সিরিজ নির্ধারনী ৫ম ওয়ানডেতে ভারত অনায়াস এক জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটের এই বিশাল জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের সামনে দাড়াতেই পারেনি অতিথিরা। ১০৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। ইনিংসের একেবারে শুরুতেই ফিরে গেছেন কিয়েরন পাওয়েল ও শাই হোপ।
এরপর অভিজ্ঞ মারলন স্যামুয়েলস ও রোভম্যান পাওয়েল পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। দু’জনে মিলে ইনিংস সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েন।
জাদেজার বলে কোহলির ক্যাচ হয়ে মারলন স্যামুয়েলস ফিরে গেলে ভাঙ্গে এ জুটি।
এরপর সর্বোচ্চ রানের জুটি হল উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার ও কেমো পলের ২১ রানের জুটি।
যে দুজনের ওপর সবচেয়ে বেশী আশা করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেই শাই হোপ- শিমরন হেটমায়ার দুজনই হতাশ করেছেন আজ।
হোপ ফিরেছেন কোন রান না করেই, আর হেটমায়ার ৯ রান করে জাদেজার শিকার হয়েছেন।
রবীন্দ্র জাদেজার ঘূর্ণীর সামনে দাড়াতে না পেরে একশ’র নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরী হয় ওয়েস্ট ইন্ডিজের।
তবে দলকে সে লজ্জা থেকে রক্ষা করে মারলন স্যামুয়েলসের ২৪ রান, রোভমান পাওয়েলের ১৬ ও অধিনায়ক জেসন হোল্ডারের ২৫ রানের সুবাদে।
রবীন্দ্র জাদেজা নেন ৪ টি মূল্যবান উইকেট।
১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ রানের মাথায় শিখর ধাওয়ানকে হারায় ভারত।
এরপর রোহিত শর্মা-বিরাট কোহলির অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে সহজ জয় পায় ভারত।
মাত্র ১৪.৫ ওভারেই লক্ষ্যে পৌছে যায় ভারত।
রোহিত শর্মা করেন ৫৬ বলে ৬৩ রান, ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি।
প্লেয়ার অব দ্যা ম্যাচঃ রবীন্দ্র জাদেজা
প্লেয়ার অব দ্যা সিরিজঃ বিরাট কোহলি
Leave a Reply