উবার থেকে আয় করা যায় এই কথাটা নিশ্চয়ই শুনেছেন? যদিও বর্তমান সময়ে শুনেছেন বলাটা ভুল! কেননা প্রতিমাসে ২৪ শতাংশ হারে গাড়ির ড্রাইভার এবং যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে হিসাবে উবার থেকে টাকা উপার্জণ করা যায় কিনা এটা নিয়ে আলোচনা করার চাইতে, উবার অ্যাপের মাধ্যমে কিভাবে টাকা আয় করা যায় এই নিয়ে আলোচনা করাটা বেশি যুক্তিযুক্ত।
উবার এমন একটি সেবা যার মাধ্যমে উবার কোম্পানি, গাড়ির মালিক এবং ড্রাইভার এই তিন পক্ষই একসাথে লাভবান হতে পারে। আপনি যদি গাড়ির মালিক হয়ে থাকেন, তবে শুধু গাড়িটি দিয়ে প্রতিদিন কমপক্ষে ২ হাজার টাকা আয় করতে পারবেন। আর আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন, তবে মোটামুটি ১০টি ট্রিপ দিতে পারলে দৈনিক ৪ হাজার টাকা করে আয় করতে পারবেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে উবার থেকে কিভাবে আয় করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। তবে, তার আগে আমাদের অবশ্যই জানা উচিৎ, উবার কি আর এটি কিভাবে কাজ করে। অর্থাৎ, উবার থেকে উপার্জণ করার পদ্ধতি জানার আগে উবার কোম্পানি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে রাখা প্রয়োজন।
উবার কি?
উবার মূলত একটি ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান, যদিও তাদের নিজস্ব কোন ট্যাক্সি নেই। তারা এই ট্যাক্সি সেবা দিয়ে থাকে অ্যাপের মাধ্যমে যা স্মার্টফোনে কাজ করে। উবারের একটি অ্যাপ থাকে যাত্রীর নিকট এবং অন্য আরেকটি অ্যাপ থাকে ড্রাইভারের নিকট। যাত্রী এবং ড্রাইভার উভয়েই এই অ্যাপের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে থাকে।
অ্যাপ-নির্ভর এই অনন্য ট্যাক্সি সেবাদানকারী নেটওয়ার্কটি চালু করে Uber Technologies, Inc নামের একটি অ্যামেরিকান মাল্টিন্যাশনাল ট্রান্সপোর্টেশন কোম্পানী। প্রথমে এই কোম্পানীর নাম ছিল UberCab by Garrett Camp যা পরে সংক্ষিপ্ত হয়ে Uber নামে পরিচিতি পায়। ২০০৯ সালে এটি প্রতিষ্ঠা করেন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট StumbleUpon এর কো-ফাউন্ডার ও কম্পিউটার প্রোগ্রামার Travis Kalanick।
উবার কিভাবে কাজ করে?
যাত্রীর অ্যাপ থেকে যাত্রী যখন কোথাও যাওয়ার জন্য গাড়ির রিকোয়েস্ট করে, তখন ওই এলাকার আশেপাশে থাকা উবার ড্রাইভার গাড়ি রিকোয়েস্টের একটি নোটিফিকেশন পায়। সেই নোটিফিকেশন অনুযাযী ড্রাইভার যাত্রীর নিকট এসে হাজির হয়। আর এইভাবে খুব সহজে যাত্রী যেমন তার নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি পায়, তেমনি ড্রাইভারও খুব সহজে ভাড়া পায়।
যাই হোক, এবার মূল প্রসঙ্গে অর্থাৎউবার থেকে কেমন করে আয় করবেন সেই প্রসঙ্গে যাওয়া যাক।
উবার থেকে আয় করার উপায়
উবার থেকে দুটি পদ্ধতিতে আয় করা যায়। যথা:
- গাড়ি ভাড়া দিয়ে
- ড্রাইভার হয়ে
গাড়ি ভাড়া দিয়ে উবার থেকে উপার্জন
আপনার যদি নিজস্ব গাড়ি থেকে থাকে অথবা যদি অলস অর্থ থাকে, তবে সেই অর্থ দিয়ে একটি গাড়ি ক্রয় করে উবার থেকে সহজে আয় করতে পারবেন। সুতরাং, জেনে নিন উবারে কিভাবে গাড়ি ভাড়া দেবেন এবং প্রতি মাসে ২০ থেকে ৭০ হাজার টাকা আয় করবেন। আশা করি, আপনার নিকট গাড়ি আছে। এবার চলুন জানা যাক, উবারে গাড়ি দেয়ার জন্য কি কি আবশ্যিক শর্ত পূরণ করতে হবে।
গাড়ির মডেল: গাড়ির মডেলের ক্ষেত্রে কমপক্ষে ১৯৯১ সালের গাড়ি থাকতে হবে। হ্যাচব্যাক, সেডান, এসইউভি বা মিনিভান এই ৪ ধরণের যে কোন একটি হতে হবে। ভাল গাড়ি হতে হবে। তথা লক্কড়-ঝক্কর কিংবা রং উঠে যাওয়া গাড়ি হলে হবে না।
