ওয়েবসাইটে ভিজিটরদের জন্যে বিভিন্ন ধরণের তথ্য ডিসপ্লে করার জন্যে টেবিল হচ্ছে অন্যতম সেরা মাধ্যম। এটি হতে পারে বিভিন্ন ধরণের সার্ভিসের লিস্ট, কিংবা প্রোডাক্ট কম্পারিজন, অথবা স্ট্যাটিকস্। যেটিই হোক না কেন, ওয়ার্ডপ্রেস টেবিল প্লাগিন দিয়ে অনায়াসেই এগুলো ক্রিয়েট করা যায়।
এক্সেল শিটের মতো যে কোনও ধরনের তথ্য উপস্থাপনের জন্যে আপনি যা কিছুই শো করতে চান না কেন, আপনাকে অবশ্যই সেটা টেবিল আকারে দেখাতে হবে। আর আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে, তবে এক্ষেত্রে আপনার জন্যে প্রয়োজন ওয়ার্ডপ্রেস টেবিল প্লাগিন যা দিয়ে আপনি কোনও রকম কোডিং করা ছাড়াই টেবিল ক্রিয়েট করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যে এরকমই ৫টি টেবিল প্লাগিন দেখে নিন।
ফ্রি ওয়ার্ডপ্রেস টেবিল প্লাগিন
এর আগে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্যে ৩টি ফ্রি পপ-আপ প্লাগিন নিয়ে আলোচনা করেছিলাম। আজ রিভিউ লিখছি ৫টি টেবিল প্লাগিনের।
Visualizer: Tables and Charts Manager for WordPress
ইন্টারঅ্যাক্টিভ টেবিল ও চার্ট তৈরির জন্যে একটি অসাধারণ প্লাগিন Visualizer যা ব্যবহার করা একদম ফ্রি। ইজি টু ইউজ কাস্টোমাইজেশন ফিচার ব্যবহার করে আপনি নিজের প্রয়োজন মতো টেবিল ক্রিয়েট করতে পারবেন। আর সেই টেবিলকে যে কোনও পেজ বা পোস্টে ডিসপ্লে করতে পারবেন। Visualizer এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি Google Sheets এর সঙ্গে ইন্টিগ্রেট করা এবং আপনি CSV ফাইল থেকে ডাটা ইম্পোর্ট করতে পারবেন।
Data Tables Generator by Supsystic
আপনি যদি বিগ ডাটা সম্বলিত বড় ধরণের টেবিল তৈরি করতে চান, তবে Data Tables Generator আপনার জন্যে উপযুক্ত প্লাগিন। এই প্লাগিন দিয়ে আপনি আনলিমিটেড কলাম এবং রো তৈরি করতে পারবেন। আর এই প্লাগিনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি দিয়ে ফ্রন্ট-এন্ড এডিট করা যায়। সেই সাথে, ডাটা সর্টিং, সার্চিং ও প্যাজিনেশনও করা যায়।
Ninja Tables – Best WP DataTables Plugin for WordPress
আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে টেবিল ক্রিয়েট করার জন্যে কোনও লাইট-ওয়েট প্লাগিন খুঁজে থাকেন, তবে Ninja Tables আপনার জন্যে উপযুক্ত। এটি দিয়ে আপনি হাজারেও বেশি রো এবং কলাম তৈরি করতে পারবেন। সেই সাথে রয়েছে ১০০ রকম স্টাইলিশ টেবিল। এটি উকমার্সের সাথে ইন্টিগ্রেট করা।
TablePress
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে কোনও পোস্ট বা পেজে টেবিল কিংবা চার্ট প্রদর্শণ করাকে অত্যন্ত সহজ করে দিয়েছে TablePress নামক প্লাগিনটি। আপনার যদি সাধারণভাবে কিছু ডাটা উপস্থাপন করার প্রয়োজন হয়, তবে সেটার কুইক সলিউশন হচ্ছে এই প্লাগিন। প্রায় ৭ লক্ষ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে TablePress প্লাগিনটি ব্যবহার করা হচ্ছে। এটি দিয়ে রো ফিল্টিরিং করা যায়, ডাটা সর্টিং করা যায়, সেই সাথে বাটনও ক্রিয়েট করা যায়।
Ultimate Tables
পেজ কিংবা পোস্ট, যেখানেই খুশি ভিন্ন ভিন্ন ধরণের টেবিল কিংবা চার্ট চাইলে Ultimate Tables ব্যবহার করতে পারেন। ডামি টেবিল থেকে পছন্দ করতে পারেন যে কোনও প্রি-ডিজাইন। সেই সাথে, কলাম ও রো বাড়াতে পারেন এবং কমাতে চাইলে তাও পারবেন। এমনকি, রি-অর্ডারও করতে পারবেন। আর টেবিলে সেলের ভেতর চাইলে ট্রেক্টট্ কিংবা এইচটিএমএল কোডও বসাতে পারবেন।
WP Table Builder – WordPress Table Plugin
আপনি যদি এই সুবিধা চান যে, কেবল ড্র্যাগ আর ড্রপ করেই টেবিল ক্রিয়েট করবেন, তবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে WP Table Builder প্লাগিনটি ইউজ করতে পারেন। রেসপনসিবল টেবিল তৈরির ক্ষেত্রে এটি অনন্য। এটি দিয়ে আপনি কম্পারিজন টেবিল, প্রাইসিং টেবিলসহ যে কোনও ধরণের টেবিল ক্রিয়েট করতে পারবেন। WP Table Builder প্লাগিনে বর্তমানে ৬টি ইউজফুল ইলিমেন্ট রয়েছে। সেগুলো হলো শর্টকোড, বাটন, কাস্টোম এইচটিএমএল, লিস্ট, ইমেজ এবং টেক্সট।
উপরোক্ত ৫টি ওয়ার্ডপ্রেস টেবিল প্লাগিন এর যে কোনটি দিয়েই আপনি ফ্রিতে যে কোনও ধরণের টেবিল তৈরি করে আপনার ওয়েবসাইটকে আরো সুন্দর ও ইউজারফ্রেন্ডলি করে তুলতে পারেন।
Leave a Reply