ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার আপনার কম্পিউটারকে বিনামূল্যে সুরক্ষা দিতে পারে। ভাইরাস, ম্যালওয়্যারসহ যাবতীয় সব ধরণের ক্ষতিকর প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে না পারলে বড় ধরণের ক্ষতির সম্ভাবণা থেকে যায়। আর সম্ভাব্য সব ক্ষতি থেকে রক্ষা করতে পারে এন্টিভাইরাস সফটওয়্যার।
কম্পিউটার বর্তমান সময়ের জন্য একটি অতি প্রয়োজনীয় ডিভাইস। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সকল কাজের সাথেই কম্পিউটার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িয়ে আছে। হিসাব নিকাষ থেকে শুরু করে প্রত্যেকটি কাজ বর্তমানে কম্পিউটার ভিত্তিক। তাই, কম্পিউটারের সঠিক যত্ন নেওয়া আমাদের জন্য অতি গুরুরুত্বপুর্ণ একটি কাজ।
সঠিকভাবে যত্ন না নিলে কম্পিউটারের হতে পারে বিভিন্ন রোগ, যে রোগগুলোকে আমরা ভাইরাস অ্যাটাক বলে থাকি। আর ক্ষতিকর ভাইরাস থেকে কম্পিউটার রক্ষার সহজ উপায় হচ্ছে এন্টিভাইরাস সফটওয়্যারের ব্যবহার।
ভাইরাস আপনার কম্পিউটারের গুরুত্বপুর্ণ হিসাব কিংবা কোন প্রয়োজনীয় তথ্যকে নিমিষেই ভ্যানিশ করে দিতে পারে। আর সেক্ষেত্রে আপনি মহা মুশকিলে পড়তে পারেন। বিপদেসহজ পড়ার আগেই যদি আপনি সচেতন হয়ে যান এবং ভাল কোন এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন, তাহলে হয়তো আপনি অনেকাংশে হয়রানি মুক্ত থাকতে পারবেন।
আপনার এন্টিভাইরাস সফটওয়্যারটি হতে পারে ক্রয় করা কিংবা ফ্রি, যেটাই ব্যবহার করেন না কেন, আপনার কম্পিউটার থাকবে সুরক্ষিত।
কম্পিউটার সুরক্ষার জন্য সফট্ওয়্যার প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফট্ওয়্যার বানিয়ে থাকে। এর মধ্যে কিছু ক্রয় করে নিতে হয়, আবার কিছু ফ্রি পাওয়া যায়। যদি আপনি কম্পিউটারের সুরক্ষার পাশাপাশি আপনার পকেটের টাকাকেও সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনার জন্য ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এর বিকল্প নাই।
ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার
এর আগে আমরা স্মার্টফোনের জন্যে সেরা ২টি এন্টিভাইরাস অ্যাপস্ নিয়ে আলোচনা করেছিলাম। আর আজ আলোচনা করতে যাচ্ছি কম্পিউটারের জন্যে অ্যান্টিভাইরাস নিয়ে। কম্পিউটার সুরক্ষার জন্য আপনি যদি কোন ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যাররের সন্ধানে থাকেন, অথবা ফ্রি এন্টিভাইরাস কালেশনে কোনটি আপনার সবচেয়ে বেশি উপযোগী সেটা জানতে আগ্রহী থাকেন, তাহলে বলব আপনার মনের প্রশান্তি এবং আপনার কম্পিউটারের সঠিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র লেখাটি।
Avast! Free Antivirus
আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, আপনারা সবাই কম বেশি Avast! কে চিনে থাকবেন। সবচেয়ে জনপ্রিয় এন্টিভাইরাস মনে হয় এটাই। সেই ১৯৮৮ সাল থেকে এন্টি ভাইরাসের বাজারে রাজত্ব করছে মি: Avast! এন্টিভাইরাস। বর্তমানে বাজারে তাদের Avast! Free Antivirus নামে একটি ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার প্রচলিত আছে।
অনুসন্ধানের দিক দিয়ে এই সফট্ওয়্যারকে ঈগল বা বাজ-চোখা বলা যেতে পারে। এটার খুবই তুখোড় দৃষ্টি থেকে পালিয়ে পার পায় কোন ভাইরাস কিংবা ক্ষতিকর কোন সফট্ওয়্যার! পুরোনো এবং দুরদর্শিতার কারণে সবার চোখের মনি এই ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার। তাই সবচেয়ে বেশি ব্যাবহৃত হওয়ার গৌরবের মুকুট শোভা পাচ্ছে Avast! এর মাথায়।
