গতকাল রাতে নিজেদের মাঠে খেলতে নেমেছিল সিটি, অতিথি হয়ে জুভেন্টাস খেলতে নেমেছিল এসি মিলানের মাঠে। জয় পেয়েছে দুটি দলই।
ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস জয় পেয়েছে
ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখী হয়েছিল নগর প্রতিদ্বদ্ধী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
গার্দিওলা মুখোমুখী হয়েছিলেন হোসে মরিনহোর।
তাতে শেষ পর্যন্ত মুখে হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন গার্দিওলা। সিটি জিতেছে ৩-১ ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই বলের পজিশন ধরে রেখে খেলছিল সিটি।
প্রথমার্ধেই বের্নাদো সিলভার পাস থেকে গোল করেন ডেভিড সিলভা। এরপর অ্যাগুয়েরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে সিটি।
ইউনাইটেডের অ্যান্থনি মার্শিয়াল স্পট-কিক থেকে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেন নি। ৮৬ মিনিটে গোল করেন গুন্দোগান।
এই জয়ে ইংলিশ লীগে এখনও অপরাজিত সিটি, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
জুভেন্টাস
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তুরিনের “ওল্ড লেডিরা”।
সান্দ্রোর দারূণ একটি ক্রস থেকে হেডে গোল করেন মারিও মানজুকিচ।
তারপর থেকে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার চেষ্টা করা শুরু করে স্বাগতিক এসি মিলান।
একের পর এক আক্রমণের ফলাফল হিসেবে পেনাল্টি পায় মিলান। কিন্তু হিগুয়েনের পেনাল্টি ঠেকিয়ে দেন সেজনি।
এরই মধ্যে সহজ একটি সুযোগ মিস করে বসেন রোনালদো। কিছুক্ষণ পর রোনালদোর পাস থেকে দিবালার শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়াতে আরও অপেক্ষা করতে হয় জুভদের।
৮১ মিনিটের সময় কন্সালোর শট ঠেকিয়ে দিয়েছিলেন মিলান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। কিন্তু বিপদমুক্ত করতে পারেন নি। ফিরতি বলে ভলি করে ব্যবধান বাড়িয়ে নেন রোনালদো।
ম্যাচের শেষ ১০ মিনিটের খেলা চলাকালীন সময়ে হতাশা থেকে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন হিগুয়েন।
২-০ গোলের এই জয়ে “সিরি এ” এখনও অপরাজিত জুভেন্টাস। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
Leave a Reply