এসির বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত? নানামূখী সমস্যা দেখা দিচ্ছে? দুশ্চিন্তার কোনো কারণ নেই। এসির সাধারণ সমস্যা সম্পর্কে কিছু ধারণা রাখলেই আপনি সহজেই এসি বিস্ফোরণের মত দুর্ঘটনা কিংবা এসি নষ্ট হয়ে যাওয়ার মত বিড়ম্বনার হাত থেকে রক্ষা পেতে পারেন।
আসলে উষ্ণায়নের এ সময়ে গ্রীষ্মকালটা যে তাপ প্রদাহের মধ্যে দিয়ে বাহিত হয়, সে সময়ে এসিটা ছাড়া যেনো আমাদের চলেই না। আর সে কারণেই এসির কিছু খুঁটিনাটি সমস্যা সম্পর্কে কিছুটা ধারণা না থাকলেই নয়।
এসি সম্পর্কে সাধারণ কিছু ধারণা আপনাকে একজন টেকনিশিয়ান হতে সাহায্য করবে। আর যদি আপনি একজন টেকনিশিয়ান হিসেবে ইতিমধ্যেই কাজ শুরু করে থাকেন, তবে এগুলো আপনার দক্ষতা বাড়িয়ে দেবে। আশা করি, কেউ যখন আপনাকে তার এয়ার কন্ডিশনের সমস্যা সমাধানের জন্যে ডাকবে, আপনি তখন আর ফেল করবেন না। খুব সহজেই এবং কম সময়ের মধ্যেই এসি ঠিক করে দিতে পারবেন।
অন্যদিকে, একজন ব্যবহারকারী হিসেবে সবারই এয়ার কন্ডিশনের কিছু সাধারণ সমস্যা সম্পর্কে জেনে রাখা দরকার। এতে করে, তিনি নিজেই নিজের এসির রক্ষনাবেক্ষণ করতে পারবেন। এতে করে এসি বিস্ফোরণের কারণ যেমন জানতে পারবেন, তেমনই সেগুলো এড়িয়ে এসির নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
অন্যদিকে, একজন ব্যবহারকারী প্রয়োজনের মুহূর্তে টেকনিশয়ান ডাকলে ভাল করে বুঝিয়ে বলতে পারবেন। এমনকি, টেকনিশিয়ান তাকে উল্টা-পাল্টা বুঝিয়ে ঠকাতে পারবে না।
মোদ্দা কথা হলো, আপনি এসির ব্যবহারকারী বা বিক্রেতা কিংবা টেকনিশিয়ান, যা-ই হোন না কেন, আপনাকে এসি সম্পর্কে জানতে হবে। বিশেষ করে, ব্যবহারের সময় কখনো কখনো এসির যেসব সমস্যা দেখা দেয় বা দিতে পারে, সেগুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকা চাই।
সুতরাং, চলুন এসির ৮টি সাধারণ সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানা যাক।
এসির সাধারণ সমস্যা ও সমাধান
এসি কেনার আগে যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হয়, সেগুলো সাধারণ গ্রাহক মাত্রই জানেন। কিন্তু, পরবর্তী রক্ষণা-বেক্ষণের জন্যে যে বিষয়গুলো জেনে রাখা জরুরী, সেগুলো সম্পর্কে সবাই সচেতন নয়। তাই, এসি বিক্রেতা, ব্যবহারকারী ও টেকনিশিয়ানদের জন্যে সাধারণ কিছু সমস্যা ও সেগুলোর সহজ সমাধান নিয়ে আলোচনা করা হলো।
১. থার্মোস্ট্যাট ব্যাটারি অন না হওয়া এসির সাধারণ সমস্যাগুলোর মধ্যে একটি
এসি ব্যবহার করার সময় সর্বদাই অত্যন্ত সতর্ক থাকা উচিৎ। যেহেতু এতে বিভিন্ন ধরণের অংশ রয়েছে যা বিভিন্নধর্মী সমস্যার সৃষ্টি করতে পারে। তাই, এসির কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা অবশ্যই খেয়াল করা উচিত। কেননা, এসি রিপেয়ার অর্থাৎ এসির কোনো অংশ নষ্ট হয়ে গেলে তা পুনরায় ঠিক করানো অত্যন্ত ব্যয়সাপেক্ষ। তাই, প্রথম থেকেই সতর্ক থাকলে এ ধরণের ঝামেলা এড়ানো সম্ভব। এসি অন ঠিকমত হচ্ছে কিনা প্রথমেই সেটা আপনাকে যাচাই করে নিতে হবে।
এসি অন হচ্ছে কিনা তা থার্মোস্ট্যাট ব্যাটারির সঠিক কার্যক্রমের নির্ভর করে। এসির থার্মোস্ট্যাট ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, তবে তা পরিবর্তণ করতে হবে। অনেক সময় ব্যাটারি ঠিক থাকলেও এসি অন হয় না। সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে এর অভ্যন্তরে বাতাস ঠান্ডা রাখার জন্য সঠিক মোড কাজ করছে কিনা। যদি না করে থাকে, তবে তা ঠিক করে দিন।
