এক নাম্বার থেকে আরেক নাম্বারে এসএমএস ডাইভার্ট করা কঠিন কিছু নয়। এমনকি, যে কোনও ইমেলেও চাইলে আপনি এসএমএস ডাইভার্ট করে রাখতে পারেন। এতে করে, আপনার ফোনে থাকা সকল এসএমএস ডাটা সেফ থেকে যাবে, যদি আপনার ফোনটি নষ্ট বা অকেজো হয়ে যায়।
এসএমএস ডাইভার্ট কি?
এক মোবাইল থেকে আরেক মোবাইলে, কিংবা মোবাইল থেকে কম্পিউটারে, কিংবা ইমেলে এসএমএস পাঠানোর যে প্রযুক্তিগত প্রক্রিয়া, তাকেই এসএমএস ডাইভার্ট বলে।
কিভাবে এসএমএস ডাইভার্ট করবেন?
এসএমএস ডাইভার্ট করা কল ডাইভার্ট চালু ও বন্ধ করার উপায় এর মতোই। তবে, এটা নির্ভর করছে আপনার অপারেটিং কোম্পানীর উপর অর্থাৎ আপনি যে কোম্পানীর সিম ব্যবহার করছেন তার উপর। আমাদের দেশের অপারেটিং কোম্পানীগুলোর কল ডাইভার্ট করার সুবিধা থাকলেও, এসএমএস ডাইভার্টের সুযোগ নেই। তাই, বলে কি আপনি থেমে থাকবেন, ডাইভার্ট করবেন না? বিকল্প উপায় দেখবেন না?
হুম, এসএমএস ডাইভার্টের বিকল্প উপায় রয়েছে আর সেটা হচ্ছে অ্যাপ ব্যবহার করা। এ-রকম কিছু অ্যাপের নাম ও ডাউনলোড লিংক নিচে দেয়া হল। এগুলো থেকে পছন্দ মতো যে কোনটি ইনস্টল করে নিন। আর একবার ইনস্টল করলে নিজে নিজেই বুঝতে পারবেন কিভাবে সেটিংস্ করবেন।
- SMS to phone/mail – auto redirect
- Mysms SMS Text Messaging Sync
- SMS Forwarder: Messaging and More
- SMS Forwarder
আশা করি, উপরোক্ত অ্যাপগুলোর যে কোনটি দিয়েই আপনি অনায়াসে এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট করতে পারবেন। যদি অ্যাপগুলো ব্যবহারে কোনও সমস্যা বোধ করেন, তবে আমাদের জানাতে পারেন।
MD Samim says
এসএমএস ডাইভার্ট করার প্রক্রিয়াটি বেশ ভাল লেগেছে। আশা করি, যারা এক নাম্বার থেকে অন্য নাম্বারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে এসএমএস ডাইভার্ট করতে চান, তাদের জন্যে এটি একটি উপকারি পোস্ট হিসেবে বিবেচিত হবে।