিক রূপ যার রয়েছে অনেক লম্বা এক ইতিহাস। আরেক দিন আরেক লেখায় সেই ইতিহাস জানাবো। এর মাঝে আপনি কম দামে ১০টি ভাল মানের ওয়াশিং মেশিন দেখে নিতে পারেন।
Leave a Reply