রেজিস্ট্রেশন কপি: আপনার গাড়ির যেই রেজিস্ট্রেশন কাগজ রয়েছে তার একটি পরিষ্কার ফটোকপি লাগবে।
ট্যাক্স টোকেন: গাড়ির বর্তমান ট্যাক্স টোকেনের ফটোকপি লাগবে।
ফিটনেস সার্টিফিকেট: আপনার গাড়ির ফিটনেসের যেই সার্টিফিকেট সেটার একটি পরিষ্কার ফটোকপি প্রয়োজন।
বীমা: আপনি গাড়ির জন্য যে বীমা করেছেন, সেই বীমার কাগজের ফটোকপি। আর যদি না করে থাকেন কিংবা গাড়ির ইন্সুরেন্স তথা বীমা সম্পর্কে জানা না থাকে, তবে জেনে নিন গাড়ির অটো ইন্সুরেন্স কি আর অটো ইন্সুরেন্স করা কেন গুরুত্বপূর্ণ।
উপরে উল্লেখিত কাগজপত্র যদি আপনার থেকে থাকে, তবে তা নিয়ে উবারে যোগাযোগ করুন। আর কোনো কাগজপত্র কম থাকলেও সমস্যা নেই, আপনি উবারের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে সহযোগিতা করবে, আশা করি। সাধারণত উবার বলে থাকে গাড়ি দিয়ে প্রতি মাসে ২০ হাজার টাকার আয় করতে পারবেন। কিন্তু গাড়ির বিভিন্ন খরচের হিসাব মেলালে আয়ের পরিমাণ কমবেশি হতে পারে।
যাইহোক, আপনি যদি উবারে গাড়ি ভাড়া দিয়ে আয় করতে চান, তবে উবার ওয়েবসাইটের Vehicle requirements, Dhaka পেজ থেকে সাইনআপ করে নিন। চাইলে আপনি উবারের ফেসবুক পেজ Uber Users of Dhaka Bangladesh এ জয়েন করতে পারেন। অন্যান্য যারা উবারে গাড়ি ভাড়া দিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করাসহ বিভিন্ন আপডেট পেতে এই পেজটি আপনাকে সাহায্য করবে।
ড্রাইভার হয়ে উবার থেকে উপার্জন
আপনার যদি গাড়ি চালানোর দক্ষতা থাকে, তবে ড্রাইভার হয়েও অর্থ উপার্জন করতে পারবেন। মজার ব্যাপার হল, এখানে আপনি আপনার নিজের গাড়ি যেমন উবার অ্যাপের মাধ্যমে চালাতে পারবেন, ঠিক তেমনি অন্যের গাড়িও চালাতে পারবেন। সত্যিকার অর্থে নিজের গাড়ি নিজে চালানোর মধ্য দিয়ে উবার থেকে সবচাইতে বেশি টাকা আয় করা যায়।
যাই হোক, জেনে নিন উবারে কিভাবে ড্রাইভার হিসেবে জয়েন করবেন আর প্রতি মাসে ২০ হাজার টাকা থেকে শুরু করে ৬৫ হাজার টাকা পর্যন্ত আয় করবেন।
যদি আপনার নিজের গাড়ি থেকে থাকে, তবে উপরে উল্লেখিত গাড়ির শর্তাবলী পূরণ করতে হবে এবং পাশাপাশি আপনার আরও দুটি শর্ত পূরণ করতে হবে। যথা:
- আপনার নিজের ড্রাইভিং লাইসেন্স
- জাতীয় পরিচয় পত্র
আর যদি আপনার নিজের গাড়ি না থাকে, সেক্ষেত্রে স্বয়ং উবার আপনাকে গাড়ি সরবরাহ করবে। তবে উবারে গাড়ি চালানোর জন্য আপনারও উপরের দুটি শর্ত পূরণ করতে হবে। যাইহোক, গাড়ি চালানোর জন্যে উবারের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে বামপাশে থাকা Sign Up to Drive এ ক্লিক করুন এবং ফর্ম পূরণ করে আবেদন করুন।
শেষ কথা
এই ছিল আজকের উবার থেকে আয় করার উপায় নিয়ে আলোচনা। মূলত দুটি পদ্ধতিতে উবার থেকে খুব সহজে আয় করা যায়। উবারে কিভাবে ড্রাইভার হিসেবে জয়েন করবেন কিংবা গাড়ি ভাড়া দেবেন এ সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত লেখা আসবে। তাই পরবর্তী লেখার জন্য হৈচৈ বাংলাতে চোখ রাখুন। আর উবার সম্পর্কে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
নাঈম says
আপনাদের ভাড়া নির্ধারন কিভাবে করেন, কিলোমিটার নাকি অন্যভাবে? আর স্কুটার দিয়ে করলে ফুল টাইম কেমন ইনকাম আসবে? আমাকে জানালে উপকৃত হবো।
টি আই অন্তর says
প্রশ্ন করার জন্যে ধন্যবাদ, নাঈম ভাই। আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে এই লেখাটিতে দেয়া উবারের হেল্প লাইনে কল দিন; তারা আপনি বিস্তারিত বুঝিয়ে দেবেন।