আবার এমন সমস্যাও হতে দেখা যায় যে, থার্মোস্ট্যাট ব্যাটারির সকল কার্যক্রম ঠিক থাকলেও সার্কিট ব্রেকারের ত্রুটির কারণে এসি অন হয় না। এক্ষেত্রে, সুইচ করার মাধ্যমে সার্কিট ব্রেকার রিসেট করুন। এরপর আপনার এসি চালু হয়ে যাবে।
২. এসির অভ্যন্তরীণ অংশ থেকে পানি বের হওয়া এসির সাধারণ সমস্যা
অনেক সময় আপনি দেখবেন এসি থেকে পানি বের হচ্ছে। এর অর্থ হল আপনার এসির সার্ভিসিং করানো প্রয়োজন। তার কারণ হতে পারে আপনার এসির অভ্যন্তরীণ শীতলীকরণ পাইপে শৈবাল কিংবা ছত্রাকের আক্রমণ। যার ফলে এর ঠান্ডা করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং পানি আপনার ঘরের ভিতরে প্রবেশ করছে। আরও একটি কারণ হতে পারে, শীতলীকরণ পাইপ নষ্ট হয়ে যাওয়া। সেক্ষেত্রে, আপনাকে পাইপটি পরিবর্তন করতে হবে।
এই সমস্যাটি একজন দক্ষ এসি টেকনিশিয়ানকে দিয়ে আপনি ঠিক করাতে পারেন। অথবা, নিজেও ঠিক করতে পারেন। এসির সাধারণ সমস্যা হিসেবে এর সমাধান আপনার জানা থাকা ভালো। একটি ভ্যাকুয়াম টিউবের সাহায্যে শীতলীকরণ পাইপের অভ্যন্তরে জমে থাকা শৈবাল আপনি দূর করতে পারেন। ৬ আউন্স ভিনেগার ব্যবহারের মাধ্যমে শৈবাল ধ্বংস করতে পারেন। তবে, আপনি যদি অদক্ষ হন, সেক্ষেত্রে এই কাজটি টেকনিশিয়ানকে দিয়ে করানোই ভালো। অন্যথায়, আপনার এসির ক্ষতি হতে পারে৷
৩. এসির কম্প্রেসর থেকে পানি বের হওয়া এসির আরেকটি সাধারণ সমস্যা
আপনি অনেক সময় দেখে থাকবেন যে এসির কম্প্রেসর যেখানে রয়েছে তার নিচে বেশ খানিকটা পানি জমে আছে। এই সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে। যেমন, এসি সঠিকভাবে স্থাপন না করা, বায়ু ফিল্টার শুকনো থাকা, ভাঙা কনডেন্সেট প্যান, নিম্নমানের এসির কার্যকারিতা ইত্যাদি।
এই সমস্যাটির ক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হল, এসির পাওয়ার বাটন অফ করে দিতে হবে এবং এতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হবে। আপনি যদি দ্রুততর সময়েই এর সমস্যাটি খুঁজে বের করে ঠিক না করান, তবে এসি বিস্ফোরণের মত ঘটনা ঘটতে পারে। এসি কেনার আগেই এ বিষয়টি আপনার নজরে আসা প্রয়োজন। এ ধরণের সমস্যা সমাধানে আপনার অবশ্যই দক্ষ একজন টেকনিশিয়ান প্রয়োজন।
৪. এসির এয়ার ফিল্টার কিংবা বায়ু ফিল্টার নষ্ট হয়ে যাওয়া
এসির অভ্যন্তরে বিভিন্ন অংশ থাকে, যেগুলো প্রত্যেকটি নির্দিষ্ট কিছু কাজ করে থাকে। একটি এয়ার কন্ডিশনার ফিল্টার এসিকে বিভিন্ন রকম ধুলা ময়লা থেকে বাঁচাতে সাহায্য করে। তাই, এয়ার ফিল্টারে যদি ময়লা জমে থাকে, তবে তা ঠান্ডা বাতাস বের হতে বাধা প্রদান করে। এটি এসির বাতাস ঠান্ডা করার প্রক্রিয়াটিতেও বাধা প্রদান করে। এক্ষেত্রে যেহেতু এসির একটি সাধারণ সমস্যা এটি, তাই সবসময় ফিল্টার সম্পর্কে সঠিক ধারণা রাখা উচিৎ। বিশেষ করে এটা জেনে রাখা চাই যে কখন তা পরিবর্তন করা প্রয়োজন। সাধারণত এই সময়টা ৩ থেকে ৪ মাস হয়ে থাকে। স্মার্ট এয়ার কন্ডিশনারগুলো সাধারণত এয়ার ফিল্টারের এই সমস্যাটি নিয়ে সংকেত দিয়ে থাকে।
এই সমস্যার সমাধানে এসির এয়ার ফিল্টার যদি মনে হয় ধুলো ময়লা জমে কার্যকারিতায় বাধা পাচ্ছে, তবে তা পরিষ্কার করতে হবে। এই কাজটি হয়ত আপনি নিজেও পারবেন। যাদের পোষা প্রাণি আছে, তাদের ২ মাস পরপরই এয়ার ফিল্টার পরিষ্কার এবং প্রয়োজন ক্ষেত্রে পরিবর্তন করা প্রয়োজন।