এটা ব্যাবহারের জন্য আপনার উইন্ডোজ 7, 8, 10, Vista ,কিংবা XP এর যে কোন একটির ব্যাবহারকারী হওয়া আবশ্যক।
Adaware Antivirus
এই ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যারকে AD-AWARE সফট্ওয়্যার ভাবলে আপনি ছোট্ট একটু বিভ্রান্তিতে আছেন। দুটি মুলত একই ঔরশজাত হলেও পুরোপুরি ভিন্ন। আপনি অনেক ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার পাবেন। কিন্তু আপনার যদিই-মেইল স্ক্যানিং এ প্রোব্লেম থাকে তবে আপনার জন্য সবচেয়ে সহায়ক হবে এই Adaware Antivirus সফট্ওয়্যারটি।
বহু গুনাগুন সম্বলিত এই সফট্ওয়্যার আপনি খুব সহজে ব্যবহারকরতে পারবেন। এটার ব্যবহারে আপনার কম্পিউটার থাকবে সুরক্ষিত এবং ভাইরাসমুক্ত। উইন্ডোজ 7, 8 এবং 10 সহ Vista এবং XP তে সহজেই মানিয়ে নেবে এই Adawar Antivirus নামক ফ্রি এন্টিভাইরা সসফট্ওয়্যার।
AVG Antivirus
কম্পিউটারের জন্য ফ্রি এন্টিভাইরাস সফটওয়ার জগতে উজ্জ্বল নক্ষত্র AVG Anitvirus। এটির কার্যক্ষ্মতা অন্য সব ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার থেকে একটু আলাদা। এই সফট্ওয়্যারের এন্টি-স্পাইরাল স্ক্যান একটা বিশেষ গুন। তাছাড়া ইমেল স্ক্যানিং, লিংক স্ক্যানিংসহ আরও কিছু বিশেষ ক্ষমতা এই সফট্ওয়্যারকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। তাছাড়া, অটোমেটিক ভাইরাস ক্যাচিং AVG কে নিয়ে গেছে অন্যতম ফ্রি এন্টিভাইরাস সফটওয়ারের উচ্চ আসনে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ফ্রি এন্টি ভাইরাস সাধারণত ফ্যাক্টরি কিংবা বড় বড় প্রতিষ্ঠানে বেশি সমাদৃত।
ব্যবহারকরার ক্ষেত্রে AVG উইন্ডোজ 7, 8, 10, Vista এবং XP ব্যাবহারকারীদের পছন্দ করে থাকে।
Avira Antivirus
উচ্চ শিক্ষিত ও মার্জিত টাইপের যদি কোন ফ্রি এন্টি ভাইরাস সফট্ওয়্যার থেকে থাকে, তাহলে সম্ভবত সেটি হবে Avira Antivirus সফট্ওয়্যার।
অন্য সবার চেয়ে পরিমানে একটু বেশিই জায়গা দখল করে এই মহাশয়। কাজের ক্ষেত্রেও দেখা যায় নিট এন্ড ক্লিন। সব ভাইরাসকে খুব ভদ্রভাবে দমন করবে এই সফট্ওয়্যার। আমার মতে, যারা নতুন ব্যবহারকারী কিংবা একটু কম অভিজ্ঞ, তাদের এই Avira থেকে একটু দুরত্ব বজায় রাখাই ভাল। মাঝে মাঝে একটু আধটু ভয় দেখিয়ে কাজ হাসিল করার মত অভ্যেস আছে এই সফট্ওয়্যারের। তাই নতুনরা ভীত কিংবা হতাশ হওয়ার আগে বুঝে-শুনে ব্যবহার করবেন, এটাই প্রত্যাশা।
উইন্ডোজ 7, 8, 10, Vista এবং XP এর পাশাপাশি MAC এবং Linux ব্যাবহারকারীরা Avira এর ফায়দা লুটতে পারবেন অনায়েসে।
Amiti Antivirus
ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার জগতে একটি পরিচিত নাম Amiti Antivirus। ভাইরাস এবং ম্যালওয়্যার অনুসন্ধানের দিক দিয়ে এটা খুবই জনপ্রিয়। ভাইরাসকে খুঁজে খুঁজে বের করা অত:পর যমের বাড়ি পাঠিয়ে জগত জোড়া নাম কামিয়েছে এই মহাশয়। এক দুই নয়, পুরো চার –চার ধনের স্ক্যানিং করতে পারে এই ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার।
শুধু তাই নয়, ব্যবহার করার দিক দিয়েও এটা সহজবোধ্য। পরিচালনার সব নির্দেশনা স্কিনেই দিয়ে দেয় এই সফট্ওয়্যার। ব্যাবহারকারীদের অতিরিক্ত মেমরি জবর দখল না করে স্বস্তির নি:স্বাস ফেলার সুযোগ দেয় এই Amiti সফট্ওয়্যার। এই সফট্ওয়্যারটি তার নিজের কৃর্তিত্ব প্রদর্শন করে থাকে শুধুমাত্র উইন্ডোজ 7, 8, 10, Vista এবং XP ব্যাবহারকারীদেরকে।
Immunet
ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার এর জগতে অন্যতম স্থান দখল করে আছে Immunet সফট্ওয়্যার। এটার সহজ ব্যবহার ইউজারদের খুবই আনন্দ দেয়। এই সফট্ওয়্যারের বিশেষ গুন হচ্ছে আপডেটের জন্য কোন তাগিদ দেয় না। এই গুনটি Immunet কে দিয়েছে এক অনন্য মর্যাদা। তাছাড়া অন্য সব ফ্রি এন্টি ভাইরাসের মাঝখান দিয়ে নিজের মত করে ভাইরাসকে ঘায়েল করার মত ক্ষমতা রাখে এই সফট্ওয়্যার। এই সব বিশেষ কার্যকারিতা Immunet কে দিয়েছে ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার জগতে এক অন্যতম পছন্দনীয় হবার মর্যাদা।
Immunet লাভারদের জন্য একটা কষ্টের খবর হচ্ছে, শুধুমাত্র উইন্ডোজ 10 এবং উইন্ডোজ XP ব্যাবহারকারীদের সাথেই বন্ধুত্ব করতে রাজি হয়ে থাকে এই সফট্ওয়ার।
Forticlient
পান্ডা প্রোডাকশনের ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার হচ্ছে Forticlient। ফ্রি এন্টিভাইরাসের জগতে একটি ইউনিক সফট্ওয়্যার হিসেবে পরিচিত এটি। ভাইরাসকে নিজের স্টাইলে খতম করতে ওস্তাদ এই সফট্ওয়্যার। ভাইরাস এর পাশাপাশি bots, worm, troyans, spywec এর দিকেও সজাগ দৃষ্টি রাখতে পারে এইসফট্ওয়্যার। এছাড়াও আরও বহুবিধ গুনে গুণান্বিত এই সফট্ওয়্যারটি।
ব্যাবহারকারির কাছে উইন্ডোজ 7, 8, 10, XP, Vista এই সবের যে কোন একটা থাকলেই এই সফটওয়ার থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে পাবে কম্পিউটার।
Bitdefender Antivirus
Bitdefender Antivirus স্বতন্ত্র কিছু বিশেষ গুনের জন্য ব্যাবহারকারীদের মনে এবং কম্পিউটারে বিশেষ স্থান দখল করে নিয়েছে। এটা খুব অল্প জায়গায় নিজেকে মানিয়ে নেয়, অর্থাৎ কনফিগারেশনের ঝামেলা কম। সহজ ব্যাবহারিক নিয়ম-কানুন সফটওয়ারটিকে নিয়ে গেছে জনপ্রিয়তার তুঙ্গে।
ব্যবহারকারী ইচ্ছে করলে সফট্ওয়্যারটি লুকিয়ে রেখেও ব্যবহার করতে পারবে। এই সফট্ওয়্যার আপগ্রেডের জন্যও তুলনামুলকভাবে কম বায়না ধরে, অর্থাৎ আপগ্রেডের ঝামেলা কম। সব মিলিয়ে ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার হিসেবে বেস্ট চয়েজ হতে পারে এটি।
উইন্ডোজ 7, 8, Vista এবং XP ব্যবহারকারীরা অনায়াসে ব্যবহার করতে পারবেন সফটওয়ারটি।
Baidu Antivirus
Baidu Antivirus সফট্ওয়্যারের ব্যবহার খুবই সহজ এবং প্রাঞ্জল। নতুন ব্যবহারকারীদের জন্য খুবই কার্যকর ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার। এর বিশেষত্ব অটো আপডেট USB ড্রাইভ স্ক্যান। ব্যবহারকারীদের সুবিধার্থে এই ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার দিচ্ছে পাসওয়ার্ড এর ব্যবস্থা। তাছাড়া আপডেটের দুশ্চিন্তা থেকে মুক্তি দানকারী এই সফট্ওয়্যার খুব দ্রুত আপন হয়েছে ব্যাবহারকারীদের।
এই উপকারি সফট্ওয়্যার কম্পিউটারে জায়গা দিতে চাইলে অবশ্যই উইন্ডোজ 7, 8, 10, Vista অথবা XP থাকা আবশ্যক।
Comodo Antivirus
ব্যবসায়িক কম্পিউটার সুরক্ষায় Comodo Antivirus অধিক জনপ্রিয়। কম্বো পরিবারের সদস্য এই ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার। কুইক রান এর বিশেষ গুণ। তাছাড়া, বিভিন্ন জানা অজানা সোর্স থেকে ভাইরাস শনাক্ত করতে পারে। পাশাপাশি আননোন সোর্সেও ভাইরাসকে আক্রমন করতে দেয় না। সব মিলিয়ে এই ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার অনুগত সহচরের মত কাজ করে যায়। মনিবের অজান্তেই বাঁচিয়ে দেয় মনিবের প্রিয় কম্পিউটারকে।
এটা ইনস্টলের জন্য উইন্ডোজ 7, 8, 10, Vista অথব্য XP থাকা জরুরি।
এছাড়াও আরও অনেক ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার পাওয়া যায়, যা কম্পিউটারের সর্বোচ্চ সুরক্ষা দিয়ে থাকে। উপরের থেকে পছন্দমত সফট্ওয়্যারটি বেছে নিতে পারেন নিজের কম্পিউটারকে ভাইরাস মুক্ত এবং নিরাপদ রাখতে।
Leave a Reply