ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম আপনার ব্যবসায়িক ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে দারুণ সহযোগী ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে আপনি যদি আপনার ওয়েবসাইটটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেসে তৈরি করতে চান। আপনার ব্যবসার প্রচার ও প্রসারে ওয়েবসাইট থাকাটা জরুরী যার মাধ্যমে আপনার কাস্টমার এবং ক্লায়েন্টরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার খরচ হয়ে যেতে পারে ৩০ হাজার থেকে লক্ষাধিক টাকা।
আপনার কাছে যদি থাকে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম, তাহলে কোন খরচ ছাড়াই আপনি আপনার বিজনেস ওয়েবসাইটি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে। ওয়ার্ডপ্রেসে এমনিতেই ওয়েবসাইট তৈরি করা ফ্রি, তারওপর যদি পেয়ে যান একটি ফ্রি থিম তাহলে তো কোন কথাই নাই। সোনায় সোহাগা। একটি নয়, এখানে আপনার জন্য ৫টি ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিমের তালিকা দেয়া হচ্ছে যেখান থেকে আপনি আপনার পছন্দের থিমটি বাছাই করে নিতে পারেন।
- আউটসোর্সিং এর জন্য সেরা ১০টি ওয়েবসাইট
- গ্রাফিক্স ডিজাইনারদের জন্য সেরা ১০টি ওয়েবসাইট
- ইউটিউব ভিডিও তৈরি করার সেরা ১০টি আইডিয়া
৫টি ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম
এখানে যে ৫টি ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম দেয়া হল তার সবগুলোই রেসপন্সিভ এবং সুন্দর একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য দারুণ উপযোগী। আপনি আপনার ব্যবসার ধরণ এবং ভবিষ্যৎ পরিকল্পণা অনুসারে যে কোন একটি থিম বাছাই করে নিতে পারেন। আর শুরু করতে পারেন ফ্রিতে আপনার বিজনেস সাইট তৈরির কাজ। এই থিমগুলোর যে কোনটি দিয়ে আপনি অনায়াসে একটি ই-কমার্স কিংবা উ-কমার্স সাইট তৈরি করতে পারবেন।
হেস্টিয়া – হাই পাওয়ারফুল বিজনেস থিম
হেস্টিয়া থিমটি তৈরি করা হয়েছে মূলত ই-কমার্স ওয়েবসাইটকে মাথায় রেখে। যে কোন ধরণের পণ্য বিক্রির ই-কমার্স ওয়েবসাইটের জন্য হেস্টিয়া একটি উপযুক্ত ওয়ার্ডপ্রেস থিম। এছাড়া, যে কর্পোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য এটি একটি হাই পাওয়ারফুল থিম। এই থিমে ‘কন্টেন্ট বিল্ডার’ নামে একটি এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে যা আপনাকে আপনার পণ্যগুলো সাজানো, কাস্টমারের জন্য অর্ডার দেয়ার অপশনসহ নানা রকম সুবিধা দেবে। শুধু তাই, কন্টেন্ট বিল্ডার ফিচারটি ব্যবহার করলে আপনি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আপনার ওয়েবাসইটি তৈরি করে ফেলতে পারবেন।