৫. এসির বাইরের অংশ ফ্রিজ হয়ে যাওয়া বা জমে যাওয়া
পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা না থাকা, বাইরের নিম্ন তাপমাত্রা, শীতলীকরণ লেভেল কমে যাওয়া, মোটর সমস্যা, কন্ট্রাক্টর সমস্যা প্রভৃতি কারণে এসির বাইরের অংশ জমে যেতে পারে। এতে এসির কার্যক্রম বাধাপ্রাপ্ত হয়। এই সমস্যার সমাধানে অবশ্যই আপনার টেকনিশিয়ানের সাহায্য প্রয়োজন।
৬. এসি ফ্যান
এসি ফ্যান হল এমন একটি অংশ যেটা বাড়ির বাইরের অংশে স্থাপন করা থাকে এবং ঘরের গরম বাতাস এই ফ্যানের সাহায্যেই এসি ঘর থেকে বাইরে দূরীভূত করে। কিন্তু, অনেক সময় বিভিন্ন কারণে এই এসি ফ্যান সঠিকভাবে বাতাস বাইরে বের করতে পারে না। অনেক সময় এসির অভ্যন্তরীণ কোনো অংশ নষ্ট হওয়ার কারণেও এই সমস্যা হতে পারে যার জন্য এসি নষ্ট হয়ে যেতে পারে। এসি ফ্যান সঠিকভাবে কাজ না করলে কম্প্রেসরে অতিরিক্ত চাপ পড়তে থাকে এবং এক পর্যায়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
তাই, এসি ফ্যান নষ্ট হয়ে গেলে বা ঠিকমত কাজ না করলে বুঝতে হবে যে এতে কোনো তারের কিংবা অভ্যন্তরীণ কোনো অংশের সমস্যা হয়েছে। একজন দক্ষ টেকনিশিয়ানকে দিয়ে এই সমস্যাটি আপনি সমাধান করাতে পারেন।
৭. বৈদ্যুতিক ত্রুটি এসির সাধারণ সমস্যা
এসি যখন অন করা হয়, তখন এর কম্প্রেসর, মোটর এবং এসি ফ্যানের একটি সমন্বিত প্রক্রিয়ায় ঘর ঠান্ডা করা হয়। বৈদ্যুতিক সার্কিট কিংবা তারের সাথে এই প্রত্যেকটি সংযুক্ত। তাই, যদি এসির অভ্যন্তরে কোনো বৈদ্যুতিক ত্রুটি থাকে, কিংবা সংযুক্ত তারটি নষ্ট হয়ে যায়, তবে এসি অন হবে না। তাও যদি এ ধরণের কোনো সমস্যার সম্মুখীন হয়ে এসি অন না করতে পারেন, তবে দ্রুত টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন।
৮. ইভাপোরেটর কয়েল
এসির ইভাপোরেটর কয়েল এর কারণেও অনেক সময় এসির কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয়। এয়ার কন্ডিশনিং সিস্টেম সঠিকভাবে পরিচালনা করার জন্য যে বাতাসের প্রয়োজন হয়, তা সঠিকভাবে যদি সরবরাহ করা সম্ভব না হয়, তাহলে ইভাপোরেটর কয়েল জমে যেতে পারে। অনেক সময় কয়েলের উপর বরফ জমে থাকে। প্রায় ২৪ ঘণ্টা এসি ব্যবহার না করলে এই সমস্যাটি সমাধান হতে পারে। আর যদি সেভাবে সম্ভব না হয়, তবে টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করা আবশ্যক।
অবশেষে যা বলতে হয়
এসির সাধারণ সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব। এতে খরচও অনেক কম হয়ে থাকে। যদি এই সমস্যাগুলোর প্রতি আপনি বিশেষ নজর প্রদান না করেন, তবে এই সমস্যাগুলো অনেক বড় আকার ধারণ করবে যা থেকে এসি নষ্ট হওয়ার সম্ভাবনাও বিদ্যমান। সুতরাং, এসি নষ্ট হওয়া কিংবা বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেতে যেকোনো সমস্যা দেখা দিলে অতি দ্রুত তা সমাধান করুন এবং সবসময়ই এসির রক্ষণাবেক্ষণ করুন। আর এই গরমেও ঠান্ডা শীতল বাতাস উপভোগ করুন।
Nuralam Siddik says
আমার রুমের এসিটা নিয়ে বেশ ঝামেলায় আছি। কয়েক দিন পরপরই এসিতে সমস্যা দেখা দেয়। কখনো সাধারণ সমস্যা, কখনো জটিল। মেকানিক ডেকে যদিও ঠিক করে নিচ্ছি, কিন্তু এই ঝামেলা আর ভাল লাগছে না।