গেমারদের কাছে গেম আনলক করা একটি আকর্ষণীয় ব্যাপার। তাই আজ আপনাদের জন্যে অ্যাপ সেকশনে থাকছে এমন একটি অ্যাপ যা দিয়ে মুহূর্তের মধ্যে আপনি অনেক জনপ্রিয় গেম আনলক করে ফেলতে পারবেন।
কোন গেম খেলতে গিয়ে ফ্রিতে জেমস, কয়েন পেতে কার না ভালো লাগে? এই অ্যাপটির সাহায্যে আপনি আনলিমিটেড জেমস অথবা কয়েন নিয়ে নিতে পারবেন। আনলক করতে পারবেন গেমের সব লকড ফিচার। মুহূর্তেই বনে যেতে পারবেন গেমের দুনিয়ায় রাজা। তবে আর দেরি কেন? চলুন পরিচিত হয়ে নেই গেম গার্ডিয়ান নামের এই বিশেষ অ্যাপটির সাথে।
GameGuardian
অ্যাপটির চলতি ভার্সন 8.51.0 যা শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যে পাওয়া যাচ্ছে। অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাবে না, গুগলে GameGuardian লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। অথবা, নিচের লিংক বাটন থেকে ডাউনলোড করে নিন।
যা যা লাগবেঃ
শুরুতেই আপনার ডিভাইসে রুট পার্মিশন আছে কী না চেক করে নিতে হবে। কারণ ফোন রুট করা না থাকলে এটি আপনার ফোনে ইন্সটল হবে কিন্তু কাজ করবে না। আপনার অ্যান্ড্রয়ডটি রুট করার জন্যে আপনি Farmaroot অথবা Kingroot ব্যবহার করতে পারেন।
আপনি ফোন রুট না করেও এটি ব্যবহার করতে পারবেন, যদি আপনার পিসি থাকে। তবে সেখানে Android Emulator বিশেষ করে NOX অথবা Bluestacks ইন্সটল করে সেটিংস থেকে রুট পার্মিশন অপশনে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। নক্স ও ব্লুস্টেকস্সহ সেরা অ্যান্ড্রয়েড ইমুলেটর ডাউনলোড করতে আমাদের এই লেখাটি দেখে নিন।
দ্বিতীয়ত, আপনার অ্যান্ড্রয়েডটির ভার্সন 2.3.3+ হতে হবে।
যেভাবে ব্যবহার করবেনঃ
প্রথমে অ্যাপটি ইন্সটল করে চালু করুন। তারপর Start অপশন চাপুন। আপনার সুবিধার্তে স্ক্রিনশট যুক্ত করে দেখানো হল।
স্টার্ট চাপলে অ্যাপটির আইকনটি আপনার ডিভাইসের স্ক্রিনে ফ্লোটিং স্ক্রিন হিশেবে ভাসবে নিচের ছবির মত।
তারপর আপনি যেই গেমটি আনলক করতে চান, সেটি চালু করুন। আমি এখানে Zombie Catchers গেমটি আনলক করা দেখাব। গেমের স্ক্রিনের উপরও গেম গার্ডিয়ান অ্যাপের আইকনটি ভাসতে দেখবেন। সেটিতে চাপতে হবে। চাপলে সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত গেমটি শুরুতেই দেখতে পাবেন, সেটি সিলেক্ট করুন।
অতঃপর সেটি সিলেক্ট করে অ্যাপের সার্চ অপশন সিলেক্ট করে Known অপশনে চাপুন। চাপলে নিচের স্ক্রিনশটের ছবিটি দেখতে পাবেন।
এবার আপনি সেখান থেকে Type সিলেক্ট করুন। এখান থেকে আপনি D Word অপশনটি সিলেক্ট করবেন। আর value তে আপনি যে জিনিসটা (জেমস,কয়েন) বাড়িয়ে নিতে চান, তার আসল পরিমানটা বসাবেন। ধরুন, আমি Zoombie Catcher গেমটা আনলক করবো, আমার জেমস আছে 39। নিচের চিত্রতে দেখতে পাবেন। এই পরিমানটাই আমি value তে বসিয়ে সার্চ করবো।
সার্চ করার পর আপনি যে সংখ্যাটি লিখে সার্চ দিয়েছেন, সেটি স্ক্রিনে শো করবে। একের অধিক নাম্বারও শো করতে পারে। আমার ক্ষেত্রেও অনেকগুলো ফলাফল শো করেছে।
এখন প্রশ্ন হল আমি কোন নাম্বারটি সিলেক্ট করবো? সার্চের ফলাফল একটা হলে আপনি সহজেই সেটা সিলেক্ট করতে পারতেন। তবে একের অধিক ফলাফল আসলেও সেক্ষেত্রে খুব একটা টেনশনের কারণ নেই। এজন্য আপনি যে জিনিসটির নাম্বার (কয়েন, জেমস) লিখে সার্চ দিয়েছেন, সেটিকে একটু কমিয়ে নিবেন।
ধরুন আমার জেমস ছিলো 39। আমি এটিকে একটু খরচ করে 29 করেছি। এখন আমি আবার Known অপশনে ক্লিক করে Type থেকে D Word সিলেক্ট করে Value তে 29 বসিয়ে আবার সার্চ দিবো। এরপর আপনি নিচের চিত্রের মত একটি ফলাফল দেখতে পাবেন।
এখন আপনি এটি সিলেক্ট করে 29 এর জায়গায় আপনার ইচ্ছামত নাম্বার বসিয়ে দিবেন। এরপর নিচের চিত্রের মত Save as এ ক্লিক করে Yes চাপবেন।
এরপর আপনি দেখতে পাবেন 29 এর মান পরিবর্তণ হয়ে আমার ইচ্ছামত দেওয়া নাম্বারটি সেভ হয়ে গিয়েছে। এখন আপনি উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে অ্যাপটা মিনিমাইজ করে দিবেন।
এখন গেম থেকে বের হয়ে অথবা গেম Exit করে পুনরায় গেমে ঢুকলে দেখতে পারবেন আপনার জেমসের পরিমান 9999999 হয়ে গিয়েছে।
আশা করি, আপনারা আমার দেখানো মত পদ্ধতি অনুসরণ করে GameGuardian এর মাধ্যমে এখন অনেক জনপ্রিয় গেম আনলক করে ফেলতে পারবেন। আর নিজের ইচ্ছেমত জেমস কয়েন নিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন আপনার বন্ধুকে।
Tanvir Hasan says
ফ্রী ফায়ারে ডায়মন্ড নেওয়া যাবে এর মাধ্যমে?