হেস্টিয়া থিমটিকে স্পিড অপটিমাইজড্ করা হয়েছে। কাজেই আপনার সাইটের স্পিড থাকবে ফাটাফাটি। কিছু থিম আছে যা একটা সাইটের স্পিড কমিয়ে দেয়। সাইটের স্পিড কম হলে বা পেজ লোড হতে বেশি সময় নিলে ভিজিটর বিরক্ত হয়ে যায়। এটা ব্যবসার উপর মারাত্মক প্রভাব ফেলে। এই থিমটি ব্যবহারের ক্ষেত্রে সাইটের স্পিড নিয়ে আপনাকে কোন রকম চিন্তা করতে হবে না। আর যেহেতু থিমটি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি, সুতরাং র্যাংক পেতে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। আর থিমের কাস্টোমাইজেশন অপশনটিও আপনার হাতের নাগালে থাকায় যে কোন কিছু পরিবর্তন, পরিমার্জন, সংযোজন এবং বিয়োজন করতে পারবেন অনায়াসে।
শেফলি – ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম
আপনার কাছে যদি Shapely এর মত একটি অসাধারণ থিম থাকে, তাহলে যে কোন ধরণের বিজনেস ওয়েবসাইট তৈরি করা আপনার জন্য কোন ব্যাপারই না। সুষ্ঠুভাবে একটি অনলাইন ব্যবসা পরিচালনার জন্য যত ধরণের ফিচার দরকার হয়, এই থিমে তার সবকটি ফিচারই আছে। এই থিম দিয়ে আপনি যে কোন ধরণের ছোট বড় ব্যবসা, ই-কমার্স সাইট এবং যে কোন কর্পোরেট ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
Shapely থিমটি বুটস্ট্রাফ ৩ ফ্রেমওয়ার্কে তৈরি করা হয়েছে। ফলে, এটি যে কোন ডিভাইসের সঙ্গেই অনায়াসে খাপ খেয়ে যাবে। এমনকি, থিমটি ওয়ার্ডপ্রেসের সব ধরণের প্লাগইনই সাপোর্ট করে। থিমটিতে অসংখ্য কাস্টোমাইজেশন অপশন রয়েছে। সুতরাং, ব্যাকগ্রাউন্ড ইমেজ, কালার, হেডার এবং ফুটার সেকশন সহ আপনার সুবিধা মত যে কোন পরিবর্তন করতে পারবেন।
সিডনি – রেন্সপন্সিভ বিজনেস থিম
আপনি যদি আপনার অনলাইন ব্যবসাকে সফল একটা পর্যায়ে নিয়ে যেতে চান, তবে সিডনি থিমটি আপনার ব্যবাসায়িক ওয়েবসাইটের জন্য সম্পূর্ণ উপযুক্ত একটি ওয়ার্ডপ্রেস থিম। একটা ব্যবসায়িক ওয়েবসাইট যত সুন্দর এবং গোছানো হবে, ব্যবসার বিস্তৃতিও তত প্রসারিত হবে। সিডনি একটি হাই পাওয়ারফুল বিজনেস থিম যা একটি কোম্পানীর ব্যবসা প্রসারকে ত্বরান্বিত করতে দারুণ ভূমিকা পালন করতে পারে। ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য বেশ কিছু কার্যকরি ফিচার দরকার হয়। এই থিমে সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য সব দরকারি ফিচারই রয়েছে।
এই থিমে আপনি যে কোন ধরণের কাস্টোমাইজেশনের সুযোগ পাবেন। যেমন, গুগলের সব ওয়েব ফন্ট ব্যবহার করতে পারবেন। হোম পেজসহ যে কোন পেজের কালার পরিবর্তন করে আপনার নিজস্ব কালার যুক্ত করতে পারবেন। এমনকি, একেক পেজের জন্য একেক ধরণের কালার ব্যবহার করতে পারবেন। থিমের লে-আউট পরিবর্তন করতে চাইলে, মাত্র কয়েকটা ক্লিকেই পরিবর্তন করতে পারবেন।
আপনি আপনার বিজনেস লোগো আপলোড করতে পারবেন, হেডার পরিবর্তন করতে পারবেন। হেডারে নিজস্ব ছবি যুক্ত করা, পুরো স্ক্রিন জুড়ে স্লাইডার ব্যবহার করা, স্টিকি নেভিগেশনসহ সব ধরণের পরিবর্তনের অপশন রয়েছে এই থিমে।
প্যারালাক্স ওয়ান – মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম
যে কোন ধরণের বিজনেস গ্রুপের জন্য একটি অসাধারণ থিম প্যারালাক্স ওয়ান। ছোট হোক আর বড় হোক, যে কোন ব্যবসায়িক ওয়েবসাইটের জন্যই এটি একটি উপযুক্ত থিম। ফ্রি হলেও প্যারালাক্স ওয়ান থিমে রয়েছে অনেক প্রিমিয়াম ফিচার। তাছাড়া, অতিরিক্ত সংযুক্তি হিসেবে এই থিমে আরো রয়েছে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার যা একটা বিজনেস ওয়েবসাইটে যুক্ত করবে নতুন মাত্রা। প্যারালাক্স ওয়ানের সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ল ফিচারটি হচ্ছে ফ্লেক্সিবল প্যারালাক্স স্ক্রলিং। সেই সাথে বেশ কিছু কাস্টোমাইজেশন অপশন থিমটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।
এই থিমের হোম পেজের জন্য রয়েছে অনেকগুলো সিঙ্গেল পেজ যেখান থেকে আপনি আপনার হোম পেজটিকে মনের মত করে সাজাতে পারবেন। আরো একটি অসাধারণ দিক হচ্ছে, আপনি চাইলে আপনার ক্লায়েন্ট এবং কাস্টমারদের জন্য আলাদা আলাদা কন্টাক্ট পেজ তৈরি করতে পারবেন। প্যারালাক্স ওয়ান আপনাকে আরো দিচ্ছে ফিক্সড্ হেডার ইউজ করার সুবিধা। এতে আপনার ভিজিটর যে পেজেই যাক না কেন, হেডারটি সে পেজেই ফিক্সড্ থাকবে। এছাড়া, আরো থাকছে গুগল ফন্ট ব্যবহারের সুবিধা, টাইটেল এবং ইমেজে হোভার ইফেক্ট যুক্ত করার সুবিধা এবং আরো অনেক কিছু।
ইলডি – ফ্রি বিউটিফুল বিজনেস থিম
ইলডি একটি ওয়ান পেজ বিজনেস থিম। বুটষ্ট্রাফ ফ্রেমওয়ার্কে তৈরি এই থিমটি বড় থেকে ছোট যে কোন ডিভাইসের জন্য ফিট। এছাড়া, যে কোন ব্রাউজারের জন্যই এটি কম্পাটিবল। যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ই-কমার্স সাইট কিংবা যে কোন সৃষ্টিশীল কাজের পোর্টপোলিও ওয়েবসাইটের জন্য এই থিমটি নির্ধিদ্বায় ব্যবহার করতে পারেন।
কাস্টোমাইজেশন অপশন যুক্ত থাকায় আপনি অনায়াসে থিমের কালার, ব্যাকগ্রাউন্ড, টেমপ্লেট, উইজেড, হেডার এবং ফুটার সহ যে কোন সেকশন নিজের পছন্দ মত পরিবর্তণ করতে পারবেন। ইলডি থিমের সঙ্গে অনেকগুলো দরকারি প্লাগইন দেয়া আছে। কিছু প্লাগইন ফ্রি আর কিছু প্লাগইন প্রিমিয়াম অর্থাৎ ওই প্লাগইনগুলো ব্যবহার করতে চাইলে আপনাকে কিনে নিতে হবে। তবে যেগুলো ফ্রি হিসেবে দেয়া রয়েছে, সেগুলোই আপনার জন্য যথেষ্ট। ভবিষ্যতে যদি কোন বাড়তি ফাংশনালিটির প্রয়োজন হয় তখন কিনে নেয়া যেতে পারে। আপাতত: এ থিমটি যে কোন ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য আপনার চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে পারবে।
আপনার উপর নির্ভর করছে
উপরে যে ৫ টি ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম এর বর্ণনা দেয়া হলো তার সবকটিই তৈরি করা হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির জন্য। আপনার ব্যবসার ধরণ অনুযায়ী কোন থিমটি আপনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তা নির্ভর করছে আপনার উপর। যে থিমটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হবে তার ডেমো দেখে নিন। ডাউনলোড পেজে গিয়ে থিমটির বিস্তারিত বর্ণনা দেখুন। আর থিমটি কিভাবে সেটিং করবেন তার জন্য রয়েছে ভিডিও টিউটোরিয়াল। তারপরও সেটিং এ কোন সহযোগীতা লাগলে আমাদের জানান। আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করুন।
Leave a Reply